বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অনেক সহায়ক হবে।
বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।’ বাক্যটির শুদ্ধ রূপ
উত্তর : সেদিন থেকে তিনি আর সেখানে যান না।
প্রশ্ন : ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির ব্যাসবাক্য
উত্তর : বিস্ময়কে আপন্ন।
প্রশ্ন : ভাষার ক্ষুদ্রতম একক
উত্তর : ধ্বনি।
প্রশ্ন : ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ
উত্তর : হিসাব-নিকাশ।
প্রশ্ন : ‘যা সহজে অতিক্রম করা যায় না’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ
উত্তর : দুরতিক্রম্য।
প্রশ্ন : ‘উদ্বেগ’ বিশেষ্য শব্দের বিশেষণ
উত্তর : উদ্বিগ্ন।
প্রশ্ন : ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ
উত্তর : বুদ্ধিজীবী।
প্রশ্ন : বাংলা ব্যঞ্জনবর্ণকে ভাগ করা হয়েছে
উত্তর : ৫টি বর্গে।
প্রশ্ন : ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়
উত্তর : নর্থক।
প্রশ্ন : ‘শয়ন’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়
উত্তর : শী + অনট/অন।
প্রশ্ন : ‘এ মাটি সোনার বাড়া’ এ উদ্ধৃতিতে ‘সোনা’ যে অর্থে ব্যবহৃত হয়েছে
উত্তর : বিশেষণের অতিশায়ন।
প্রশ্ন : ‘দ্যুলোক’ শব্দের সন্ধিবিচ্ছেদ
উত্তর : দিব্ + লোক।
প্রশ্ন : ‘গল্প > গপ্প যে ধরনের ধ্বনি-পরিবর্তন
উত্তর : সমীভবন।
প্রশ্ন : ‘কে জানত আমার ভাগ্যে এমন হবে’ উদাহরণটি
উত্তর : সাধারণ ভবিষ্যৎ কালের।
প্রশ্ন : ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ উদাহরণটি
উত্তর : যৌগিক বাক্য।
প্রশ্ন : স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। এখানে ‘স্কুল’
উত্তর : অপাদান কারকে শূন্য বিভক্তি।
প্রশ্ন : ‘শম্বর’ শব্দের অর্থ
উত্তর : হরিণ।
প্রশ্ন : ‘চোখ থাকতে কানা’ প্রবাদটির অর্থ
উত্তর : দেখেও না দেখা।
প্রশ্ন : I cannot spare an instant বাক্যটির বাংলা অনুবাদ
উত্তর : আমার তিলমাত্র সময় নেই।
প্রশ্ন : ‘চুরুট’ শব্দটি যে ভাষা থেকে আগত
উত্তর : তামিল।
প্রশ্ন : ‘কৃষ্ণ’ এর অর্ধ-তৎসম শব্দ
উত্তর : কেষ্ট।
প্রশ্ন : ‘সুরভি’ এর বিপরীতার্থক শব্দ
উত্তর : পূতি।
প্রশ্ন : যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলে
উত্তর : যৌগিক শব্দ।
প্রশ্ন : ‘পথ চলার খরচ’ কথাটির সংক্ষিপ্ত রূপ
উত্তর : পাথেয়।
প্রশ্ন : ‘কেবল দর্শন’ ব্যাসবাক্যটি যে সমাসের অন্তর্ভুক্ত
উত্তর : নিত্য ।
বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : চর্যাপদ যে ছন্দে লেখা
উত্তর : মাত্রাবৃত্ত।
প্রশ্ন : সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন
উত্তর : কাহ্নপা।
প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে ভাগ করেছেন
উত্তর : ২ ভাগে।
প্রশ্ন : ‘কবিকণ্ঠহার’ যে কবির উপাধি
উত্তর : বিদ্যাপতি।
প্রশ্ন : ‘মহাভারত’র প্রথম অনুবাদক
উত্তর : কবীন্দ্র পরমেশ্বর।
প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৫২ সালে।
প্রশ্ন : ‘লিপিমালা’ রচনা করেন
উত্তর : রামরাম বসু।
প্রশ্ন : ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদক
উত্তর : দীনেশরঞ্জন দাশ।
প্রশ্ন : ‘রক্তকবরী’ নাটকটির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা
উত্তর : শ্রীকান্ত ।
প্রশ্ন : ‘আকাশ নীলা’ কবিতার রচয়িতা
উত্তর : জীবনানন্দ দাশ।
প্রশ্ন : কবি জসীমউদ্দীনের জীবনকাল
উত্তর : ১৯০৩-১৯৭৬ ইং।
প্রশ্ন : সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’
উত্তর : একটি নিরীক্ষাধর্মী উপন্যাস।
প্রশ্ন : জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক
উত্তর : জহির রায়হান।
প্রশ্ন : ‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? পঙক্তিটির রচয়িতা
উত্তর : কৃষ্ণচন্দ্র মজুমদার।
প্রশ্ন : কাজী নজরুল প্রথম ঢাকায় আসেন
উত্তর : ১৯২৬ সালে।
প্রশ্ন : ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতা
উত্তর : ফররুখ আহমেদ।
প্রশ্ন : ‘গাড়ি চলে না, চলে না, চলে নারে’- গানের গীতিকার
উত্তর : শাহ আবদুল করিম।
প্রশ্ন : কবি শামসুর রাহমান জন্মগ্রহণ করেন
উত্তর : ঢাকা জেলায়।
প্রশ্ন : নন্দিত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের ‘দেয়াল’
উত্তর : একটি রাজনৈতিক উপন্যাস।
প্রশ্ন : ‘হুলিয়া’ কবিতার রচয়িতা
উত্তর : নির্মলেন্দু গুণ।
প্রশ্ন : ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য
উত্তর : মুক্তিযুদ্ধ।
প্রশ্ন : ‘ঠকচাচা’ চরিত্রটি যে উপন্যাসের
উত্তর : আলালের ঘরের দুলাল।
প্রশ্ন : বাংলা কাব্যের ‘চিত্ররূপময়’ কবি
উত্তর : জীবনানন্দ দাশ।
প্রশ্ন : ‘কপালকুণ্ডলা’ চরিত্রটির রচয়িতা
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : ‘দৃষ্টিহীন’ যে লেখকের ছদ্মনাম
উত্তর : মধুসূদন মজুমদার।
প্রশ্ন : ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়ক
উত্তর : ইমাম হোসেন।
প্রশ্ন : ‘তিথিডাের’ গ্রন্থের রচয়িতা
উত্তর : বুদ্ধদেব বসু।
প্রশ্ন : বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটান
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।