সেপ্টেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও নতুন শেখ রাসেল দিবস, মৈত্রী দিবস ও জাতিসংঘ ঘোষিত দুই দিবস নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
০৩ সেপ্টেম্বর | আন্তর্জাতিক CEDAW দিবস। |
০৪ সেপ্টেম্বর | আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস (সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার)। |
০৪ সেপ্টেম্বর | বিশ্ব দাড়ি দিবস (সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার)। |
০৫ সেপ্টেম্বর | আন্তর্জাতিক মানবহিতৈষী দিবস। |
০৫ সেপ্টেম্বর | ওয়ার্ল্ড স্পাইন ইনজরি ডে। |
০৬ সেপ্টেম্বর | ডায়াবেটিস সেবা দিবস। |
০৭ সেপ্টেম্বর | নীলাকাশের জন্য নির্মল বায়ুর আন্তর্জাতিক দিবস। |
০৮ সেপ্টেম্বর | বিশ্ব ফিজিওথেরাপি দিবস। প্রতিপাদ্য- লং কোভিড এবং পুনর্বাসন। |
০৮ সেপ্টেম্বর | আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রতিপাদ্য- মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা: ডিজিটাল বিভাজন কমিয়ে আনা। |
০৯ সেপ্টেম্বর | আক্রমণ থেকে শিক্ষা রক্ষার আন্তর্জাতিক দিবস। |
১০ সেপ্টেম্বর | বিশ্ব আত্মহত্যা প্রতিরােধ দিবস। প্রতিপাদ্য- কর্মের মাধ্যমে আশা তৈরি করা। |
১২ সেপ্টেম্বর | জাতিসংঘ দক্ষিণ-দক্ষিণ সহযােগিতায় দিবস। |
১৫ সেপ্টেম্বর | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। প্রতিপাদ্য– ভবিষ্যৎ সংকট মােকাবিলায় গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা। |
১৬ সেপ্টেম্বর | বিশ্ব ওজোন দিবস। প্রতিপাদ্য— মন্ট্রিল প্রটোকল মেনে ওজোনস্তর রক্ষা করি, নিরাপদ খাদ্য ও প্রতিষেধকের শীতল বিশ্ব গড়ি। |
১৭ সেপ্টেম্বর | বিশ্ব রােগী সুরক্ষা দিবস। |
১৭ সেপ্টেম্বর | বিশ্ব সাইক্লিং দিবস। |
১৭ সেপ্টেম্বর | ঐতিহাসিক শিক্ষা দিবস। |
১৮ সেপ্টেম্বর | আন্তর্জাতিক সমান বেতন দিবস। |
১৮ সেপ্টেম্বর | আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস। |
১৯ সেপ্টেম্বর | আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস। প্রতিপাদ্য—বাংলাদেশে সর্পদংশন মােকাবিলা। |
২১ সেপ্টেম্বর | আন্তর্জাতিক শান্তি দিবস। প্রতিপাদ্য- সমতার সঙ্গে ভালাে কিছু পুনরুদ্ধারকে টেকসই করে রাখা। |
২১ সেপ্টেম্বর | বিশ্ব আলঝেইমার দিবস। |
২২ সেপ্টেম্বর | ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া সচেতনতা দিবস। |
২২ সেপ্টেম্বর | বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। প্রতিপাদ্য- গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি। |
২৩ সেপ্টেম্বর | আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস। |
২৬ সেপ্টেম্বর | বিশ্ব নদী দিবস (সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার)। |
২৬ সেপ্টেম্বর | পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বর্জনের জন্য আন্তর্জাতিক দিবস। |
২৭ সেপ্টেম্বর | বিশ্ব পর্যটন দিবস। |
২৮ সেপ্টেম্বর | আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। |
২৮ সেপ্টেম্বর | বিশ্ব জলাতঙ্ক দিবস। |
২৯ সেপ্টেম্বর | খাদ্য নষ্ট ও অপচয় সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবস। |
৩০ সেপ্টেম্বর | আন্তর্জাতিক অনুবাদ দিবস। |
৩০ সেপ্টেম্বর | বিশ্ব নৌ দিবস (সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার)। |
শেখ রাসেল দিবস
এখন থেকে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। ২৩ আগস্ট ২০২১ মনিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমােদন দেয়া হয়। এরপর ২৬ আগস্ট ২০২১ তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
মৈত্রী দিবস
১৬ ডিসেম্বর ১৯৭১ বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। আর এর ঠিক পরপরই দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষে সেই ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত যৌথভাবে মৈত্রী দিবস’ পালন করবে।
জাতিসংঘ ঘােষিত দুই দিবস
জাতিসংঘ সাধারণ পরিষদ (UNCA) দুটি আন্তর্জাতিক দিবস পালনের লক্ষ্যে ৩০ আগস্ট ২০২১ রেজুলেশন গ্রহণ করে। দিবস দুটি হলাে
- ২ ফেব্রুয়ারি : বিশ্ব জলাভূমি দিবস।
- ৭ অক্টোবর : বিশ্ব তুলা দিবস।