মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা ১০ ডিসেম্বর ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ক্যাশিয়ার/স্টোর কিপার পদের পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন তাদের জন্য লেখাটি উপকারী হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার ইংরেজি অংশ সমাধান :
প্রশ্ন: Would you please find out Bangladesh – the map?
উত্তর: on
প্রশ্ন: সঠিক ইংরেজি বানান কোনটি?
উত্তর: Lieutenant
প্রশ্ন: The meaning of the word ‘obese’ is-
উত্তর: very fat
প্রশ্ন: What do people put on their face to protect them from COVID-19?
উত্তর: Mask
প্রশ্ন: Which one is the correct sentence?
উত্তর: He deals in rice.
প্রশ্ন: ‘সে সাঁতার জানেনা’- এর ইংরেজি কি?
উত্তর: He doesn’t know how to swim.
প্রশ্ন: Which one is correct?
উত্তর: Entrepreneur
প্রশ্ন: change the voice of ‘I don’t know him.
উত্তর: He is not known to me.
এই বিভাগ থেকে আরো পড়ুন
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- স্বাস্থ্য অধিদপ্তরের কমপাউন্ডার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- চাকুরী পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
প্রশ্ন: Following his illness. He was kept under close — for a week.
উত্তর: monitoring
প্রশ্ন: The construction of Metro Rail is going on-
উত্তর: in full swing
প্রশ্ন: Feminine gender of “Tiger” is?
উত্তর: Tigress
প্রশ্ন: In no time means -?
উত্তর: very quickly
প্রশ্ন: What is the antonym of “Best”?
উত্তর: Worst
প্রশ্ন: What is the synonym of ‘annoyed’?
উত্তর: angry
প্রশ্ন: Pledge means?
উত্তর: make a promise
প্রশ্ন: ‘খাঞ্জাঞ্চি’ শব্দের ইংরেজি কী?
উত্তর: Cashier
প্রশ্ন: The National Mausoleum is?
উত্তর: at Savar
প্রশ্ন: What is the right spelling?
উত্তর: crisis
প্রশ্ন: He died – cancer?
উত্তর: of
প্রশ্ন: Another war that Bangabandhu had to wage. Here the meaning of the underlined word is-
উত্তর: pay
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার বাংলা অংশ সমাধান:
প্রশ্ন: মাধুর্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় হল –
উত্তর: মধুর + য
প্রশ্ন: কোনটি সঠিক বানান?
উত্তর: মুহূর্ত
প্রশ্ন: চর্যাপদ কে সম্পাদনা করেন?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী
প্রশ্ন: ‘অরণ্য’ শব্দের স্ত্রী লিঙ্গ কী?
উত্তর: অরণ্যানী [বৃহৎ অরণ্য]
প্রশ্ন: ‘অনুচিত’ কোন সমাস?
উত্তর: বহুব্রীহি
প্রশ্ন: ‘অক্ষৌহিনী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: অক্ষ + ঊহিণী
প্রশ্ন: মরণ পথের প্রতীক্ষা করছে যে, এর এক কথায় প্রকাশ-
উত্তর: মুমূর্ষু [ মরতে বসেছে এমন]
প্রশ্ন: ‘এক ঘুম ঘুমিয়েছি’ কিসের উদাহরণ?
উত্তর: সমধাতুজ কর্ম
প্রশ্ন: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উপহার দিয়েছিলেন?
উত্তর: সঞ্চিয়তা
প্রশ্ন: ‘উনুন’ শব্দটি কোথা’ থেকে এসেছে?
উত্তর: তদ্ভব [উনুন শব্দটি সংস্কৃত উদষ্মান শব্দের তদ্ভব রূপ।]
প্রশ্ন: ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা?
উত্তর: আত্মজীবনী মূলক
প্রশ্ন: ‘নাড়াবুনে’ বাগধারার সঠিক অর্থ কোনটি?
উত্তর: মূর্খ
প্রশ্ন: ‘ধ’ কোন ধ্বনির অন্তর্ভুক্ত?
উত্তর: ঘোষ ধ্বনি
প্রশ্ন: ‘কন্যা’ শব্দের অপিনিহিত কোনটি?
উত্তর: কইন্যা
প্রশ্ন: ‘উদ্যম’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো?
উত্তর: উৎ + যম
প্রশ্ন: সকলকে মরতে হবে, বাক্যে সকলকে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তায় ২য়া
প্রশ্ন: কোন শব্দটি ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ নয়?
উত্তর: অর্ক [সূর্য]
প্রশ্ন: তুমি কী খাবে? – বাক্যে ‘কী’ ব্যবহৃত হয়েছে?
উত্তর: সর্বনাম হিসেবে
প্রশ্ন: বাংলা সাহিত্যে যুগ সন্ধির কবি বলা হয় কাকে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্রশ্ন: জাতীয় কবি নজরুল ইসলামের মুত্যু দিবস কবে?
উত্তর: ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার গণিত অংশ সমাধান:
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১,২,৩ ও ৪ অবশিষ্ট থাকবে?
উত্তর: ৫৮
প্রশ্ন: ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ২৫%
প্রশ্ন: x4 – x² + 1 = 0, হলে x³+1/x³ = ?
উত্তর: 0
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭:৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
উত্তর: ৪
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতর?
উত্তর: 6/11
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং ভূমি ১৮ মিটার হলে উচ্চতা কোনটি?
উত্তর: ২৪ মিটার
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
উত্তর: ৩০ ডিগ্রি
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
উত্তর: ২৪ দিনে
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
উত্তর: ২৫৩
প্রশ্ন: ১৭ সে.মি, ১৫ সে.মি এবং ৮ সে.মি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে-
উত্তর: সমকোণী
প্রশ্ন: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০ ডিগ্রি হলে চতুর্থ কোণটি কত?
উত্তর: ৮০ ডিগ্রি
প্রশ্ন: a2-c2-2ab+b2 এর সঠিক উৎপাদক কোনটি?
উত্তর: (a – b – c) (a – b + c)
প্রশ্ন: x-y=2 এবং xy=24 হলে, x এর মান কত?
উত্তর: 6
প্রশ্ন: ০.০৪ × ০.০২ × ০.০৮ = কত?
উত্তর: ০.০০০৬৪
প্রশ্ন: log3(1/9) এর মান কত?
উত্তর: – 2
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ সমাধান:
প্রশ্ন: ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে?
উত্তর: পেরু
প্রশ্ন: জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
উত্তর: জাপান
প্রশ্ন: এসডিজি এর লক্ষ্যমাত্র কয়টি?
উত্তর: ১৭
প্রশ্ন: ২০২১ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ বিজয়ী দেশ কোনটি?
উত্তর: অস্ট্রেলিয়া
প্রশ্ন: কপ-২৬ সম্মেলন ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: স্কটল্যান্ড
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
উত্তর: ১৩৬তম
প্রশ্ন: “সিটি অব লাভ এন্ড লাইটস” কোথায়?
উত্তর: প্যারিস
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধিক্ষেত্র কোথায়?
উত্তর: নানিয়ারচর
প্রশ্ন: ‘বাংলার নৌকা বাইচ’ উৎসবের সূচনা করেছিলেন কে?
উত্তর: ইসলাম খান
প্রশ্ন: ১ জিবি = কত?
উত্তর: ১০২৪ এমবি
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর কোনটি?
উত্তর: ২০২১
প্রশ্ন: কোভিড-১৯ এ কোয়ারেন্টাইন সময়কাল কত দিন?
উত্তর: ১৪ দিন
প্রশ্ন: বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমিত রোগী প্রথম কোন তারিখে সনাক্ত হয়?
উত্তর: ৮ মার্চ, ২০২০
প্রশ্ন: পদ্মা সেতুর স্প্যান কতটি?
উত্তর: ৪১ টি
প্রশ্ন: পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায়?
উত্তর: ভৈরব