কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো।পদের নাম : অডিটর। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল: ২২ অক্টোবর ২০২১
বাংলা অংশের সমাধান……..
প্রশ্ন : নিপাতনে সিদ্ধ সন্ধি’ সম্পর্কে কোনটি সঠিক?
উত্তর : যে সন্ধি ব্যাকরণের কোন নিয়ম মানে না।
প্রশ্ন : ‘তিমির হননের কবি’ কে?
উত্তর : জীবনানন্দ দাশ
প্রশ্ন : মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : বন্দী শিবির থেকে
এই বিভাগ থেকে আরো পড়ুন
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- স্বাস্থ্য অধিদপ্তরের কমপাউন্ডার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- চাকুরী পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
প্রশ্ন : ‘মৃতবৎসা’ শব্দটির অর্থ কী?
উত্তর : যে নারীর সন্তান হয়ে মারা যায়
প্রশ্ন : আমাদের পুকুরে অনেক মাছ আছে- কোন কারক?
উত্তর : অধিকরণ কারক
প্রশ্ন : ‘নেমেসিস’ নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে?
উত্তর : পঞ্চাশের মনন্তর
প্রশ্ন : আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- কার উক্তি?
উত্তর : ভারতচন্দ্র
প্রশ্ন : কোনটি শুদ্ধ বানান?
উত্তর : নৈঋত
প্রশ্ন : ‘আট কপালে’ বাগধারার অর্থ কী?
উত্তর : হতভাগ্য
প্রশ্ন : ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?
উত্তর : লবণাক্ত
প্রশ্ন : ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
উত্তর : কৃত বিদ্যা যার
প্রশ্ন : একজন শ্রেষ্ঠ “বৈয়াকরণবিদ” কে?
উত্তর : পাণিনি
প্রশ্ন : ‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর : প্রাচীন
প্রশ্ন : ‘দশচক্রে ভগবানভূত’ প্রবাদের অর্থ কী?
উত্তর : দশজনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
প্রশ্ন : ‘সদ্যোজাত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : সদ্যঃ + জাত
প্রশ্ন : বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে
উত্তর : কারক
প্রশ্ন : ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন-
উত্তর : জীমূতমন্দ্র
প্রশ্ন : ‘চন্দ্রাবত’ হলেন-
উত্তর : বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি
প্রশ্ন : রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
উত্তর : শেষের কবিতা।
প্রশ্ন : কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
উত্তর : কানাডা
ইংরেজি অংশের সমাধান…….
প্রশ্ন : choose the correct sentence:
উত্তর : Everyone must do his duty.
প্রশ্ন : They are two brothers, but —— of them were honest.
উত্তর : neither
প্রশ্ন : He divided the money——– the two boys.
Teg! between
প্রশ্ন : A ‘bull market’ means that share prices are-te!
Rising
প্রশ্ন : The compound form of ‘I went there to ask for a help’
উত্তর : I went there and asked for a help.
প্রশ্ন : Don’t waste your time,’ the boss said the employees.
test: The boss forbade the employees not to waste time.
প্রশ্ন : ‘Seismology’ is-
উত্তর : study of earthquakes
প্রশ্ন : ‘Love for kind’- is used to mean-
উত্তর : Philanthropic
প্রশ্ন : Which one of the following words is masculine?
উত্তর : Lad
প্রশ্ন : whats is the verb form of ‘Habit?
উত্তর : habituate
প্রশ্ন : The verb of simplification is—
উত্তর : simplify
প্রশ্ন : The idiom put up with means—-
উত্তর : tolerate
প্রশ্ন : ‘Two Cities’ is written by-
উত্তর : charles Dickens
প্রশ্ন : ‘গল্পটি পড়তে মজা’ এর ইংরেজি কি?
উত্তর : The book is pleasant to read.
প্রশ্ন : ‘Ambidexter’ means-
উত্তর : সব্যসাচী
প্রশ্ন : ‘May Allah protect Bangladesh’-
উত্তর : Optative
প্রশ্ন : The word ‘Sibling’ means-
test: a brother or sister
প্রশ্ন : I gave up——— cricket when I got a job.
Tot playing
প্রশ্ন : All citizens———–their taxes.
They have to pay
প্রশ্ন : Which of the following is correct?
ter. He had received the letter before I met him.
গণিত অংশের সমাধান……..
প্রশ্ন : একটি মােটর গাড়ী ১০ লিটার ডিজেলে ৮০ কিলােমিটার যায়। ১০ কিলােমিটার যেতে কী পরিমাণ ডিজেলের প্রয়ােজন হবে?
উত্তর : কোনটিই নয় (সঠিক উত্তর ১.২৫ লিটার)
প্রশ্ন : একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর : কোনটিই নয় (সঠিক উত্তর ৬ বর্গমিটার)
প্রশ্ন : ৪০ হতে ১০০ এর মধ্যেবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
উত্তর : ৬৯
প্রশ্ন : কোন সংখ্যার ৩৭অংশ ৪৮ এর সমান?
উত্তর : ১১২
প্রশ্ন : কোন গ্রামের ১৮২৫অংশ লােক শিক্ষিত। গ্রাশের শতকরা কতজন লােক শিক্ষিত?
উত্তর : ৭২%
প্রশ্ন : ০.১ X ১/২= কত?
উত্তর : ০.০৫
প্রশ্ন : ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক?
উত্তর : ভাজক x ভাগফল + ভাগশেষ
প্রশ্ন : x/a+a = x/b+b হলে x এর মান কত?
উত্তর : ab
প্রশ্ন : কোন চতুর্ভুজের চারটি কোণ সমকোণ?
উত্তর : বর্গ
প্রশ্ন : ৫৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে?
উত্তর : ১২৫ ডিগ্রি
প্রশ্ন : দুইটি সংখ্যার অনুপাত 2:3। গ.সা.গু. 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
উত্তর : ১২
প্রশ্ন : ৫০ এর ৬%=কত?
উত্তর : ৩
প্রশ্ন : দৈর্ঘ্য পরিমাপের C.G.S একক কোনটি?
উত্তর : সেন্টিমিটার।
প্রশ্ন : ৩ জনের বয়সের গড় ৩৫ বছর। তাদের বয়সের সমষ্টি কত?
উত্তর : ১০৫ বছর
প্রশ্ন : ৩০০ টাকায় ১৫% লাভ হলে কত টাকা লাভ হবে?
উত্তর : ৪৫ টাকা
প্রশ্ন : চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
উত্তর : ৩৬০ ডিগ্রি।
প্রশ্ন : ৩/৪ কি ধরনের ভগ্নাংশ?
উত্তর : প্রকৃত ভগ্নাংশ
প্রশ্ন : একটি গ্রামের লােকসংখ্যা ৫০০০। ২৫% মহিলা হলে ঐ গ্রামে কতজন মহিলা আছে?
উত্তর : ১২৫০ জন
প্রশ্ন : ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের সমষ্টি কত?
উত্তর : ৫০৫০
প্রশ্ন : x2+x-6 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
উত্তর : (x-2) (x+3)
সাধারণ জ্ঞান অংশের সমাধান……
প্রশ্ন : মেট্রোরেল এর অর্থায়নের উৎস?
উত্তর : বাংলাদেশ ও জাপান
প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্ন : ‘Montreal Protocol’ হল
উত্তর : ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি
প্রশ্ন : মেট্রোরেল এর প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে?
উত্তর : ৬০ হাজার।
প্রশ্ন : বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি ছিলেন
উত্তর : ইতালির নাগরিক
প্রশ্ন : স্বাধীনতা সংগ্রামে একমাত্র নৌ-সেক্টর কোনটি?
উত্তর : ১০ নম্বর সেক্টর
প্রশ্ন : ‘টাইগার হিল’ কোথায় অবস্থিত?
উত্তর : কাশ্মীর
প্রশ্ন : বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়ােগদান করেন?
উত্তর : রাষ্ট্রপতি
প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব?
উত্তর : আন্তোনিও গুতেরেস।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম কে যে উপাধি দেওয়া হয়-
উত্তর : বীর প্রতীক
প্রশ্ন : ‘ব্ল্যাক সেপ্টেম্বর’ কি?
উত্তর : গেরিলা সংস্থা
প্রশ্ন : LUTHFANSA কি?
উত্তর : জার্মানির বিমান সংস্থা।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মােট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?
উত্তর : ১২ বছর [৪ হাজার ৬৮২ দিন, দিন অনুসারে ১২ বছর ৩০২ দিন, অপশনে ১৩ বছর ছিলনা, তাই সঠিক উত্তর ১২ বছর ধরা যেতে পারে।
প্রশ্ন : কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
উত্তর : চীন।
প্রশ্ন : শেখ রাসের দিবস পালিত হয়-
উত্তর : ১৮ অক্টোবর
প্রশ্ন : পদ্মা সেতুতে মােট পিলার এর সংখ্যা কত?
উত্তর : ৪২ টি
প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে?
উত্তর : ডিসেম্বর, ২০১৪
প্রশ্ন : কোন নেতাকে “আফ্রিকার গান্ধী” বলা হয়?
উত্তর : নেলসন ম্যান্ডেলা
প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের প্রথম সংশােধনীর উদ্দেশ্য কী ছিল?
উত্তর : ৯৩ হাজার যুদ্ধ বন্দির বিচার
প্রশ্ন : UNESCO এর প্রতিষ্ঠাকাল?
উত্তর : ৪ নভেম্বর, ১৯৪৬