নতুন স্থলসীমান্ত আইন

Preparation BD
By -
0

২৩ অক্টোবর ২০২১ চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন স্থলসীমান্ত আইন অনুমােদন করে। আইনটি কার্যকর হবে ১ জানুয়ারি ২০২২।

চীন এই প্রথম সীমান্তবর্তী ১৪টি প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ২২,১১৭ কিলােমিটার সীমান্ত পরিচালনা বিষয়ক একটি আইন পাস করে।

আইন অনুযায়ী, চীনের সেনাবাহিনী ও অন্যান্য সরকারি সংস্থা সীমান্ত এলাকায় অবকাঠামাে নির্মাণের পাশাপাশি শত্রুর মােকাবিলায় স্থানীয় বেসামরিক বাসিন্দাদের প্রথম ঢাল হিসেবে প্রশিক্ষিত করে তুলতে পারবে।

এই বিভাগ থেকে আরো পড়ুন

যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যেকোনাে উসকানি মােকাবিলার জন্য দায়িত্ব পালন করবে। এছাড়া আইনে প্রতিবেশী দেশগুলির সঙ্গে আলােচনার ভিত্তিতে সীমান্ত সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের নির্দেশিকা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !