ভার্চুয়াল জাদুঘরের যাত্রা শুরু

Preparation BD
By -
0

২৮ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশে প্রথমবারের মতাে চালু হয় ভার্চুয়াল জাদুঘর। দেশের যেকোনাে জায়গা থেকে কেবল একটি ভিআরের সাহায্যে ঘুরে দেখা যাবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভার্চুয়াল জাদুঘরের প্রতিষ্ঠাতা আহমেদ জামান সঞ্জীব। ২০১৭ সালের মাঝামাঝিতেই এ ভার্চুয়াল জাদুঘরের কাজ শুরু হয়। এর মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে ছয়টি ভিন্ন প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান এ ভিএমবি অ্যাপে যুক্ত হয়েছে।

যে কেউ virtualmuseumbd.com ওয়েবসাইটটিতে প্রবেশ করে অ্যাপটি ডাউনলােড করতে পারেন এবং একটি ভিআর হেডসেটের মাধ্যমে ভার্চুয়ালি এ ছয়টি স্থান সম্পর্কে অভিজ্ঞতা। লাভ করতে পারেন। যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলাে এ অ্যাপটিতে রয়েছে, সেগুলাে হলাে— বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চাপাইনবাবগঞ্জের ছােট সােনা মসজিদ, যশােরের ১১ শিব মন্দির, সােনারগাঁওয়ের বড় সরদার বাড়ি, নারায়ণগঞ্জের পানাম নগর ও দিনাজপুরের কান্তজিউ মন্দির।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !