বাংলাদেশ (ইতিহাস ও ঐতিহ্য) বিষয়ক কিছু এক কথার সাধারন জ্ঞান প্রশ্নোত্তর দেওয়া হলো। যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষার্থী আছেন আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।
বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হলো – ভাষা ও সংস্কৃতি ।
মৈথিলি ও বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্টি হয়েছে – ব্রজবুলি ।
বাংলাদেশের প্রাচীন জাতি -দ্রাবিড় ।
UNESCO- এর ৩০ তম সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসিবে ঘোষণা করা হয়।
‘চটকা ’ বাংলাদেশের যে অঞ্চলের গান – উত্তরবঙ্গ ।
রংপুর অঞ্চলের গান – ভাওয়াইয়া।
ভাওয়াইয়া গান বাংলাদেশের যে অঞ্চলের প্রচলিত পল্লীগীতি – রংপুর।
‘তেওড়া ’ হলো – গানের তাল ।
প্রাচীনতম বাদ্যযন্ত্র হলো – ডুগডুগি ।
‘ওয়ানগালা ’ উৎসব যে নৃগোষ্ঠী পালন করে থাকে – সাঁওতাল।
বাংলাদেশের যে নৃ – গোষ্ঠীর উৎসব ‘ সোহরাই ‘ – সাঁওতাল।
বাংলাদেশের যে নৃ – গোষ্ঠীর উৎসব ‘ সাংগ্রাই ‘–মারমা ।
বাংলাদেশের জাতীয় প্রতীকে যেগুলো রয়েছে – ধান , পাট , শাপলা ও দোয়েল।
‘সোনালিকা ‘ ও ‘ আকবর’কৃষিক্ষেত্রের সাথেসংশ্লিষ্ট – উন্নত জাতের গমের নাম।
একনেক ( ECNEC ) এর চেয়ারম্যান-প্রধানমন্ত্রী ।
সংগ্রাম ও প্রত্যাশা হলো – নৌ বাহিনীর দুইটি যুদ্ধজাহাজ।
বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের ( জল ও স্থল মিলিয়ে )– ৩৪৫৩ ভাগের এক ভাগ।
বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের ( কেবল স্থল বিবেচনায় ) – ১০০৪ ভাগের এক ভাগ।
বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা –২০৫০ ফুট ।
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী – কর্ণফুলি ।
ভুটান , ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদীর নাম –দুধকুমার।
যে নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে – কুলিক ।
যে নদীটি ভারতের বোরাক নদী থেকে উৎপত্তি হয়েছে – সুরমা।
যে দুইটি নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে – ফেনী নদী এবং হালদা নদী।
বাংলাদেশের উত্তরে ভারতের যে রাজ্য / প্রদেশটি অবস্থিত -মেঘালয়।
বাংলাদেশ সরকার ব্যবস্থা যে ধরনের মন্ত্রিপরিষদ শাসিত।
বাংলাদেশের সরকার ব্যবস্থা যে ধরনের – এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ।
বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল।
উপকূল থেকে Exclusive Economic Zone ( EEZ ) সীমা- ২০০ নটিক্যাল মাইল।
গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন – শাহ আবদুল হামিদ (১০ এপ্রিল ১৯৭২ থেকে ০১ মে ১৯৭২ )।
জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন – মোহাম্মদ উল্লাহ ( ০৭ এপ্রিল ১৯৭৩ থেকে ২৬ জানুয়ারি ১৯৭৪ )।