৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক সম্পর্কে বিস্তারিত পড়ুন

Preparation BD
By -
0

২৩ জুলাই-৮ আগস্ট ২০২১ জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয় ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক। বিশ্বভ্রাতৃত্ব আর উন্মাদনায় গােটা বিশ্বকে ভাসিয়ে দিয়ে কোভিড-১৯’র কারণে এক বছর পর অনুষ্ঠিত টোকিও অলিম্পিক এখন অতীত। তবে স্বর্ণ-রুপা ব্রোঞ্জ পদক ও নতুন রেকর্ডের হিসাব-নিকাশে তা সমুজ্জ্বল। টোকিও অলিম্পিকের আদ্যোপান্ত জানুন এ আয়ােজনে।

০১আয়ােজন৩২তম
০২সময়কাল২৩ জুলাই-৮ আগস্ট ২০২১
০৩স্বাগতিক শহরটোকিও, জাপান
০৪অংশগ্রহণকারী দল২০৫টি
০৫ক্রীড়া৩৩
০৬ডিসিপ্লিন৫০
০৭ইভেন্ট৩৩৯
০৮আদর্শ (Motto)United by Emotion
০৯মাসকটMiraitowa

এই বিভাগ থেকে আরো পড়ুন

উদ্বোধন

  • উদ্বোধন : ২৩ জুলাই ২০২১
  • ভেন্যু : অলিম্পিক স্টেডিয়াম
  • অনুষ্ঠানের থিম : Moving Forward: United by Emotion
  • উদ্বোধক : সম্রাট নারুহিতাে
  • মশাল প্রজ্বলনকারী : নাওমি ওসাকা
  • বাংলাদেশ দলের পতাকা বহনকারী : সাঁতারু আরিফুল ইসলাম
  • সর্বোচ্চ ৫টি সােনাজয়ী অ্যাথলেট : ক্যালেব ড্রেসেল (যুক্তরাষ্ট্র), সাঁতার

যা কিছু প্রথম

  • সাঁতার ও অ্যাথলেটিকসে প্রথমবারের মতাে মিশ্র রিলে হয়।
  • প্রথম নারী সাঁতারু হিসেবে অলিম্পিক ইতিহাসে ব্যক্তিগত বিভাগে ছয়টি সােনা জিতেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি।
  • অলিম্পিকে প্রথমবারের মতাে অন্তর্ভুক্ত হয় সার্ফিং, স্কেটবাের্ডিং, কারাতে ও স্পাের্ট ক্লাইম্বিং।
  • প্রথমবারের মতাে সােনা জিতে তিনটি দেশ- বারমুডা, ফিলিপাইন ও কাতার।
  • প্রথমবারের মতাে তিনটি দেশ পদক লাভ করে- বারকিনা ফাসাে, সান মেরিনাে ও তুর্কমেনিস্তান।
  • প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে অলিম্পিকে অংশ নেন নিউজিল্যান্ডের ভারােত্তোলক লরেল হাবার্ড।
  • অংশগ্রহণকারী অ্যাথলেটদের ৪৯% ছিলেন নারী।
  • সবচেয়ে কমবয়সী সােনাজয়ী জাপানের ১৩ বছর বয়সী কিশােরী স্কেটবাের্ডার মােমিজি নিশিয়া।
  • অলিম্পিক ইতিহাসে সােনাজয়ী পঞ্চম কনিষ্ঠ নিশিয়া।
  • পদকজয়ী দেশের সংখ্যা ৯৩।
  • স্বর্ণ পদকজয়ী দেশ ৬৫।
  • ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট মিলিয়ে পদক দেওয়া হয় ২৪০১টি।
  • ৩৩৯টি সােনার পদকের লড়াই হলেও ৩৪০টি সােনার পদক দিতে হয় আয়ােজকদের। পুরুষ হাইজাম্পে ‘ যৌথভাবে সােনা জিতেন কাতার ও ইতালির প্রতিযােগী।
  • টোকিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড হয় ২৬টি।
  • প্রথমবারের মতাে মশালে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন। ১৯২৮ সালে আমস্টাডার্মঅলিম্পিকে আধুনিক মশাল ব্যবহার হওয়া শুরু হয়। এরপর থেকে মশালে ব্যবহার করা হয় প্রােপেন, ম্যাগনেসিয়াম, গানপাউডার, রেসিন, অলিভ অয়েল।
  • সর্বকনিষ্ঠ অ্যাথলেট- হে জাজা (সিরিয়া); ১২ বছর। সেঅলিম্পিকের ইতিহাসে সবচেয়ে কম বয়সী টেবিল টেনিস খেলােয়াড়। তার জন্ম ১ জানুয়ারি ২০০৯।
  • একমাত্র দেশ হিসেবে ১০০টির বেশি পদক | জিতে যুক্তরাষ্ট্র। টানা পঞ্চমবারের মতাে ১০০-র বেশি পদক লাভ করে মার্কিনিরা।
  • প্রথম স্বর্ণপদকজয়ী— ইয়াং কিয়ান (চীন); নারীদের ১০ মিটার এয়ার রাইফেল। তিনি ২৫১.৮ পয়েন্ট স্কোর করেন, যা কি-না এ ইভেন্টে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড।

শীর্ষ পদকজয়ী ১০ দেশ

নংদেশসোনারুপাব্রোঞ্জমোট
যুক্তরাষ্ট্র৩৯৪১৩৩১১৩
চীন৩৮৩২১৮৮৮
জাপান২৭১৪১৭৫৮
গ্রেট ব্রিটেন২২২১২২৬৫
 ৫রাশিয়া২০ ২৮২৩৭১
অস্ট্রেলিয়া১৭২২৪৬
 ৭নেদারল্যান্ডস১০১২১৪৩৬
ফ্রান্স১০১২৩৩
 ৯জার্মানি১০১১১৬৩৭
১০ইতালি১০১০২০৪০

টোকিওতে বাংলাদেশ

টোকিও ২০২০ অলিম্পিকে বাংলাদেশের ৬ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। টোকিও অলিম্পিকে বাংলাদেশ অলিম্পিক দলের ক্রীড়াবিদ ও তাদের ফলাফল-

ক্রীড়াবিদক্রীড়া ইভেন্টস্কোর/সময়ফলাফল
রােমান সানাআর্চারিরিকার্ভ৬৬২দেশের প্রথম আর্চার হিসেবে অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ; ৬৪ প্রতিযােগীর মধ্যে হন ১৭তম
দিয়া সিদ্দিকীআর্চারিরিকার্ভ৬৩৫প্রথম রাউন্ডে বাদ পড়েন; ৬৪ প্রতিযােগীর মধ্যে ৩৬তম
আব্দুল্লাহ হেল বাকীশ্যুটিং১০ মি. এয়ার রাইফেল (বাছাই পর্ব)৬১৯.৮৪৭ প্রতিযােগীর মধ্যে ৪১তম
আরিফুল ইসলামসাঁতারপুরুষ ৫০ মি. ফ্রি স্টাইল-হিটস২৪.৮১ সেকেন্ড৪ নম্বর হিটে আট প্রতিযােগীর মধ্যে তৃতীয় এবং সব মিলিয়ে হিটে ৭৩ প্রতিযােগীর মধ্যে ৭১তম
জুনাইনা আহমেদসাঁতারমহিলা ৫০ মি. ফ্রি স্টাইল- হিটস২৯.৭৮ সেকেন্ডনিজের হিটে আট প্রতিযােগীর মধ্যে পঞ্চম এবং সবমিলিয়ে হিটে ৮১ জনের মধ্যে ৬৮তম
জহির রায়হানদৌড়পুরুষ ৪০০ মিটার (বাছাই পর্ব)৪৮.২৯ সেকেন্ড৪৭ প্রতিযােগীর মধ্যে ৪৪তম
  • দলগত আর্চারিতে নবম স্থান লাভ করে।
  • অংশগ্রহণকারী ৬ ক্রীড়াবিদের মধ্যে একমাত্র রােমান সানাই কেবল সরাসরি অংশগ্রহণ করেন।
  • অন্যরা পেয়েছিলেন ওয়াইল্ড কার্ড।

দলগত স্বর্ণপদকজয়ী

  • ফুটবল > পুরুষ : ব্রাজিল; মহিলা : কানাডা
  • ফিল্ড হকি > পুরুষ :বেলজিয়াম; মহিলা : নেদারল্যান্ডস।
  • বাস্কেটবল > পুরুষ ও নারী : যুক্তরাষ্ট্র।
  • ভলিবল > পুরুষ : ফ্রান্স; মহিলা : যুক্তরাষ্ট্র ।
  • বিচ ভলিবল > পুরুষ : নরওয়ে; মহিলা : যুক্তরাষ্ট্র।
  • ওয়াটার পােলাে > পুরুষ : সার্বিয়া; মহিলা : যুক্তরাষ্ট্র।
  • রাগবি সেভেনস > পুরুষ : ফিজি; মহিলা : নিউজিল্যান্ড।

বিবিধ চ্যাম্পিয়ন

টেনিস (একক)পুরুষ : আলেকজান্ডার জেরেভ (জার্মানি)
মহিলা : বেলিন্ডা বেনচিচ (সুইজারল্যান্ড)
টেনিস (দ্বৈত)পুরুষ : নিকোলা মেকটিক ও ম্যাট পাবিক (ক্রোয়েশিয়া) টোশপ
মহিলা :বারবরা ক্রেজসিকভা ও ক্যাটিরীনা সিনাকোভা (চেক রিপাবলিক)।
গলফপুরুষ : আলেক ডেন্ডার ভিক্টর স্কোফেল (যুক্তরাষ্ট্র)
মহিলা : নেলী কোর্ডা (যুক্তরাষ্ট্র)
ম্যারাথনপুরুষ : এলিউড কিপচোগে (কেনিয়া)
মহিলা :অ্যালেইন থম্পসন হেরাহ (জ্যামাইকা)।
ডেকাথলনডেমিন ওয়ার্নার (কানাডা)
হেপ্টাথলননাফিচ্ছাট থিয়াম (বেলজিয়াম)

অলিম্পিক বিচিত্রা

  • অলিম্পিক ইতিহাসে প্রথম ভাই-বােন হিসেবে একই দিনে ব্যক্তিগত ইভেন্টে সােনা জিতেন জাপানের জুডােকা হিফুমি আবে ও উতা আবে।
  • ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা এবার দক্ষিণ এশিয়াকে একমাত্র | সােনার পদকটি উপহার দেন। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় সােনা।
  • দুটি ইভেন্টে সােনা-রূপা-ব্রোঞ্জ তিনটি পদকই যায় একই দেশে। সাইক্লিংয়ে মেয়েদের ক্রস-কাউন্টি, মাউন্টেন ও বাইকিং তিনটিই জিতে সুইজারল্যান্ড। অ্যাথলেটিকসে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকাও জিতে নেয় তিনটি পদক।
  • বয়ােজ্যেষ্ঠ অ্যাথলেট ম্যারি হান্না (অস্ট্রেলিয়া); বয়স ৬৬ বছর।

যৌথ স্বর্ণজয়

অলিম্পিকের ইতিহাসে কোনাে প্রতিযােগিতায় যৌথ স্বর্ণজয়ের রেকর্ড গড়ে কাতারের মুতাজ ঈসা বারসিম ও ইতালির জিয়ানমার্কো তামবেরি। তারা হাইজাম্প ইভেন্টে যৌথভাবে স্বর্ণপদক লাভ করে।

মাইলফলক

সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে অলিম্পিকে পদক জয় করে ইউরােপের ক্ষুদ্র দেশ সান মেরিনাে; জনসংখ্যা ৩৩,৮৬০ জন। প্রথম পদকজয়ী মহিলা শ্যটার আলেকজান্দ্রা পেরিল্লি।

বিদায় টোকিও স্বাগত প্যারিস

করােনাকালে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা উপহার দেয়া টোকিও ২০২০ অলিম্পিক | বিদায় নেয় ৮ আগস্ট ২০২১। আর টোকিওর, শেষ বেলায় আতশবাজির ফোয়ারায় ঘােষিত হয় নতুন ভােরের প্রতিধ্বনি, তিন বছর পর ২০২৪ সালে ৩৩তম গ্রেটেস্ট শাে অন দ্য আর্থ অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

দ্রুততম মানব-মানবী

দ্রুততম মানবী : অ্যালেইন থম্পসন-হেরাহ (জ্যামাইকা)। তিনি ১০.৬১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ভেঙ্গে দেন ১৯৮৮ সালে গড়া গ্রিফিথ জয়নারের অলিম্পিক রেকর্ড। দ্রুততম মানব : মার্সেল জ্যাকবস (ইতালি); ৯.৮০ সেকেন্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !