২১ মার্চ ২০২২ ব্র্যাকের সুবর্ণজয়ন্তী

Preparation BD
By -
0

ব্র্যাক বিশ্বের অন্যতম বৃহত্তর উন্নয়নমূলক সংস্থা। মূলত এটি গঠিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার শরণার্থীদের দেশে ফিরিয়ে আনায় সহায়তার জন্য। প্রথমে প্রতিষ্ঠানটির নাম ছিল Bangladesh Rehabilitation Assistance Committee। এরপর নামকরণ করা হয় Bangladesh Rural Advancement Committee। আর সর্বশেষ Building Resources Across Communities যা এখন আনুষ্ঠানিকভাবে BRAC নামে পরিচিত।

২১ মার্চ ১৯৭২ ফজলে হাসান আবেদ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা শাল্লায় ফিরে আসা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে আফগানিস্তানে কর্মসূচি চালুর মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনালের যাত্রা শুরু। গত ২০ বছরে ১৩টি দেশে কাজ করলেও এখন ১০টি দেশে সরাসরি মানুষের উন্নয়নে কাজ করছে ব্র্যাক।

টাইম লাইনে ব্র্যাক

  • ১৯৭৪ : ব্র্যাক ক্ষুদ্রঋণ প্রকল্প শুরু করে।
  • ১৮ ডিসেম্বর ১৯৭৮ : হস্ত ও কারুশিল্প ব্যবসায় প্রতিষ্ঠান আড়ং প্রতিষ্ঠা।
  • ১৯৮৫ : উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষাদান শুরু করে, যা এখনও বিদ্যমান
  • ১৯৯৫ : BRAC Institute of Skills Development (BRAC-ISD) প্রতিষ্ঠা।
  • ২০০১ : ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ।
  • ২১ জুলাই ২০১১ : মােবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ (bKash) প্রতিষ্ঠা।
  • ২১ মার্চ ২০২২ : ব্র্যাকের সুবর্ণজয়ন্তী।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !