Current Affairs October 2021 PDF 50 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১ থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। ২০২১ সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আলোচনা করা হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১, আন্তর্জাতিক বিষয়াবলী, সংস্থার প্রধান ও সদস্য, রিপোর্ট সমীক্ষা, সাহিত্য সংস্কৃতি ও লেখাধুলা।
Current Affairs October 2021 PDF 50 MCQ
The important 50 MCQs from Current Affairs October 2021 are discussed below. Recent questions and answers from 2021 Current Affairs have been discussed. Also discussed are Bangladesh Economic Survey 2021, International Affairs, Heads and Members of the Organization, Report Survey, Literary Culture, and Writing.
Full PowerPoint PDF Current Affairs October 2021
বাংলাদেশ
১. বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়ােগ বিষয়ক কাঠামাে চুক্তি (TIFA) স্বাক্ষরিত হয় কবে?
ক) ১০ সেপ্টেম্বর ২০২১
খ) ১১ সেপ্টেম্বর ২০২১
গ) ১৫ সেপ্টেম্বর ২০২১
ঘ) ১৭ সেপ্টেম্বর ২০২১
২. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?
ক) যুক্তরাষ্ট্র
খ) জার্মানি
গ) যুক্তরাজ্য
ঘ) স্পেন
৩. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স আসে?
ক) সৌদি আরব
খ) সংযুক্ত আরব আমিরাত
গ) যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য
৪. ২০২১ সালে কোন বাংলাদেশি র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন?
ক) সনজীদা খাতুন
খ) রেহমান সােবহান
গ) শেখ হাসিনা
ঘ) ড. ফেরদৌসী কাদরী
৫. শেখ রাসেল দিবস কবে?
ক) ১৮ অক্টোবর
খ) ২৮ সেপ্টেম্বর
গ) ৫ আগস্ট
ঘ) ২৮ এপ্রিল
৬. ‘বঙ্গবন্ধু ধান-১০০’ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
ক) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
খ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA)
গ) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
ঘ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)।
৭. বর্তমানে দেশে মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
ক) ৪৩০ জন
খ) ৪৩৮ জন
গ) ৪৪৪ জন
ঘ) ৪৫৬ জন
৮. দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর ওপর?
ক) ব্রহ্মপুত্র
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) আড়িয়াল খাঁ
৯. নিম্নের কোন আমটি নাবি জাতের?
ক) গৌড়মতি
খ) ইলামতি
গ) মেহেদী-২
ঘ) ওপরের সবগুলাে
১০. বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
ক) ১০৫টি
খ) ১০৬টি
গ) ১০৭টি
ঘ) ১০৮টি
১১. দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
ক) শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনােলজি, কিশােরগঞ্জ।
খ) ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ঢাকা
গ) আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিলেট
ঘ) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১
১২. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের মােট জনসংখ্যা কত?
ক) ১৬.২৫ কোটি
খ) ১৬.৪৫ কোটি
গ) ১৬.৬৫ কোটি
ঘ) ১৬.৮২ কোটি
১৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.১৭%
খ) ১.২৭ %
গ) ১.৩৭%
ঘ) ১.৪৭ %
১৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব/ প্রতি বর্গ কিমি কত?
ক) ১,১৩৫ জন
খ) ১,১৪০ জন
গ) ১,১৪৫ জন
ঘ) ১,১৫৫ জন
১৫. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
ক) ৭২.৮ বছর
খ) ৭৩.৩ বছর
গ) ৭৪.২ বছর
ঘ) ৭৪.৫ বছর
১৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের দারিদ্র্যের হার কত?
ক) ২০.৫%
খ) ২১.৫%
গ) ২২.৫%
ঘ) ২৩.৫%
১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের চরম দারিদ্র্যের হার কত?
ক) ৮.৫%
খ) ৯.৫%
গ) ১০.৫%
ঘ) ১১.৫%
১৮. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত?
ক) ২,০৬৪ মার্কিন ডলার
খ) ২, ১৪৪ মার্কিন ডলার
গ) ২,২২৭ মার্কিন ডলার
ঘ) ২,২৫৪ মার্কিন ডলার
১৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের মাথাপিছু GDP কত?
ক) ১,৯৬০ মার্কিন ডলার
খ) ১,৯৫০ মার্কিন ডলার
গ) ১,৯৯৭ মার্কিন ডলার
ঘ) ২,০৯৭ মার্কিন ডলার
২০. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের সাক্ষরতার (৭+) হার কত?
ক) ৭৩.৪%
খ) ৭৪.৪%
গ) ৭৫.২%
ঘ) ৭৫.৫%
আন্তর্জাতিক
২১. ৫ সেপ্টেম্বর ২০২১ আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে?
ক) গিনি
খ) গিনি বিসাউ
গ) ইরিত্রিয়া
ঘ) ইথিওপিয়া
২২. যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
ক) নুস ঘানি
খ) প্রীতি প্যাটেল
গ) মার্গারেট বেকেট
ঘ) লিজ ট্রাস
২৩. পেরুর মাওবাদী বিদ্রোহী গােষ্ঠী ‘শাইনিং পাথ’ এর প্রতিষ্ঠাতা কে?
ক) কিকো ফুজিমােরি
খ) পেদ্রো কাস্তিলাে
গ) আবিমায়েল গুজম্যান
ঘ) আলবার্তো ফুজিমােরি
২৪. লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে?
ক) হাসান দিয়াব
খ) নাজিব মিকাতি
গ) মিশেল আউন
ঘ) সাদ হারিরি
২৫. আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় কবে?
ক) ২৮ আগস্ট ২০২১
খ) ৩০ আগস্ট ২০২১
গ) ১ সেপ্টেম্বর ২০২১
ঘ) ৩ সেপ্টেম্বর ২০২১
২৬. আফগান যুদ্ধের সময়কাল কত?
ক) ৭ অক্টোবর ২০০১-৩০ আগস্ট ২০২১
খ) ৭ অক্টোবর ২০০১-২৮ ডিসেম্বর ২০১৪
গ) ১ জানুয়ারি ২০১৫-৩০ আগস্ট ২০২১
ঘ) ওপরের কোনােটিই সঠিক নয়।
২৭. তালেবানের প্রতিষ্ঠাতা কে?
ক) মােহাম্মদ হাসান আখন্দ
খ) আখতার মনসুর
গ) হাইবাতলাহ আমজাদা
ঘ) মােল্লা মােহাম্মদ ওমর
২৮. আফগানিস্তানে অবতীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে?
ক) মােহাম্মদ হাসান আখুন্দ
খ) আব্দুস সালাম হানাফি
গ) সিরাজউদ্দিন হাক্কানি
ঘ) আব্দুল গনি বারাদার
২৯. আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কী?
ক) Islamic State of Afghanistan
খ) Islamic Emirate of Afghanistan
গ) Islamic Republic of Afghanistan
ঘ) Emirate of Afghanistan
সংস্থার প্রধান ও সদস্য
৩০. জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) প্রথম নারী মহাসচিব কে?
ক) এনগােজি ওকনজো
খ) রেবেকা গ্রেনস্পান
গ) হেলেন ক্লার্ক
ঘ) ফাতিমা সাঈদ
৩১. ১৭ নভেম্বর ২০২১ ইসলামী সহযােগিতা সংস্থার (OIC) ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
ক) মাহাথির মােহাম্মদ (মালয়েশিয়া)
খ) একমেলেদ্দিন ইহসানােগলু (তুরস্ক)
গ) হামিদ অলগাবিদ (নাইজার)
ঘ) হুসেইন ইব্রাহিম তাহা (শাদ)
৩২. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি কে?
ক) আলি ট্রেকি (লিবিয়া)
খ) আব্দুল্লাহ শহীদ (মালদ্বীপ)
গ) পিটার থমসন (ফিজি)
ঘ) স্যাম কুটেসা (উগান্ডা)
৩৩. ২০ আগস্ট ২০২১ New Development Bank (NDB)-এর পরিচালনা পর্ষদ কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমােদন দেয়?
ক) বাংলাদেশ
খ) সংযুক্ত আরব আমিরাত
গ) উরুগুয়ে
ঘ) ওপরের সবগুলাে
৩৪. আন্তর্জাতিক নবায়নযােগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ১৬১টি
খ) ১৬৩টি
গ) ১৬৪টি
ঘ) ১৬৬টি
৩৫. সেপ্টেম্বর ২০২১ কোন দেশ IRENA’র ১৬৬তম সদস্যপদ লাভ করে?
ক) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ) হন্ডুরাস
গ) লেবানন
ঘ) মাল্টা
৩৬. সাংহাই সহযােগিতা সংস্থার (SCO) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ৬টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি
৩৭. ২৭ আগস্ট ২০২১ কোন দেশ SCO’র নবম সদস্যপদ লাভ করে?
ক) ভারত
খ) ইরান
গ) পাকিস্তান
ঘ) বাংলাদেশ
৩৮. UNCTAD মন্ত্রী পর্যায়ের ১৫তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ৩-৭ অক্টোবর ২০২১
খ) ৭-১১ অক্টোবর ২০২১
গ) ১১-১৭ অক্টোবর ২০২১
ঘ) ১৮-২৩ অক্টোবর ২০২১
৩৯. স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) আবুজা, নাইজেরিয়া
খ) জেনেভা, সুইজারল্যান্ড
গ) ব্রাসিলিয়া, ব্রাজিল
ঘ) দোহা, কাতার
৪০. স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ২৩-২৭ জানুয়ারি ২০২২
খ) ২৩-২৭ মার্চ ২০২২
গ) ২৩-২৭ অক্টোবর ২০২২
ঘ) ২৩-২৭ ডিসেম্বর ২০২২
রিপাের্ট-সমীক্ষা
৪১. বিশ্বব্যাংক এখন থেকে কোন রিপাের্ট আর প্রকাশ করবে না?
ক) World Economic Outlook
খ) World Development Report
গ) Doing Business Report
ঘ) Global Economic Prospects
৪২. ২০২১ সালের নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি?
ক) টরন্টো, কানাডা
খ) কোপেনহেগেন, ডেনমার্ক
গ) সিডনি, অস্ট্রেলিয়া
ঘ) টোকিও, জাপান
৪৩. ২০২১ সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত?
ক) ৫০তম
খ) ৫৪তম
গ) ৫৮তম
ঘ) ৬০তম
৪৪. ২০২১ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) গ্রিস
খ) চেক প্রজাতন্ত্র
গ) এস্তোনিয়া
ঘ) পর্তুগাল
৪৫. ২০২১ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) বুরুন্ডি
খ) সলােমন দ্বীপপুঞ্জ
গ) টুভ্যালু
ঘ) দক্ষিণ সুদান
৪৬. ২০২১ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৩২তম
খ) ৩৫তম
গ) ৩৯তম
ঘ) ৪৫তম
সাহিত্য-সংস্কৃতি
৪৭. Daha Adil BirDunya Mumkun গ্রন্থের লেখক কে?
ক) রিসেপ তায়েপ এরদোগান
খ) ইব্রাহিম রাইসি
গ) হাইবাতুল্লাহ আখুজাদা
ঘ) আব্দুল গনি বারাদার
ক্রীড়াঙ্গন
৪৮. বিশ্বের দ্বিতীয় বােলার হিসেবে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হন কে?
ক) লাসিথ মালিঙ্গা
খ) সাকিব আল হাসান
গ) রশিদ খান
ঘ) মােহাম্মদ আমির
৪৯. আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গােলদাতা কে?
ক) ক্রিশ্চিয়ানাে রােনালদো
খ) আলি দাইয়ি
গ) মােখতার দাহারি
ঘ) ফেরেন্স পুসকাস
৫০. ২০২০-২১ মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলােয়াড় কে?
ক) জর্জিনহাে
খ) এডওয়ার্ড মেন্ডি
গ) রুবেন দিয়াজ
ঘ) এনগােলাে কান্তে