ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর খ-ইউনিটের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ২ অক্টোবর ২০২১ । আপনারা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে।
বাংলা
1. ‘ব্যর্থ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হলাে—
উত্তর : বি + অর্থ।
2. A cat in gloves catches no mice’-এর সমার্থক বাংলা প্রবাদ—
উত্তর : সােজা আঙ্গুলে ঘি ওঠে না।
3. “এখন থেকে কারও শান্তিতে আর কোনাে রকম বিঘ্ন ঘটবে না।” – সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন—
উত্তর : মিরজাফর।।
4. “ফেব্রুয়ারি ১৯৬৯কবিতায় রক্তের বুদ্বুদ’ বলতে বােঝানাে হয়েছে—
উত্তর : শহিদের স্মৃতি।
5. জাদু’ শব্দটি যে ভাষার—
উত্তর : ফারসি।
6. বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, এটি
উত্তর : প্রশান্তিরও ইঙ্গিত।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- স্বাস্থ্য অধিদপ্তরের কমপাউন্ডার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- চাকুরী পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
7. “আহ্বান” গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখিত শরতের কটুক্তি গন্ধ ওঠা বনঝােপ’ পদবন্ধটি সঞ্চার করে—
উত্তর : নিগূঢ় বেদনা।
8, “মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে।পেছনে দাঁড়ানাে একটি লরির দিকে।’ উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে—
উত্তর : অনিশ্চয়তা।
9. লালসালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয়—
উত্তর : সংসার ঔদাসীন্য।
10. সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স’ বলতে বােঝানাে হয়েছে—
উত্তর : নবাবের সৈন্যদের।
11. লালসালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলাে—
উত্তর : ঠ্যাঙা বেটিরে, ঠ্যাঙা।
12. ‘চক্ষুর দ্বারা গৃহীত’-এর এক কথায় প্রকাশিত রূপ—
উত্তর : গােচর।
13. যে সম্পর্কটি বিসদৃশ
উত্তর : নিরন্ধ : নিবিড়।
14. মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। যে রচনার উদ্ধৃতি
উত্তর : বায়ান্নর দিনগুলাে।
15. আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ—
উত্তর : চাঁদ, তারা, সূর্য।
General English
1. The expression to commence’ means-
উত্তর : to start
2. Make an appropriate question from this statement: “The class will begin at 8.30 a.m.’
উত্তর : At what time will the class begin?
3. Choose the correct spelling from the following
উত্তর : Antigen. Fill in the gaps (4-5)
4. The peace movement tends to oppose the of dangerous technologies and weapons of mass destruction.-
উত্তর : proliferation.
5. Shilpi insisted memy going home.
উত্তর : on.
6. Change into reported form: “I’ll have a cup of tea”, my friend said, “because I’m not hungry.”
উত্তর : My friend said that he would have a cup of tea because he wasn’t hungry.
7. His friend accused him of spilling the beans. The bold faced phrase means-
উত্তর : revealing secrets.
8. It has made it possible for people all over the planet to reach out and touch someone.’ The bold faced word refers to—
উত্তর : WWW.
আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর ২০২১
9. Poetry in every language celebrates beauty and truth.
উত্তর : So does art.
10. ‘A mechanical organization’ should not be-related to a
উত্তর : University.
11. The idiom which is not related to the concept: ‘a positive attitude’.
উত্তর : sour grapes.
12. The early 20th century Bangladeshi Diaspora in Britain was chiefly a- phenomenon.
উত্তর : specific region based.
13. ‘Elizabeth unwillingly undertook the sea voyage’. The passive form of the sentence is-
উত্তর : The sea voyage was undertaken by Elizabeth unwillingly.
14. — is not synonym of the word ‘snarl’.—
উত্তর : Disentangle.
15. There are several likely reasons why Asians are not prioritized in medical research in the West. The bold faced word is used as a/an
উত্তর : Adjective.
সাধারণ জ্ঞান
1. কোর্ট অব রেকর্ড বলা হয় যে আদালতকে—
উত্তর : সুপ্রিম কোর্ট।
2. সদ্যঘােষিত ‘আউকুস’ চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়—
উত্তর : জাপান।
3. স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে—
উত্তর : রপ্তানি বাড়ে।
4. ২০২০ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলাে—
উত্তর : প্যারাসাইট।
5. পৃথিবী সূর্যের নিকটতম গ্রহ—
উত্তর : ৩য়।
6. রংপুরে যে ক্ষুদ্র নৃগােষ্ঠীর বাস—
উত্তর : রাজবংশী।
7. নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়—
উত্তর : জয় বাংলা।
8. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল—
উত্তর : নবাব নওয়াব আলী চৌধুরী।
9. বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে—
উত্তর : ৩য়।
10. নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়—
উত্তর : জার্মানি।
11. সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযােগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে—
উত্তর : ৯টি।
12. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন—
উত্তর : আবু সাঈদ চৌধুরী।
13. দি ওয়েলথ অব নেশনসুগ্রন্থের রচয়িতা
উত্তর : অ্যাডাম স্মিথ।
14. বঙ্গবন্ধু-ঘােষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে—
উত্তর : ৩।
15. নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ
A. চন্দ্রদ্বীপ
B, ময়নামতি
C. হরিকেল।
D. পাটালীপুত্র।
[Note: A ও C দুটিই সঠিক]
গুরুত্বপুর্ণ আরো কিছু সাধারণ জ্ঞান……….
16. রােমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলােসিয়াম’ হলাে—
উত্তর : নাট্যশালা।।
17. সি প্রােগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলাে—
উত্তর : <।
18. ক্ষুদ্র নৃগােষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে “২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন—
উত্তর : মথুরা বিকাশ ত্রিপুরা।
19. স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয়– ট্রান্সমিশন–
উত্তর : আইসােক্রোনাস।
20. ২০২১-২০২২ সালের উন্নয়ন বাজেটে যে খাতে ২য় সর্বোচ্চ রাদ্দ রাখা হয়েছে—
উত্তর : শিক্ষা ও প্রযুক্তি।
21. যে প্রােগ্রামিং ল্যাংগুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়ােগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না-
উত্তর : প্রােলগ।
22. জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন—
উত্তর : চিফ হুইপ।
23. যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন—
উত্তর : সৌদি আরব।
24. ‘ঈদগাঁও’, মধ্যনগর’ এবং ‘দাসার’ হলাে—
উত্তর : সদ্য প্রতিষ্ঠিত উপজেলা।
25. “ইউনেস্কো-বাংলাদেশ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার” যে বিষয়ে ঘােষিত হয়েছে—
উত্তর : সৃষ্টিশীল অর্থনীতি।
26. কোভিড-১৯-এর ৩ ডােজের টিকা ‘আবদালা’-র আবিষ্কারক দেশ হলাে—
উত্তর : কিউবা।।
27. ‘ইলামতি’ হলাে—
উত্তর : এক ধরনের আম ।
28. নহর-ই-যুবাইদা’ যেখানে অবস্থিত—
উত্তর : মক্কা।
29. ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে—
উত্তর : বার্মিংহাম।
30. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন—
উত্তর : যুক্তরাজ্য।