কুইজসহ বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

কুইজসহ বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে পরে আপনার নিজেরে যাচাইয়ের জন্য একটি মডেল টেস্ট দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর অবস্থিত
উত্তর : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়।

প্রশ্ন : বিশ্বে বাংলা ভাষার অবস্থান
উত্তর : ৭ম।

প্রশ্ন : ৩২তম অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে
উত্তর : ৬ জন ক্রীড়াবিদ।

প্রশ্ন : মােগল আমলে রাজমহলের নামকরণ করা হয়
উত্তর : আকবর নগর।

প্রশ্ন : এ. কে. ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর হন
উত্তর : ১৯৫৬ সালে।

প্রশ্ন : ৫২’র ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন
উত্তর : ড. সৈয়দ মােয়াজ্জেম হােসেন।

প্রশ্ন : বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান
উত্তর : ইন্দিরা গান্ধী।

প্রশ্ন : জাটকা ইলিশ বলতে বােঝায়
উত্তর : ২৫ সে.মি. কম দৈর্ঘ্যের ইলিশকে।

প্রশ্ন : সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন
উত্তর : ৬,০১৭ বর্গ কিমি।

প্রশ্ন : রাখাইনরা যে জেলায় বসবাস করে
উত্তর : পটুয়াখালী।

প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূল্যস্ফীতি ধরা হয়েছে
উত্তর : ৪.৬%।

আরো কিছু সাধারণ জ্ঞান………………………

প্রশ্ন : ‘জাতীয় আয়কর দিবস’
উত্তর : ৩০ নভেম্বর।

প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়
উত্তর : ২৮ এপ্রিল ১৯৫৪।

প্রশ্ন : যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম
উত্তর : ইউরিয়া।

প্রশ্ন : সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকারের কথা সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে
উত্তর : ২৮(২)।

প্রশ্ন : সংসদকে কার্যকর রাখার দায়িত্ব
উত্তর : ক্ষমতাসীন ও বিরোধী দলের।

প্রশ্ন : ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পূর্ব বাংলায় বিভাগ ছিল
উত্তর : ৩টি।

প্রশ্ন : আয়তনে দেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন
উত্তর : সিলেট।

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘােষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে
উত্তর : ৩টি।

প্রশ্ন : ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক
উত্তর : মােনায়েম সরকার।

প্রশ্ন : সার্ক ফোয়ারার ভাস্কর
উত্তর : নিতুন কুন্ডু।

প্রশ্ন : স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র
উত্তর : ওরা ১১ জন।

প্রশ্ন : জি আই পণ্য এখন
উত্তর : ৯টি।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ৮ নং সেক্টরের সদর দপ্তর ছিল
উত্তর : কল্যাণী, ভারত।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘােষণা করা হয়
উত্তর : ঢাকার পল্টন ময়দানে।

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশে রােহিঙ্গারা প্রথম প্রবেশ করে
উত্তর : ১৯৭৮ সালে।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নােট ও মুদ্রা বাজারে ছাড়ে
উত্তর : চার ধরনের।

প্রশ্ন : মুজিব শতবর্ষের ক্ষণগণনা শুরু হয়
উত্তর : ১০ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : বাংলাদেশ সরকার ঘােষিত সংক্রামক এ ব্যাধি
উত্তর : ২৪টি।

প্রশ্ন : বাংলার প্রাচীন নগর ‘কর্ণসুবর্ণ’-এর এ অবস্থান
উত্তর : মুর্শিদাবাদে।

প্রশ্ন : ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট প্রদান করে
উত্তর : ২৬ মে ২০১৮।

প্রশ্ন : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৫তম ও দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি
উত্তর : রাবাব ফাতিমা।

প্রশ্ন : বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর যে মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়
উত্তর : ইরিনা বােকোভা।

প্রশ্ন : প্রথম ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ১,০০০ রান ও ১০০ উইকেটের অধিকার হন
উত্তর : সাকিব আল হাসান।

প্রশ্ন : বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন
উত্তর : নওয়াব আবদুল লতিফ।

প্রশ্ন : পূর্ববাংলা প্রাদেশিক পরিষদে আসন ছিল
উত্তর : ৩০৯টি।

প্রশ্ন : চাকমা জনগােষ্ঠীর লােকসংখ্যা সর্বাধিক যে জেলায় বাস করে
উত্তর : রাঙ্গামাটি।

নিজেকে যাচাই করতে মডেলটিতে অংশ নিন………………..

[ays_quiz id=’14’]

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !