বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে বিভিন্ন পরীক্ষাতে কমন আসা ৫০টি প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান। বিসিএসসহ বিভিন্ন পরীক্ষাতে কমন আসা ৫০টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। আপনারা যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা দেখে থাকবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী অংশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তাই আপনাদের সুবিধার্থে বিগত বছরগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রশ্ন গুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলো একত্র করে দেওয়া হলো। তো চলুন পড়ে নেওয়া যাক-

 

বিভিন্ন পরীক্ষাতে কমন আসা ৫০টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর

০১। কার নেতৃত্বে তমদুন মজলিশ’ গঠিত হয়?
(ক) আবু মনসুর আহমদ
(খ) অধ্যাপক আবুল কাশেম
(গ) ড. কাজী মােতাহার হােসেন
(ঘ) আব্দুল মতিন

উত্তর : অধ্যাপক আবুল কাশেম

০২। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়?
(ক) ১৭ মার্চ, ১৯৪৯
(খ) ৭ মার্চ, ১৯৪৭
(গ) ১১ মার্চ, ১৯৪৮
(ঘ) ১১ মার্চ, ১৯৪৭

উত্তর : ১১ মার্চ, ১৯৪৮

০৩। কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
(ক) ৪টি দল
(খ) ৫টি দল
(গ) ৩টি দল
(ঘ) ৬টি দল

উত্তর: ৪টি দল

০৪। ১৯৫৪ সালে পূর্ব বাংলায় প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন কে?
(ক) আতাউর রহমান খান
(খ) এ কে ফজলুল হক
(গ) শেখ মুজিবুর রহমান
(ঘ) মওলানা ভাসানী

উত্তর: এ কে ফজলুল হক

০৫। যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল কত দিন?
(ক) ৫৩ দিন
(খ) ৫৪ দিন
(গ) ৫৬ দিন
(ঘ) ৬০ দিন

উত্তর : ৫৬ দিন

০৬। ৬ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
(ক) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে
(খ) পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবার দাবি
(গ) পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন।
(ঘ) রাজস্ব, কর বিষয়ক দাবি

উত্তর : পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন

০৭। যুক্তফ্রন্ট সরকার পতনের পর বাংলায় কার শাসনামল শুরু হয়?
(ক) গভর্নরের
(খ) প্রেসিডেন্টের
(গ) প্রধানমন্ত্রীর
(ঘ) তত্ত্বাবধায়ক সরকারের

উত্তর : গভর্নরের

০৮। ‘মারী চুক্তি’ কবে সম্পাদিত হয়?
(ক) ৩০ মে, ১৯৫৪
(খ) ৭ জুলাই, ১৯৫৫
(গ) ২৩ মার্চ, ১৯৫৬
(ঘ) ৭ ফেব্রুয়ারি, ১৯৫৭

উত্তর : ৭ জুলাই, ১৯৫৫

০৯। ছয়দফা দিবস কবে পালিত হয়?
(ক) ৫জুন
(খ) ৬ জুন
(গ) ৭ জুন।
(ঘ) ৮ জুন

উত্তর : ৭ জুন

১০। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কবে জারি করা হয়?
(ক) ২৩ মার্চ, ১৯৬০
(খ) ২৭ অক্টোবর, ১৯৫৯
(গ) ৭ অক্টোবর, ১৯৫৮
(ঘ) ৭ অক্টোবর, ১৯৫৯

উত্তর: ২৭ অক্টোবর, ১৯৫৯

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু সাধারণ জ্ঞান

১১। গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ’ কিসের ভিত্তিতে গঠন করা হয়?
(ক) ৬ দফা।
(খ) ৮ দফা
(গ) ১১ দফা
(ঘ) ২১ দফা

উত্তর : ৮ দফা

১২। ‘আগরতলা মামলা কবে প্রত্যাহার করা হয়?
(ক) ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
(খ) ১৮ ফেব্রুয়ারি, ১৯৬৯
(গ) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
(ঘ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

উত্তর: ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯

১৩। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?
(ক) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
(খ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
(গ) ৪ জানুয়ারি, ১৯৬৯
(ঘ) ৮ জানুয়ারি, ১৯৬৯

উত্তর: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

১৪। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
(ক) ২২ অক্টোবর, ১৯৭০
(খ) ২০ ডিসেম্বর, ১৯৭০
(গ) ৫ অক্টোবর, ১৯৭০
(ঘ) ৭ ডিসেম্বর, ১৯৭০

উত্তর: ৭ ডিসেম্বর, ১৯৭০

১৫। ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল?
(ক) ১৬৯টি।
(খ) ১৬০টি।
(গ) ১৬২টি
(ঘ) ১৬৭টি

উত্তর : ১৬৭টি

১৬। স্বৈরাচারী আইয়ুব খানের শাসনের অবসান ঘটে কবে?
(ক) ২৫ মার্চ, ১৯৬৯
(খ) ১ মার্চ, ১৯৭০
(গ) ২৫ মার্চ, ১৯৭০
(ঘ) ৭ ডিসেম্বর, ১৯৭০

উত্তর: ২৫ মার্চ, ১৯৬৯

১৭। কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘােষণা করা হয়?
(ক) ২৬ মার্চ, ১৯৭১
(খ) ৩ মার্চ, ১৯৭১
(গ) ১ মার্চ, ১৯৭১
(ঘ) ৭ মার্চ, ১৯৭১

উত্তর : ৩ মার্চ, ১৯৭১

১৮। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে এক ছাত্রসভায়
(খ) কলকাতায়।
(গ) কুর্মিটোলা ক্যান্টনমেন্টে।
(ঘ) চট্টগ্রামের পতেঙ্গায়

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে এক ছাত্রসভায়

১৯। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয়?
(ক) ৩০ অক্টোবর, ২০১৭
(খ) ৩০ অক্টোবর, ২০১৮
(গ) ৩০ সেপ্টেম্বর, ২০১৭
(ঘ) ৩০ সেপ্টেম্বর, ২০১৮

উত্তর: ৩০ অক্টোবর, ২০১৭

২০। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন?
(ক) ৩টি
(খ) ৪টি।
(গ) ৫টি
(ঘ) ৬টি

উত্তর: ৪টি

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক আরো কিছু সাধারণ জ্ঞান

২১। মুজিবনগর সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী কে ছিলেন?
(ক) ক্যাপ্টেন এম মনসুর আলী
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) এ.এইচ. এম কামারুজ্জামান
(ঘ) খন্দকার মােশতাক আহমদ

উত্তর : ক্যাপ্টেন এম মনসুর আলী

২২। বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র কত তারিখে গৃহীত হয়?
(ক) ২৬ মার্চ, ১৯৭১ সালে
(খ) ১০ এপ্রিল, ১৯৭১ সালে
(গ) ২৩ এপ্রিল, ১৯৭১সালে।
(ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১ সালে

উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১ সালে

২৩। মুজিবনগর সরকারের সদস্য ছিল—
(ক) ৭ জন।
(খ) ৯ জন
(গ) ৬ জন
(ঘ) ১০ জন

উত্তর: ৬ জন

২৪। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(ক) এম. মনসুর আলী
(খ) তাজউদ্দীন আহমেদ
(গ) মওলানা ভাসানী
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম

উত্তর: মওলানা ভাসানী

২৫। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
(ক) ৮নং থিয়েটার রােড, কলকাতা
(খ) মুজিবনগর
(গ) কালুরঘাট
(ঘ) বেনাপােল

উত্তর : ৮নং থিয়েটার রােড, কলকাতা

২৬। অনিয়মিত বাহিনীর সরকারি নাম কি ছিল?
(ক) মুক্তিফৌজ
(খ) মুক্তিবাহিনী।
(গ) গণবাহিনী
(ঘ) গেরিলা

উত্তর : গণবাহিনী

২৭। কোথায় কাদেরিয়া বাহিনী গঠিত হয়?
(ক) ভালুকা
(খ) মানিকগঞ্জ
(গ) সিরাজগঞ্জ
(ঘ) টাঙ্গাইল।

উত্তর : টাঙ্গাইল

২৮। ক্র্যাক প্লাটুন কত নং সেক্টরের অধীনে ছিল?
(ক) ১নং
(খ) ২নং
(গ) ৩নং
(ঘ) ৪নং

উত্তর : ২নং

২৯। যৌথবাহিনী কবে গঠিত হয়?
(ক) ২১ নভেম্বর, ১৯৭১
(খ) ২১ অক্টোবর, ১৯৭১
(গ) ২০ নভেম্বর, ১৯৭১
(ঘ) ২০ অক্টোবর, ১৯৭১

উত্তর: ২১ নভেম্বর, ১৯৭১

৩০। ১৯৭১ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে কোন মন্ত্রিসভা গঠন করে?
(ক) ডা. মালিক মন্ত্রিসভা
(খ) আজিজ পাশা মন্ত্রিসভা
(গ) শ্যামা মন্ত্রিসভা
(ঘ) আজম মন্ত্রিসভা

উত্তর : ডা. মালিক মন্ত্রিসভা

বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কমন আসার মত সাধারণ জ্ঞান

৩১। ১৯৭১ সালে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটির শিরােনাম কী?
(ক) Instrument of Surrender
(খ) Armistice
(গ) Truce
(T) Ceasefire

উত্তর: Instrument of Surrender

৩২। Concert for Bangladesh’ আয়ােজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
(ক) রাশিয়া
(খ) যুক্তরাজ্য
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) অষ্ট্রেলিয়া

উত্তর: যুক্তরাজ্য

৩৩। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম পর্যায়ের সম্প্রচার বন্ধ হয় কবে?
(ক) ২৯ মার্চ, ১৯৭১
(খ) ৩০ মার্চ, ১৯৭১
(গ) ৩১ মার্চ, ১৯৭১
(ঘ) কোনােটিই নয়

উত্তর: ৩০ মার্চ, ১৯৭১

৩৪। বীর মুক্তিযােদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
(ক) গারাে
(খ) রাখাইন
(গ) খাসিয়া
(ঘ) চাকমা

উত্তর : খাসিয়া

৩৫। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহিদ হন –
(ক) মােস্তফা কামাল
(খ) রুহুল আমীন
(গ) মুন্সী আব্দুর রউফ
(ঘ) মতিউর রহমান

উত্তর : মুন্সী আব্দুর রউফ

৩৬। বীরশ্রেষ্ঠ মােস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন?
(ক) ২ নং
(খ) ৪নং
(গ) ৮নং
(ঘ) ৮নং

উত্তর : ২ নং

৩৭। সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনীর কত জন?
(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ৪ জন
(ঘ) ৫ জন

উত্তর : ৩ জন

৩৮। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযােদ্ধা
(ক) হামিদুর রহমান।
(খ) নূর মােহাম্মদ শেখ
(গ) মােস্তফা কামাল
(ঘ) শহীদুল ইসলাম

উত্তর: শহীদুল ইসলাম

৩৯। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম উত্তর আমেরিকান দেশ কোনটি?
(ক) সেনেগাল
(খ) ফিজি।
(গ) বার্বাডােস
(ঘ) ভেনিজুয়েলা

উত্তর: বার্বাডােস

৪০। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর’ কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল?
(ক) ২ নং
(খ) ৮ নং
(গ) ১০ নং
(ঘ) ১১ নং

উত্তর: ৮ নং

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান

৪১। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
(ক) ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮
(খ) ১৩ অক্টোবর, ১৯৪৮
(গ) ১১ মার্চ, ১৯৫০
(ঘ) ৬ ডিসেম্বর, ১৯৪৭

উত্তর : ১১ মার্চ, ১৯৫০

৪২। মুজিবনগর সরকারের চীফ অব স্টাফ কে ছিলেন?
(ক) খন্দকার মােশতাক আহমেদ
(খ) লে.কর্নেল (অব.) আব্দুর রব
(গ) ক্যাপ্টেন এ.কে. খন্দকার
(ঘ) ক্যাপ্টেন এম.এ.জি ওসমানী

উত্তর : লে.কর্নেল (অব.) আব্দুর রব

৪৩। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
(ক) শিল্প ও বাণিজ্য
(খ) আইন ও বিচার
(গ) কৃষি, ঋণ ও সমবায়
(ঘ) অর্থ ও স্বরাষ্ট্র

উত্তর : কৃষি, ঋণ ও সমবায়

৪৪। গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়
(ক) ২৪ জানুয়ারি
(খ) ২৩ ফেব্রুয়ারি
(গ) ১০ মার্চ
(ঘ) ৫ ডিসেম্বর

উত্তর: ২৪ জানুয়ারি

৪৫। আগরতলা মামলা’র কত নং আসামিকে ক্যান্টনমেন্টে হত্যা করা হয়?
(ক) ১৫ নং
(খ) ১৬ নং
(গ) ১৭ নং
(ঘ) ১৮ নং

উত্তর: ১৭ নং

৪৬। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মােট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
(ক) ২টি
(খ) ৪টি
(গ) ৩টি
(ঘ) ৫টি

উত্তর : ৩টি

৪৭। নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল?
(ক) ঢাকা
(খ) চট্টগ্রাম।
(গ) রাজশাহী
(ঘ) সিলেট

উত্তর: চট্টগ্রাম

৪৮। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না?
(ক) ৭ নং সেক্টর
(খ) ১০ নং সেক্টর
(গ) ৩ নং সেক্টর
(ঘ) ১ নং সেক্টর

উত্তর: ১০ নং সেক্টর

৪৯। নিচের কোন সেক্টরে পর্যায়ক্রমে তিন জন কমান্ডার দায়িত্ব পালন করেন?
(ক) ১১ নং
(খ) ১০ নং
(গ) ৯ নং
(ঘ) ৮ নং

উত্তর : ১১ নং

৫০। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা কোন সাল?
(ক) ১৩৭৯
(খ) ১৩৭৬
(গ) ১৩৭৮
(ঘ) ১৩৭৭

উত্তর: ১৩৭৮

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !