বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে।যেকোনো চাকুরী পরীক্ষায় আসার মত কিছু বাগধারা দেওয়া হলো।
অ আ ক খ = সাধারণ জ্ঞান
অকাল কুষ্মাণ্ড = অপদার্থ , অকেজো
অকূল পাথার = ভীষণ বিপদ
অক্কা পাওয়া = মারা যাওয়া
অগস্ত্য যাত্রা = চির দিনের জন্য প্রস্থান , শেষ বিদায়
অগাধ জলের মাছ = সুচতুর ব্যক্তি
অচল পয়সা = অকেজো হয়ে পড়া , মূল্যহীন
অর্ধচন্দ্র = গলা ধাক্কা
অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন
অন্ধের নড়ি = একমাত্র অবলম্বন
অন্ধি – সন্ধি = গোপন তথ্য
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
অগ্নিশর্মা = নিরতিশয় ক্রুদ্ধ
অগ্নিপরীক্ষা = কঠিন পরীক্ষা
অগ্নিশর্মা = ক্ষিপ্ত
অন্তরটিপুনি = অলক্ষে অন্যের হৃদয়ে আঘাত দেয়া
অগাধ জলের মাছ = খুব চালাক
অতি চালাকের গলায় দড়ি = বেশি চাতুর্যর পরিণাম
অতি লোভে তাঁতি নষ্ট = লোভে ক্ষতি
অদৃষ্টের পরিহাস = ভাগ্যের বিড়ম্বনা , ভাগ্যের নিষ্ঠুরতা
অর্ধচন্দ্র দেওয়া = গলা ধাক্কা দিয়ে দেয়া
অষ্টরম্ভা = ফাঁকি
অথৈ জলে পড়া = ভীষণ বিপদে পড়া
অন্ধকারে ঢিল মারা = আন্দাজে কাজ করা
অমৃতে অরুচি = দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা
অনুরোধে ঢেঁকি গেলা = অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন
আকাশ কুসুম = অসম্ভব কল্পনা
আকাশ পাতাল = প্রভেদ , প্রচুর ব্যবধান
আকাশ থেকে পড়া = অপ্রত্যাশিত
আকাশ ভেঙে পড়া = ভীষণ বিপদে পড়া
আকাশের চাঁদ = আকাঙ্ক্ষিত বস্তু
আকাশে তোলা = অতিরিক্ত প্রশংসা করা
আকাশের চাঁদ হাতে পাওয়া = দুর্লভ বস্তু প্রাপ্তি
আকাট মূর্খ = জ্ঞানহীন
আক্কেল সেলামি = নির্বুদ্ধিতার দণ্ড
আক্কেল গুড়ুম = হতবুদ্ধি , স্তম্ভিত
আক্কেল দাঁত = বুদ্ধির পরিপক্বতা
আখের গোছানো = স্বার্থ হাসিল করা
আগুন নিয়ে খেলা = বিপদের ঝুঁকি নিয়ে কাজ করা
আগুনে ঘি ঢালা = রাগ বাড়ানো
আঙুল ফুলে কলাগাছ = অপ্রত্যাশিত ধনলাভ ,হঠাৎ বড়লোক
আঠার আনা = সমূহ সম্ভাবনা
আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক , শত্রুতা
আহ্লাদে আটখানা = খুব খুশি
আঙুল ফুলে কলাগাছ = হঠাৎ বড়লোক
আদা জল খেয়ে লাগা = উঠে পরে লাগা , প্রাণপণ চেষ্টা করা
আধার ঘরের মানিক = অতি প্রিয় বস্তু
আটকপালে = হতভাগ্য
আঠার মাসের বছর = দীর্ঘসূত্রিতা
আলালের ঘরের দুলাল = অতি আদরে নষ্ট পুত্র
আষাঢ়ে গল্প = আজগুবি কেচ্ছা , আজগুবি গল্প
আপন পায়ে কুড়াল মারা = নিজের অনিষ্ট করা
ইতর বিশেষ = পার্থক্য
ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য
ইঁচড়ে পাকা = অকালপক্ক
ইলশে গুঁড়ি = গুড়ি গুড়ি বৃষ্টি
উত্তম মধ্যম=প্রহার
উড়নচন্ডী = অমিতব্যয়ী
উভয় সংকট = দুই দিকেই বিপদ
উলু বনে মুক্ত ছড়ানো = অপাত্রে / অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান
উড়ো চিঠি = বেনামি পত্র
উড়ে এসে জুড়ে বসা = অনধিকারীর অধিকার
উজানে কৈ = সহজলভ্য
উঠতে বসতে = সব সময়
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = একের দোষ অন্যের ঘাড়ে চাপানো ঊনপাঁজুড়ে = হতভাগ্য / দুর্বল
ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি
এক ক্ষুরে মাথা মুড়ানো = একই স্বভাবের , একই দলভুক্ত
এক চোখা = পক্ষপাতিত্ব , পক্ষপাতদুষ্ট
এক মাঘে শীত যায় না = বিপদ একবারই আসে না , বার বার আসে
এক নজরে = অতি অল্প সময়ের জন্য
একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয়
এক বনে দুই বাঘ = প্রবল প্রতিদ্বন্দ্বী
এক ঢিলে দুই পাখি মারা = এক সাথে দুই কাজ সমাধান করা
এক কথার মানুষ = যার কথায় নড়চড় হয় না
একাই একশ = অসাধারণ কর্মকুশল
এলাহি কাণ্ড = বিরাট আয়োজন
এলোপাতাড়ি = বিশৃঙ্খলা
এসপার ওসপার = মীমাংসা
বুঝে চলা = অবস্থা বুঝে চলা / আত্মসম্মান রক্ষা করা