যারা বিভিন্ন ব্যাংক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের লেখাটি সহায়ক হবে বলে আশা করছি। যেকোন সরকারী বা বেসরকারী ব্যাংক পরীক্ষার ভাইবা বোর্ডে কি কি প্রশ্ন করতে পারে সে বিষয়ে কিছুটা ধারণা দিতে আজকের লেখাটি সাজানো হয়েছে।
প্রার্থী: আসসালামু আলাইকুম। ভেতরে আসব স্যার ?
পরীক্ষক: ওয়ালাইকুম আসসালাম। জ্বি আসুন, বসুন।
পরীক্ষক: আপনার নাম কী?
প্রার্থী: দেবপ্রিয় ঘোষ।
পরীক্ষক: আপনার নামে একজন বিখ্যাত অর্থনীতিবিদ রয়েছেন এদেশে, তার নাম শুনেছেন?
প্রার্থী: হ্যাঁ স্যার শুনেছি। তিনি অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সাবেক নির্বাহী পরিচালক।
পরীক্ষক: ব্যাংক রেট বলতে কী বোঝেন?
প্রার্থী: বাংলাদেশ ব্যাংক যে রেটে বাণিজ্যিক ব্যাংক সমূহকে অর্থ ঋণ প্রদান করে তাকে ব্যাংক রেট বলে।
পরীক্ষক: বাজেট সম্পর্কে বলুন?
প্রার্থী:কোনো নির্দিষ্ট বছরে সরকার বিভিন্ন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করবে এবং কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে তার বিস্তারিত বিবরণকে বাজেট বলে।
পরীক্ষক: মুদ্রার অবমূল্যায়ন কী?
প্রার্থী: সরকার স্বেচ্ছায় বিদেশি মুদ্রার তুলনায় দেশিয় মুদ্রার বিনিময় মূল্য কমিয়ে দিলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।
পরীক্ষক: বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার?
প্রার্থী: ১৬০২ মার্কিন ডলার।
পরীক্ষক:মূসক কী?
প্রার্থী: মূসক হলো মূল্য সংযোজন কর বা Value Added Tax .আমদানিকৃত , রপ্তানিকৃত , উৎপাদিত ও সরবরাহকৃত পণ্য এবং প্রদত্ত ও আমদানিকৃত সেবার উপর আরোপিত করকে মূসক বলা হয়।
পরীক্ষক: শেয়ার বলতে কী বোঝেন?
প্রার্থী: শেয়ার হলো কোন কোম্পানির পুঁজির একটা বিশেষ অংশ। শেয়ার হোল্ডার কোম্পানির লাভের একটা অংশ প্রাপ্ত হয়ে যাবেন। কোম্পানির তারল্য রূপান্তরিত হলে বিভিন্ন প্রাপকদের অংশ পরিশোধের পর অবশিষ্টাংশ থেকে শেয়ার হোল্ডারগণ তাদের অংশ অনুযায়ী প্রাপ্ত হয়ে থাকে।
পরীক্ষক: বাংলাদেশের নিকাশ ঘর হিসেবে কাজ করে কোন ব্যাংক?
প্রার্থী: বাংলাদেশ ব্যাংক।
পরীক্ষক: ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন।
প্রার্থী: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।