এনএসআই নিয়োগ পরীক্ষার জুনিয়র ফিল্ড অফিসার পদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

এনএসআই নিয়োগ পরীক্ষার জুনিয়র ফিল্ড অফিসার পদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা জুনিয়র ফিল্ড অফিসার পদের এমসিকিউ পরীক্ষা দিয়েছেন লেখাটি তাদের জন্য উপকারী হবে।

এনএসআই নিয়োগ পরীক্ষার বাংলা অংশের সমাধান :

প্রশ্ন : নিচের কোনটি ‘নঞ’ তৎপুরুষ সমাসের উদাহরণ?
উত্তর : আলুনি [আলুনি=লবনের অভাব]

প্রশ্ন : একাধিক পদের এক পদীকরণের নাম?
উত্তর : সমাস

প্রশ্ন : নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব?
উত্তর : খয়ের খাাঁ

প্রশ্ন : অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
উত্তর : বাবাকে বড্ড ভয় পাই

প্রশ্ন : ‘সারা রাত বৃষ্টি হয়েছে’-বাক্যটির কারক চিহ্নিত কর।
উত্তর : অধিকরণ কারক

প্রশ্ন : `Township’ এর বাংলা পরিভাষা কী?
উত্তর : উপশহর

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : কোনটি অশুদ্ধ বানান?
উত্তর : স্বত্ত্ব [সঠিক স্বত্ব অর্থ = মালিকানা]

প্রশ্ন : শুদ্ধ বানান কোনটি?
উত্তর : পরিষেবা

প্রশ্ন : ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?
উত্তর : বর্মি শব্দ

প্রশ্ন : ‘খোদা’ কোন ভাষার শব্দ?
উত্তর : ফারসি

প্রশ্ন : ‘হ্ম’ এই যুক্ত ব্যঞ্জনে কী কী বর্ণ আছে?
উত্তর : হ+ম

প্রশ্ন : নিচের কোনটি শিষধ্বনি?
উত্তর : : শ

প্রশ্ন : লাফ>ফাল – কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
উত্তর : ধ্বনি বিপর্যয়

প্রশ্ন : ‘Manifesto’ এর বাংলা পরিভাষা কী?
উত্তর : ইশতেহার

প্রশ্ন : ‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস?
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস

প্রশ্ন : ব্যকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?
উত্তর : বিশেষভাবে বিশ্লেষণ

প্রশ্ন : নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
উত্তর : বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত। {কারণ সন্ধি মূলত ২ প্রকার বাংলাসন্ধি এবং তৎসমসন্ধি। তাই এ দুটো আলাদা, একটার সাথে অন্যটার সন্ধি হয়না}

প্রশ্ন : ‘অগ্নি’ শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তর : মিহির

এনএসআই নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের সমাধান :

প্রশ্ন : Choose the correct passive form of “ What did you want”?
উত্তর : What was wanted by you?

প্রশ্ন : Choose the correct passive form of ` Who is calling me?
উত্তর : By whom am I being called?

প্রশ্ন : Choose the appropriate preposition: The bus service is not available today. The drivers are ____ strick.
উত্তর : on

প্রশ্ন : Choose the appropriate preposition: They are going to meet the principal ____ Sunday morning.
উত্তর : on

প্রশ্ন : Choose the appropriate preposition: I should ____ him from the other side of the street but he couldn’t hear.
উত্তর : at

প্রশ্ন : Choose the appropriate preposition: They provided us ____ food and drink.
উত্তর : with

প্রশ্ন : Fill in the blank with the right option: He went to the school on ______ foot.
উত্তর : No article

প্রশ্ন : Fill in the blank with the right option: My sister really wants _____ dress for Christmas.
উত্তর : the

প্রশ্ন : Select the correct form of adverb; “The student has carefully submitted her examination paper”
উত্তর : carefully

প্রশ্ন : “I while away my pastime with novels”. Here “while’ is a/an:
উত্তর : verb

প্রশ্ন : Identify the correct antonym for the word ‘PROFLIGATE’.
উত্তর : Frugal

প্রশ্ন : Identify the correct synonym for the word `INNOCUOUS’
উত্তর : Harmless

প্রশ্ন : Choose the right Bengali translation of “Hardly I go out after dusk”.
উত্তর : আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই।

প্রশ্ন : The right Bengali translation of the sentence “ It is fifteen minutes past four “ is-
উত্তর : এখন চারটা বেজে পনের মিনিট

প্রশ্ন : Find the correctly spelt word:
উত্তর : Forecast

প্রশ্ন : Which of the following word is correctly spelt?
উত্তর : Palate

প্রশ্ন : “Take one to task” means-
উত্তর : rebuke

প্রশ্ন : Choose the correct form of tense; I shall visit the Ekushay book fair tomorrow.
উত্তর : simple future

প্রশ্ন : Choose the correct form of tense; The man has a gruff voice.
উত্তর : simple present

প্রশ্ন : Choose the correct form of tense; I will have finished this work by the end of this month.
উত্তর : future perfect

প্রশ্ন : Choose the correct sentence.
উত্তর : Many people are dying of COVID-19.

প্রশ্ন : Choose the correct sentence.
উত্তর : One should do one’s duties and responsibilities.

প্রশ্ন : Choose the correct sentence.
উত্তর : I was late because there was so much traffic.

এনএসআই নিয়োগ পরীক্ষার গণিত অংশের সমাধান :

প্রশ্ন : এক ডিম বিক্রেতা প্রতিটি ৮ টাকা দরে ১২০০ টি ডিম ক্রয় করে ১/৩ অংশ ডিম পঁচে গেল। অবশিষ্ট প্রতিটি ডিম কি দরে বিক্রয় করলে বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না।
উত্তর : ১২ টাকা

প্রশ্ন : একটি কারখানায় ৫ দিনে ২৪৫০ টি মোটরসাইকেল তৈরি হয়। ৪ সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে?
উত্তর : ১৩৭২০

প্রশ্ন : তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তর : ৫

প্রশ্ন : ৮, ১০, ১৬, ১৪, ১৬, ২০ উপাত্তগুলোর মধ্যক কোনটি?
উত্তর : ১৫ [(১৪ + ১৬)/২ = ১৫]

প্রশ্ন : একটি ১২০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে?
উত্তর : ১০

প্রশ্ন : ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি ৭, ১১, ২১ ও ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
উত্তর : ৯৫৬৩৪

প্রশ্ন : একটি বই ১২০ টাকায় কিনে, ১০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর : ১৬.৬৭% (অপশনে সঠিক উত্তর নেই)

প্রশ্ন : একটি ঘড়ি ১৫০ টাকায় বিক্রি করায় কমপক্ষে শতকরা ২০ টাকা ক্ষতি হয়। নিচের কোনটি ঘড়িটির ক্রয়মূল্য হতে পারে না।
উত্তর : ১৬০ টাকা

প্রশ্ন : একটি যৌগে হাইড্রোজেন এর পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের এক-তৃতীয়াংশ। যৌগের ভর ১৮০ গ্রাম হলে, ঐ যৌগে হাইড্রোজেনের পরিমাণ কত?
উত্তর : ৩০ গ্রাম

প্রশ্ন : তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭। ৩য় সংখ্যাটি কত?
উত্তর : ২১ [১৭ + ১৯ +২১ = ৫৭]

প্রশ্ন : একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করুল। ৩ বছর পরে, শতকরা ৩০ টাকা লাভ থেকে সাকিবের লাভের টাকার পরিমাণ কত?
উত্তর : ১২০০০ টাকা

প্রশ্ন : একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
উত্তর : ৫০

প্রশ্ন : ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
উত্তর : ৭ঃ২

প্রশ্ন : ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
উত্তর : ৮ টি

প্রশ্ন : a³ – 9 + (a + 1)³ রাশিটির একটি উৎপাদক ( a – 1) এবং অপর একটি উৎপাদক?
উত্তর : 2a2+5a+8

প্রশ্ন : যে কোণের ডিগ্রী এর পরিমাণ ৯০º হলে তাকে কী বলে?
উত্তর : সমকোণ

প্রশ্ন : ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনটি সত্য?
উত্তর : a2+b2=c2

প্রশ্ন : নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর : ৫৯

এনএসআই নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশের সমাধান :

প্রশ্ন : লাহোর প্রস্তাব গৃহীত হয় কত সালে?
উত্তর : ১৯৪০ সালের ২৩ মার্চ

প্রশ্ন : মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিস [লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন]

প্রশ্ন : ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ কোথায় উৎক্ষেপণ করা হয়?
উত্তর : ফ্লোরিডা [যুক্তরাষ্ট্র]

প্রশ্ন : বাংলাদেশের পোশাক খাত রপ্তানির দিক থেকে বর্তমানে বিশ্বে কোন অবস্থানে রয়েছে?
উত্তর : দ্বিতীয় [অপশন অনুসারে ২য় কিন্তু WTO এর রিপোর্ট ২০২১ অনুসারে ৩য়]

প্রশ্ন : ২০২০ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?
উত্তর : জাপান [টোকিও]

প্রশ্ন : নাসার প্রেরিত রোবট কবে মঙ্গলগ্রহে অবতরণ করে?
উত্তর : ১৮ ফেব্রুয়ারি ২০২১

প্রশ্ন : ২০২০ সালের অস্কার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?
উত্তর : Parasite [কোরিয়ান চলচ্চিত্র]

প্রশ্ন : একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী কে?
উত্তর : শচীন টেন্ডুলকার [ ODI এ ৪৯ টি, Test এ ৫১ টি]

প্রশ্ন : বিশ্ব পানি দিবস (world water day) কোনটি?
উত্তর : ২২ মার্চ

প্রশ্ন : পক প্রণালি কোন দুটি দেশকে আলাদা করেছে?
উত্তর : ভারত-শ্রীলঙ্কা

প্রশ্ন : আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
উত্তর : নীলনদ

প্রশ্ন : কম্পিউটারের প্রজন্ম কয়টি?
উত্তর : ৫টি

প্রশ্ন : নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা?
উত্তর : HTML

প্রশ্ন : ন্যানো সেকেন্ড হলো-
উত্তর : ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ

প্রশ্ন : পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : এশিয়া [রাজধানী দিলি]

প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত?
উত্তর : ২৭ [আগে ২৮ ছিল BREXIT এর ফলে যুক্তরাজ্য চলে যাওয়ায় এখন ২৭ টি]

প্রশ্ন : প্রিস্টিনা কোন দেশের রাজধানী?
উত্তর : সঠিক উত্তর নাই [সঠিক উত্তর কসোভো, Kosovo]

প্রশ্ন : রিখটার স্কেল ব্যবহার করা হয় কী পরিমাপের জন্য?
উত্তর : ভূমিকম্প

প্রশ্ন : কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন?
উত্তর : জার্মানি [আলবার্ট আইনস্টাইন মৃত্যুবরন করেন ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রে]

প্রশ্ন : সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয়?
উত্তর : ফ্রান্স

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !