বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান [প্রশ্ন ও উত্তর] নিয়ে নিচে আলোচনা করা হলো। আসা করি সাধারণ জ্ঞান এর প্রশ্ন ও উত্তরগুলো আপনাদের উপকারে আসবে। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক।
বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান [প্রশ্ন ও উত্তর]
প্রশ্ন : মজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন
উত্তর : এ.এইচ.এম কামারুজ্জামান।
প্রশ্ন : সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা যে গ্রন্থে ব্যবহৃত হয়
উত্তর : আইন-ই-আকবরী গ্রন্থে।
প্রশ্ন : প্রাচীন কর্ণসুবর্ণ’ বলতে বােঝায়
উত্তর : আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে।
প্রশ্ন : বাংলাদেশের প্রাচীন নগর কেন্দ্র
উত্তর : মহাস্থানগড়।
প্রশ্ন : নবদ্বীপ বাংলার রাজধানী ছিল
উত্তর : সেন শাসনামলে।
প্রশ্ন : সর্বপ্রথম যে চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন
উত্তর : ফা হিয়েন।
প্রশ্ন : দানশীলতার জন্য সুলতান কুতুবউদ্দিন আইবেককে বলা হতাে
উত্তর : লাখবক্স।
প্রশ্ন : বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ প্রবর্তন করেন
উত্তর : সম্রাট আকবর।
প্রশ্ন : ঢাকার ‘ধােলাইখাল খনন করেন
উত্তর : ইসলাম খান।
প্রশ্ন : ঢাকায় ছােট কাটরা, হুসেনী দালান ও লালবাগের দুর্গ নির্মাণ করেন
শায়েস্তা খান।
প্রশ্ন : রবার্ট ক্লাইভকে তস্কর চূড়ামণি’ বলে অভিহিত করেন
উত্তর : কার্ল মার্কস।
প্রশ্ন : ইলবার্ট বিল পাস করেন
উত্তর : লর্ড রিপন।
প্রশ্ন : চাকমা বিদ্রোহের সময় তাদের রাজা ছিলেন
উত্তর : জুয়ান বক্স খান।
প্রশ্ন : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়
উত্তর : ১৩ এপ্রিল ১৯১৯।
প্রশ্ন : পূর্ব পাকিস্তান যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী
উত্তর : এ কে ফজলুল হক।
প্রশ্ন : মতিউর রহমান পুলিশের গুলিতে নিহত হন
উত্তর : ২৪ জানুয়ারি ১৯৬৯।
প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়
উত্তর : ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
প্রশ্ন : ‘আমার সােনার বাংলা আমি তােমায় ভালােবাসি’ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘােষণা করা হয়
উত্তর : ৩ মার্চ ১৯৭১।
প্রশ্ন : মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয়
উত্তর : ৮ সেপ্টেম্বর ১৯৭১।
প্রশ্ন : ‘দি ডিসকভারি অব ইন্ডিয়া ও কারাগারের রােজনামচা’র মধ্য মিল রয়েছে
উত্তর : দুটোই জেলখানায় বসে লেখা।
প্রশ্ন : মাতারবাড়ী অবস্থিত
উত্তর : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়।