কেটে বা ছিলে গেলে প্রাথমিক চিকিৎসা

Preparation BD
By -
0

ঘরের কাজ করার সময় সবচেয়ে বেশি ঘটে এ বিপদটি। এ ক্ষেত্রে রক্তক্ষরণ বন্ধ করা বা রক্তপাত কমানােই প্রধান। উদ্দেশ্য হওয়া দরকার।

  • রােগীকে বসানাে ও শােয়ানাে যায় এমন স্থানে স্থানান্তর করতে হবে। এতে রক্তপাত আপনা-আপনি কমে যাবে।
  • যে স্থান হতে রক্তপাত হচ্ছে, সে স্থান হৃৎপিণ্ডের সমতার উপর তুলে ধরলে রক্তপাত অনেকটা কমে যাবে।
  • সামান্য কেটে গেলে ঐ স্থানে রক্ত জমাটবেঁধে আপনা-আপনি রক্তপাত বন্ধ হয়।
  • কাটা স্থানে বৃদ্ধাঙ্গুলির চাপ প্রয়ােগ করলে অনেক সময় রক্তপাত বন্ধ হয়।
  • আহত অঙ্গের নড়াচড়া বন্ধ করতে হবে।
  • রক্তপাতের স্থানে বরফ ব্যবহার করতে হবে।
  • রক্তপাত বন্ধের জন্য প্রত্যক্ষ ও পরােক্ষ চাপ দিতে হবে।
  • ক্ষতস্থান পরিষ্কার কাপড় বা ব্যাণ্ডেজ দিয়ে বাঁধতে হবে।
  • তাড়াতাড়ি ডাক্তারের কাছে বাহাসপাতালে নিতে হবে।
  • বেশি রক্তপাত হলে টুনিকেট ব্যবহার করতে হবে।

টুনিকেটঅর্থ হলাে প্রাথমিক বাঁধনকে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে তােলা। ক্ষতস্থান ঢিলা করে বেঁধে তার ভিতরে একটি কাঠি বা পেন্সিল ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে ঘুরালে বাঁধনটি ক্রমশ শক্ত হয়ে রক্তপাত বন্ধ হয়।

স্বাস্থ্য টিপস থেকে আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !