সহকারী জজ নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি ২০২১

Preparation BD
By -
0

১৯ জানুয়ারি ২০২১ প্রকাশ হয় চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৪শ বিজেএস) পরীক্ষা, ২০২১-এর বিজ্ঞপ্তি। ১০০টি পদে সহকারী জজ নিয়ােগের লক্ষ্যে প্রকাশিত এ বিজ্ঞপ্তির আলােকে প্রাথমিক (Preliminary) পরীক্ষার জন্য দেওয়া হলাে আইনবিষয়ক টিপস

প্রশ্ন : মাদক আইনে নেশাগ্রস্থ অবস্থায় শান্তি বিনষ্ট করলে বা গাড়ী চালালে সাজা ১ বছর (অনূর্ধ্ব) ধারা
উত্তর : ৩৬.৫।

প্রশ্ন : গৃহ বা যানবাহন মাদকের কাজে ব্যবহার করলে সাজা ৫ বছর (অনূর্ধ্ব); ধারা
উত্তর : ৩৮।

প্রশ্ন : হয়রানিমূলক তল্লাশিতে অফিসারের সাজা ১ বছর বা অর্থদণ্ড বা উভয়দণ্ড; ধারা
উত্তর : ৩৯।

প্রশ্ন : কোম্পানি কর্তৃক মাদকের অপরাধ করলে কোম্পানির মালিক বা পরিচালক অপরাধ করেছে বলে ধরে নিতে হবে; ধারা
উত্তর : ৪৩।

প্রশ্ন : দ্রুত বিচার আইনটি প্রণীত হয়
উত্তর : ১০ এপ্রিল ২০০২।

প্রশ্ন : দ্রুত বিচার আইনটির মােট ধারা
উত্তর : ১৫টি।

প্রশ্ন : দ্রুত বিচার আইনটির ১১ ধারায় বলা আছে
উত্তর : আসামির অনুপস্থিতিতে বিচার (একটি বাংলা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে)

প্রশ্ন : সম্পত্তি হস্তান্তর আইনটি প্রণীত হয়
উত্তর : ১৮৮২ সালে।

প্রশ্ন : সম্পত্তি ট্রান্সফারের চুক্তি হবার সাথে সাথেই
উত্তর : স্বার্থ ট্রান্সফার হবে।

প্রশ্ন : যদি কোনাে শর্ত দেওয়া হয় কোনাে ঘটনার সাপেক্ষে ট্রান্সফার করা হবে, তবে উক্ত শর্ত
উত্তর : সুনিশ্চিত হতে হবে।

প্রশ্ন : শাব্দিক অর্থে যে দাবি আদায়ের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যায়, সেইরূপ ঋণের দাবিকে বলা হয়
উত্তর : নালিশযােগ্য দাবি

প্রশ্ন : চুক্তি আইন প্রণীত হয়
উত্তর : ২৫ এপ্রিল ১৮৭২।

প্রশ্ন : চুক্তি আইন কার্যকর হয়
উত্তর : ১ সেপ্টেম্বর ১৮৭২।

প্রশ্ন : প্রথমত প্রতারণা হচ্ছে একটি
উত্তর : তথ্যের বিবরণ।

প্রশ্ন : যে সম্মতি কারাে আইনসম্মত পেশা, বাণিজ্য বা কোনাে ব্যবসায়ের জন্য যতদূর প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা
উত্তর : ততদূর বাতিলযােগ্য।

প্রশ্ন : সাব-এজেন্ট হচ্ছেন
উত্তর : এমন কোনাে ব্যক্তি, যিনি এজেন্টের কাজে মূল এজেন্ট কর্তৃক নিযুক্ত এবং তার নিয়ন্ত্রণাধীনে কাজ করেন।

প্রশ্ন : সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনাে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত
উত্তর : এলাকা নির্ধারণ ও পরিবর্তন করতে পারবেন।

প্রশ্ন : সরকার হাইকোর্টের বিচারক বা বিচারক ছিলেন, এমন ব্যক্তিগণের মধ্য থেকে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারককে
উত্তর : নিয়ােগ করবেন।

সহকারী জজ নিয়ােগ পরীক্ষার জন্য আরো পড়ুন

প্রশ্ন : ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল আইনটি কার্যকর হয়
উত্তর : ১ জানুয়ারি ১৯০৯।

প্রশ্ন : ‘ইসতিহসান’ অর্থ
উত্তর : পছন্দে অগ্রাধিকার।

প্রশ্ন : ‘ইসতিদলাল’ শব্দের অর্থ
উত্তর : এক বন্ধু হতে অন্য বস্তু অনুমান করা ।

প্রশ্ন : Act বলতে পুরাে আইনকে বােঝায়। Act-এর ধারা-উপধারা অনুচ্ছেদকে
উত্তর : Enactment বলে।

প্রশ্ন : আধুনিক আইন প্রণয়নের ক্ষেত্রে লক্ষ্যণীয়
উত্তর : Long Title এর প্রয়োগ।

প্রশ্ন : ইংল্যান্ডে আইনের মুসাবিদায় বিরাম চিহ্ন ও বন্ধনীর ব্যবহার ছিল না
উত্তর : ১৮৫০ সালের পূর্বে।

প্রশ্ন : আইন ব্যবহৃত শব্দগুলাের শাব্দিক অর্থই আক্ষরিক ব্যাখ্যা
উত্তর : Interpretation নামেও পরিচিত।

প্রশ্ন : আইনের Logical বা যুক্তিবাদী ব্যাখ্যামূলক পথ দেখায়
উত্তর : Equitable Justice প্রদানের।

প্রশ্ন : Stare decisis শব্দদ্বয় মূলত আদালত কর্তৃক নজীর বা পূর্ব দৃষ্টান্ত অনুসরণ করার
উত্তর : বাধ্যবাধকতারই ইঙ্গিত প্রদান করে থাকে।

প্রশ্ন : Boni judicis est jus dicere, non jus dare/judicis est jus dicere non dare
উত্তর : (বিচারকের দায়িত্ব হলাে আইনের ব্যাখ্যা করা, আইন প্রণয়ন করা নয়)।

প্রশ্ন : Ex tola material emerget resolutio ইংরেজি ভাষায় এই প্রবচনটির অর্থ
উত্তর : Let decision be passed after looking into the whole case

প্রশ্ন : Presume তিন প্রকার
উত্তর : i) May presume. ii) Shall presume. iii) Conclusive proof ।

প্রশ্ন : ৩(১৯) বছর অর্থে
উত্তর : জুলাই মাসের প্রথম দিবসে আরম্ভ এবং জুন মাসের ত্রিশতম দিবসে সমাপ্তকে বােঝাবে।

প্রশ্ন : ৩(৩৩) মাস অর্থ
উত্তর : ব্রিটিশ পঞ্জিকা অনুযায়ী গণনাকৃত মাস।

প্রশ্ন : মৃত্যু ঘটানাে কিংবা আঘাত করার প্রস্তুতিসহ চুরি
উত্তর : ধারা ৩৮২ দণ্ডবিধি।

প্রশ্ন : একটি ফৌজদারী মামলা শুরু হতে পারে
উত্তর : ২ ভাবে।

প্রশ্ন : ৫৪ ধারায় ৯টি ক্ষেত্র রয়েছে যখন পুলিশ
উত্তর : বিনা পরােয়ানায় গ্রেপ্তার করতে পারে।

প্রশ্ন : দণ্ডবিধির ৩২৩ বা ৩৫২ ধারার অপরাধ
উত্তর : আমলের অযােগ্য অপরাধ।

প্রশ্ন : উন্মুক্ত স্থানে চুরি
উত্তর : ৩৭৯ ধারার অপরাধ

প্রশ্ন : বাসগৃহে চুরি
উত্তর : ৩৮০ ধারার অপরাধ।

প্রশ্ন : উন্মুক্ত স্থানে আগুন লাগানাে
উত্তর : ৪৩৫ ধারার অপরাধ।

প্রশ্ন : বাসগৃহে আগুন লাগানাে
উত্তর : ৪৩৬ ধারার অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !