সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

Preparation BD
By -
0

সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন বিসিএস প্রস্তুতিসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। আপনাদের সুবিধার্থে নিচে পিডিএফ ফাইলও দেওয়া হলো।

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ এর পিডিএফ পড়ুন

সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : ১৫ জুন ২০২১ কোথায় নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে?
উত্তর : জকিগঞ্জ , সিলেট (২৮তম)।

প্রশ্ন : দেশে ষষ্ঠ টিকা হিসেবে জনসনের | টিকার অনুমোদন দেওয়া হয় কবে?
উত্তর : ১৫ জুন ২০২১।

প্রশ্ন : বাংলাদেশ প্রথমবারের মতাে ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে ২০২১-২৫ মেয়াদে নির্বাচিত হয়
উত্তর : ১-৪ জুন ২০২১ অনুষ্ঠিত কনভেনশনের ৮ম সাধারণ সভায় ।

প্রশ্ন : সম্প্রতি পাট থেকে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কী?
উত্তর : হোমিকরসিন।

প্রশ্ন : ২১ জুন ২০২১ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক কোন দুটি গ্রামকে মৎস্য গ্রাম’ ঘোষণা করা হয়?
উত্তর : দক্ষিণ বিশিউড়া (নেত্রকোনা), হাইসার (শরীয়তপুর)।

প্রশ্ন : সম্প্রতি IMFর কাছে ঋণী কোন দেশের ঋণ পরিশােধের দায়িত্ব নেয় বাংলাদেশ?
উত্তর : সুদান (৬৫ কোটি টাকা)।

প্রশ্ন : সম্প্রতি গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।

প্রশ্ন : সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সন্ধান পাওয়া নতুন প্রজাতির ব্যাঙের নাম কী?
উত্তর : সিলেটের লাল চোখ ব্যাঙ (ইংরেজি নাম- Sylheti Litter Frog)।

জাতীয় বাজেট ২০২১-২২

প্রশ্ন : বাজেটে জিডিপির পরিমাণ কত?
উত্তর : ৩৪,৫৬,০৪০ কোটি টাকা।

প্রশ্ন : মাথাপিছু আয় (প্রক্ষেপণ) কত?
উত্তর : ২,৪৬২ মার্কিন ডলার (২০২০-২১ অর্জিত হয়েছে ২,২২৭ মার্কিন ডলার)।

প্রশ্ন : সর্বমোট রাজস্ব প্রাপ্তির পরিমাণ কত?
উত্তর : ৩,৮৯,০০০ (অনুদান ব্যতীত)।

সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন
উত্তর : ১০ জুন ২০২১।

প্রশ্ন : ৩ জুন ২০২১ বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ভোটাধিকার হারায় কতটি দেশ?
উত্তর : ৪টি (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কমেরেসি, সাও তােমে এবং সোমালিয়া)

প্রশ্ন : ২ জুন ২০২১ শুক্র গ্রহে অভিযান পরিচালনার ঘোষণা দেয় কোন দেশ?
উত্তর : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

প্রশ্ন : ১৭ জুন ২০২১ মহাকাশে স্টেশন নির্মাণে নভোচারী পাঠায় কোন দেশ?
উত্তর : চীন।

প্রশ্ন : ফ্রান্সের লুভর জাদুঘরের প্রথম নারী প্রধানের নাম কী?
উত্তর : লরেন্স দে কার্স।

প্রশ্ন : উপমহাদেশের প্রখ্যাত দৌড়বিদ মিলখা সিং মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ১৮ জুন ২০২১।

প্রশ্ন : ইসরায়েলের নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : আইজাক হারজগ।

প্রশ্ন : সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোথায়?
উত্তর : বতসোয়ানায় (১০৯৮ ক্যারেটের হীরা)।

প্রশ্ন : ইরান পূর্ব ঘোষণা ছাড়াই বুশেহরে অবস্থিত পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা করে কবে?
উত্তর : ১৯ জুন ২০২১।

প্রশ্ন : ২০২১ সালের আন্তর্জাতিক পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী?
উত্তর : প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার।

প্রশ্ন : এশিয়ার প্রথম দৃষ্টিহীন ব্যক্তি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে?
উত্তর : ঝাং হং (চীন)।

পুরস্কার-সম্মাননা

প্রশ্ন : শিল্পকলা পদক-২০১৯ লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ছায়ানট (২০২০ সালের জন্য, দিনাজপুর নাট্য সমিতি)।

প্রশ্ন : জাতিসংঘ কতজন বাংলাদেশি শান্তিরক্ষীকে দ্যাগ হ্যামারশােল্ড পদক প্রদান করে?
উত্তর : ৮ জন (মোট ৪৪টি দেশের ১২৯ জন)।

প্রশ্ন : জনসেবা ক্যাটাগরিতে ‘পুলিঞ্জার পুরস্কার-২০২১’ লাভ করে।
উত্তর : নিউইয়র্ক টাইমস পত্রিকা।

প্রশ্ন : ইউরোপীয় অঞ্চলের সম্মানজনক ‘গোল্ডম্যান পরিবেশ পুরস্কার জেতেন কে?
উত্তর : মাইদা বিলাল (বসনিয়া)।

রিপোর্ট-জরিপ

প্রশ্ন : EIU’র বসবাসের অযােগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম?
উত্তর : ৪র্থ (উপরের দিক থেকে ১৩৭তম)।

প্রশ্ন : IEP’র বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৯১তম (স্কোর ২.০৬৮)।

প্রশ্ন : IEP’র বৈশ্বিক শান্তি সূচকে এশিয়ার শীর্ষ দেশ কোনটি?
উত্তর : সিঙ্গাপুর (বিশ্বে ১১তম, স্কোর ১.৩৪)।

খেলাধুলা

প্রশ্ন : ICC প্লেয়ার অব দ্য মান্থ ‘মে’ নির্বাচিত হয়েছে কে?
উত্তর : মুশফিকুর রহিম (বাংলাদেশ) এবং ক্যাথরিন ব্রিজ (স্কটল্যান্ড)।

প্রশ্ন : ২০২১ সালে রোলা গারোয় ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয় কে?
উত্তর : পুরুষ এককে নোভাক জোকোভিচ এবং নারী এককে বারবোরা ক্রেইচিকোভার।

প্রশ্ন : টেস্টে ৪৬তম হ্যাটট্রিক করে কোন খেলোয়াড়?
উত্তর : কেশভ মহারাজ (দক্ষিণ আফ্রিকা)।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !