ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০ প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০ প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। আপনারা যারা ঢা.বি সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য লেখাটি খুবই আনন্দদায়ক হবে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার কোন তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০ প্রশ্ন ও উত্তর

১. ৩১ জানুয়ারি ১৯১২ ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ-এর ঢাকা সফরকালে তার সাথে দেখা করে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান নওয়াব স্যার সলিমুল্লাহ, নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ও শেরে বাংলা এ কে ফজলুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

২. ২ ফেব্রুয়ারি ১৯১২ এক সরকারি ঘােষণায় ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি স্বীকৃত হয়।

৩. ৪ এপ্রিল ১৯১২ বাংলা সরকারকে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত বিশদ পরিকল্পনা এবং এর আর্থিক সংশ্লেষ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেয় ভারত সরকার।

৪. ২৭ মে ১৯১২ বাংলার সরকার ঢাকার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিধি প্রকাশ করে এবং ব্রিটিশ আইনজ্ঞ স্যার রবার্ট নাথানকে প্রধান করে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে, যা নাথান কমিটি নামে পরিচিত।

৫. নাথান কমিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশসহ তাদের প্রতিবেদন প্রদান করে ১৯১২ সালে এবং তা জনগণের মতামতের জন্য ১৯১৩ সালে প্রকাশ করা হয়। একই বছর তা অনুমােদিত হয়।

৬, মার্চ ১৯২০ ভারতীয় আইনসভায় গৃহীত হয় Dacca University Act 1920 এবং ২৩ মার্চ ১৯২০ তা গভর্নর জেনারেল কর্তৃক অনুমােদিত হয়।

৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা ১ জুলাই ১৯২১।

৮, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড।

৯. ১৯৭৩ সালে রাষ্ট্রপতির ১১নং আদেশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।

১০. বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন ২৭৫.০৮৩ একর; পূর্বাচলে বরাদ্দ ৫১.৯৯ একর।

১১. বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে।

১২. যাত্রাকালীন শিক্ষক ছিলেন ৬০ জন।

১৩. বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ (পরবর্তীতে লীলা রায়); ইংরেজি বিভাগ।

১৪. বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুনন্নেসা (১৯২৪); গণিত বিভাগ।

১৫. বিশ্ববিদ্যালয়ের এ যাবৎ দায়িত্বপ্রাপ্ত মােট উপাচার্য ২৮ জন।

১৬. প্রথম উপাচার্য স্যার ফিলিপ জোসেফ (পি. জে.) হার্টগ; নিয়ােগ ১ ডিসেম্বর ১৯২০ ও দায়িত্ব গ্রহণ ১০ ডিসেম্বর ১৯২০।

১৭. বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ও মুসলিম উপাচার্য স্যার এ এফ রহমান। তিনি উপমহাদেশের প্রথম উপাচার্য।

১৮. বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম উপাচার্য হলেন ড. সৈয়দ মােয়াজ্জেম হােসেন।

১৯. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. সৈয়দ মােয়াজ্জেম হােসেন।

২০. মুক্তিযুদ্ধকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে তথ্য গুলো আপনার জানা প্রয়োজন

২১. বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (১৭.১.২০০৯ – ০৫.০৯.২০১৭)।

২২. বিশ্ববিদ্যালয়ের প্রথম কোষাধ্যক্ষ জে এইচ লিন্ডসে (০১.০৭.১৯২১-২০.০২.১৯২২)।

২৩. বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার খান বাহাদুর নাজির উদ্দীন আহমেদ (১০.০৪.১৯২১-৩০.০৬.১৯৪৪)।

২৪. বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর ফিদা আলী খান (১৯২৫-১৯৩০)।

২৫. শিক্ষক সমিতির প্রথম সেক্রেটারি অধ্যাপক এস ডি আয়ার।

২৬. বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য হলেন জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম।

২৭. বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক করুনাকণা গুপ্তা; ইতিহাস বিভাগ (১৯৩৫)।

২৮. বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডিন বেগম আজিজুন্নেসা।

২৯. বিশ্ববিদ্যালয়ের এ যাবৎ ব্যবহৃত মনােগ্রাম চারটি।

৩০. প্রথম মনােগ্রামে ব্যবহৃত স্লোগান Truth Shall Prevail।

৩১. প্রথম মনােগ্রামটি ব্যবহৃত হয় ১৯২১-১৯৫২।

৩২. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মনােগ্রামে স্লোগান হিসেবে ব্যবহৃত হয় আরবিতে ইকরা বিস্মি রাব্বিকাল লাজি খালাক্ক।

৩৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মনােগ্রাম ব্যবহৃত হয় ১৯৫২-১৯৭২ পর্যন্ত।

৩৪. বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মনােগ্রাম ব্যবহৃত হয় ১৯৭২-১৯৭৩ পর্যন্ত।

৩৫. বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ মনােগ্রামে ব্যবহৃত স্লোগান ‘শিক্ষাই আলাে’।

৩৬. প্রতিষ্ঠাকালীন হলের সংখ্যা ছিল ৩টি সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হল।

৩৭. ঢাকা হলের নাম পরবর্তীতে রাখা হয় শহীদুল্লাহ হল।

৩৮. বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের সংখ্যা ২০টি ও হােস্টেল ৩টি; ছাত্র হল- ১৫টি ও ছাত্রী হল- ৫টি।

৩৯. বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল বেগম রােকেয়া হল প্রতিষ্ঠা ১৯৬৩।

৪০. ৭ এপ্রিল ১৯৫৭ প্রতিষ্ঠিত ইকবাল হলের বর্তমান নাম সার্জেন্ট জহুরুল হক হল; নতুন নামকরণ করা হয় ১৯৭২ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো কিছু তথ্য পড়ে নিন

৪১. ১৪ জুলাই ১৯৬৬ প্রতিষ্ঠিত এম. এ. জিন্নাহ হলের বর্তমান নাম মাস্টারদা সূর্যসেন হল নতুন নামকরণ করা হয় ১৯৭২ সালে।

৪২. মুক্তিযােদ্ধা জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রতিষ্ঠা ১৯৮৮ সালে।

৪৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ২০১৪ সালে রাখা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।

৪৪. ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাসু)।

৪৫. ডাসু’র প্রথম সভাপতি অধ্যাপক ডব্লিউ এ জেনকিন্স।

৪৬. ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশােধনের মাধ্যমে ডাসুর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

৪৭. ডাকসু’কে বলা হয় দেশের দ্বিতীয় পার্লামেন্ট।

৪৮. ডাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৩ সালে।

৪৯. ডাকসু’র প্রথম সহ-সভাপতি (ভিপি) মমতাজ উদ্দীন আহমেদ।

৫০. এ যাবৎ ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ২৫ জন।

৫১. ডাকসুর প্রথম নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) এস. এ. বারি এটি।

৫২. ডাকসু’র প্রথম সাধারণ সম্পাদক (জিএস) যােগেন্দ্রনাথ সেন গুপ্ত।

৫৩. ডাকসুর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) জুলমত আলী খান।

৫৪. এ যাবৎ ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৩৭টি; স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ২৯টি ও স্বাধীনতার পরবর্তীকালে ৮টি।

৫৫. প্রতিষ্ঠাকালীন বিশ্ববিদ্যালয়ে অনুষদ ছিল ৩টি–কলা, বিজ্ঞান ও আইন।

৫৬. বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুষদ সংখ্যা ১৩টি।

৫৭. প্রতিষ্ঠাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগ সংখ্যা ছিল ১২টি।

৫৮. বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভাগ সংখ্যা ৮৩টি।

৫৯. বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট সংখ্যা ১২টি এবং গবেষণা ব্যুরাে ও কেন্দ্র ৫৬টি।

৬০. মুজিব বর্ষে শান্তি ও স্বাধীনতার জন্য প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিব গবেষণা ইনস্টিটিউট।

সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো কিছু তথ্য

৬১. বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ৭টি।

৬২. এ যাবৎ ডক্টরেট ডিগ্রি লাভ করেন ৫২ জন।

৬৩. সর্বপ্রথম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লরেন্স জীন লুমলে ডানভাস।

৬৪. প্রথম বাঙালি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন সাহিত্যিক এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগের প্রথম অধ্যাপক মহামহােপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী; ১৯২৭ সালে।

৬৫. প্রথম মুসলিম হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন রাজনীতিবিদ ও আইনজীবী স্যার আবদুর রহিম এবং কবি ও দার্শনিক স্যার মুহাম্মদ ইকবাল; ১৯৩৬ সালে।

৬৬. বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ১৯৩৬ সালে।

৬৭. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ১৯৩৬ সালে।

৬৮. রাজনীতিবিদ শেরে বাংলা এ কে ফজলুল হককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ১৯৫৬ সালে।

৬৯. বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ১৯৭৪ সালে।

৭০. বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ১৯৯৯ সালে ।

৭১. আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির বিন মােহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ২০০৪ সালে।

৭২. শান্তিতে নােবেলজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ২০০৭ সালে।

৭৩. জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ২০১১ সালে।

৭৪. ভাষা শহিদ আবুল বরকত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র।

৭৫. ১৯৬৯’র গণঅভ্যুত্থানে শহিদ আসাদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র।

৭৬. বাংলাদেশের পতাকা প্রথমবারের মতাে উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ মার্চ ১৯৭১।

৭৭. বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন ডাকসুর তকালীন ভিপি আ.স.ম. আবদুর রব।

৭৮. মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষক, একজন কর্মকর্তা, ২৬ জন কর্মচারী এবং শতাধিক ছাত্র শহিদ হন।

৭৯. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী অনন্য প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা পুরস্কার-২০১১ প্রদান করা হয়।

৮০. ১৫ অক্টোবর ১৯৮৫ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে ২৬ জন ছাত্র এবং ১৪ জন কর্মচারী ও অতিথি নিহত হয়। প্রতি বছর দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শােক দিবস হিসেবে পালন করা হয়।

সর্বশেষ যে তথ্য : ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো কিছু তথ্য

৮১. বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে; ২০ বৈশাখ ১৩৭৯ বঙ্গাব্দে ডাকসু’র উদ্যোগে মধুর ক্যান্টিনের নামকরণ করা হয়।

৮২. বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য অপরাজেয় বাংলা ভাস্কর সৈয়দ আকতাহ খালেদ।

৮৩. বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে অবস্থিত বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কিত ভাস্কর্য জােপার্জিত স্বাধীনতা; ভাস্কর শামীম শিকদার।

৮৪. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত অন্যতম ভাস্কর্য ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর শামীম শিকদার।

৮৫. বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরােধী আন্দোলনে শহিদদের স্মরণে নির্মাণ করা হয় সন্ত্রাসবিরােধী রাজু ভাস্কর্য; ভাস্কর শ্যামল চৌধুরী ও গােপাল পাল।

৮৬. ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC)-এর স্থপতি গ্রিক ভূপতি কনস্ট্যান্টিনস এ. ডক্সিয়াডিস।

৮৭. বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা ১৩ জন এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

৮৮. বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারীদের মধ্যে ৭ জন এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

৮৯. বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলাের র‌্যাঙ্কিং মূল্যায়নকারী যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (OS)-এর বিশ্বসেরা ১৩০০টি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১-১০০০ এর মধ্যে।

৯০. স্পেনের গবেষণা প্রতিষ্ঠান Scimago Institutions-এর করা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলাের সর্বশেষ র‌্যাঙ্কিং এ ৪,১২৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭৫৪ তম।

৯১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৪৭ সালে।

৯২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভর্তি হন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে; রােল নং-১৬৬।

৯৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সলিমুল্লাহ মুসলিম হলের অনাবাসিক ছাত্র।

৯৪. বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে যােগ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।

৯৫. বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহিষ্কারাদেশ এক্সিকিউটিভ কাউন্সিল কর্তৃক গৃহীত হয় ২৬ মার্চ ১৯৪৯, যা কার্যকর হয় ১৮ এপ্রিল ১৯৪৯।

৯৬. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয় ১৪ আগস্ট ২০১০।

৯৭. বিশ্ববিদ্যালয়ে এ যাবৎ সমাবর্তন হয় ৫২ বার।

৯৮. বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২২ ফেব্রুয়ারি ১৯২৩।

৯৯. বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বক্তা ছিলেন বাংলার গভর্নর এবং চ্যান্সেলর লর্ড লিটন।

১০০. স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর ১৯৯৯।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !