BCS Preparation: Important Qs and answers from general science. I hope the article will be useful to you. So read the article carefully.
BCS Preparation in English: Important questions and answers from general science
Q: Gaelic invented the technique of lighting fires with the help of mirrors
Answer: Archimedes.
Q: Cardiac and lung sound detectors
Answer: Stethoscope.
Q: Unit of pressure in SI method
Answer: Pascal.
Q: 1 is equal to fat
Answer: 6 feet.
Q: The value of gravitational acceleration is the highest
Answer: On the surface.
Q: The intensity of the sound increases with length
Answer: Reduced.
Q: The word moves the fastest
Answer: In humid and wet air.
Q: The proof is called temperature
Answer: 0 ° C or 273 ° K.
Q: Used to determine the temperature of stars
Answer: Pyrometer.
Q: Fahrenheit and Kelvin’s scale give the same text at that temperature
Answer: 574.25.
Q: Used in television and radar
Answer: Microwave.
Q: The power of the lens is revealed
Answer: By P.
Q: Used in myopia treatment
Answer: Convex lens.
Q: Reflective telescopes were first invented
Answer: Scientist Gregory; 163
Q: Dry battery electromagnetic force
Answer: 1.5 Volt.
Q: It is made if there is more than 0.8% carbon in the leachate
Answer: Permanent magnet.
Q: Indicates the magnetic force lines
Answer: Magnetic field.
Q: The geomagnetic axis is inclined with the geographical axis
Answer: At an angle of 18 degrees.
Q: Atomic fission was first discovered
Answer: Scientist Auto Han.
Q: Electromagnetic cross wave is called
Answer: X-ray.
Q: Discovered the existence of alpha, beta, and gamma rays
Answer: Scientist Madame Curie.
Q: The weight of an object when it rises above the ground
Answer: Reduced.
Q: The turbine is in Gharana
Answer: With the help of water flow.
Q: The heaviest substance
Answer: Mercury.
Q: The soft shell of the egg is hard
Answer: In contact with air.
Q: Compounds are harder than diamonds
Answer: Barrage.
Q: The most inert gas found in the atmosphere
Answer: Ar
Q: The producer is in the gas
Answer: Nitrogen and carbon monoxide.
Q: Baking cider signal
Answer: NaHCO3.
Q: Toothpaste
Answer: Alkaline substances.
Q: Bromephenol indicator acidic color
Answer: Yellow.
Q: Which is measured in water by the value of pH
Answer: Hydrogen.
Q: Gentle soap is prepared
Answer: By caustic potash.
Q: Discovered saving cells
Answer: Scientist Plant (1859).
Q: Occurs in the process of oxidation
Answer: Accepting electrons.
Q: The most active metal
Answer: Potassium.
Q: You can’t wait for the water
Answer: 19 times heavier.
Q: People first learn to use that metal
Answer: Copper.
Q: It is called methane produced in wetlands
Answer: Mars gas.
Q: Available from wood
Answer: Acetic acid.
Q: The reason for the inexhaustible supply of carbon compounds
Answer: Catenation.
Q: The molecular weight of a heavy chain of antibodies
Answer: 50-60 KD.
Q: It is called the first molecule of life
Answer: Amine acid.
Q: The author of the book Bengal Plants
Answer: David Praline.
Q: Lyceum discovered the enzyme
Answer: Alexander Fleming.
Q: Proponents of cell theory
Answer: Slayden and Sayan.
Q: The highest unit of classification
Answer: world or kingdom.
Q: The main part of the plant cell wall
Answer: Cellulose.
Q: The cell membrane of a muscle cell is called
Answer: Sarcoma.
Q: IUCN was established
Answer: In 1947.
Q: The name of a very long branchless fiber produced from a cell
Answer: Action.
Q: Winter, summer, shame, anger, etc. are felt
Answer: In thalamus.
Q: It is necessary to make thyroid hormone
Answer: Iodine.
Q: It acts as fuel for the body
Answer: Sugars.
Q: Most of the phosphate is present in the human body
Answer: Bones.
Q: It is called the Language of life
Answer: Protein.
Q: It is called soft and liquid food mixed with gastric juice
Answer: Kaim.
Q: Insulin was discovered
Answer: In Germany (1922).
Q: The attack of the virus that causes diarrhea
Answer: Raeta virus.
Q: It is called the unit of weight of pearl
Answer: Pearl Grain.
Q: There are pearl oysters in Bangladesh
Answer: 2 species.
Q: The inventor of the locomotive
Answer: Stephenson.
Q: He first explained surface tension with the help of molecular theory
Answer: Laplace.
Q: The lowest temperature indicator
Answer: Freeze.
Q: Used to measure the gas density
Answer: Perfect gas equation
Q: Bats move in the dark
Answer: By hearing the echo of the created world.
Q: The unit of measurement of the vibration of an object
Answer: Hertz.
Q: The efficiency of the petrol engine is about
Answer: 30%.
Q: Boiling temperature of the water
Answer: 212 ° F.
Q: The water started boiling on the top of Mount Everest
Answer: At a temperature of 60 ্টি C.
Q: When the temperature rises, it collapses
Answer: Decreases.
Q: In the prism
Answer: is refracted.
Q: Used to destroy cancer cells
Answer: Gamma-ray.
BCS Preparation in Bangla: Important questions and answers from general science
প্রশ্ন : গােলকীয় দর্পনের সাহায্যে আগুন ধরানাের কৌশল আবিষ্কার করেন
উত্তর : আর্কিমিডিস।
প্রশ্ন : হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণায়ক যন্ত্র
উত্তর : স্টেথােস্কোপ।
প্রশ্ন : SI পদ্ধতিতে চাপের একক
উত্তর : প্যাসকেল।
প্রশ্ন : ১ ফ্যাদম সমান
উত্তর : ৬ ফুট।
প্রশ্ন : অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি
উত্তর : ভূ-পৃষ্ঠে।
প্রশ্ন : দৈর্ঘ্য বাড়লে শব্দের তীব্রতা
উত্তর : কমে।
প্রশ্ন : শব্দ সবচেয়ে দ্রুত চলে
উত্তর : আর্দ্র ও ভেজা বাতাসে।
প্রশ্ন : প্রমাণ তাপমাত্রা বলা হয়
উত্তর : 0°C বা 273°K-কে।
প্রশ্ন : তারকাসমূহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়
উত্তর : পাইরােমিটার।
প্রশ্ন : ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ দেয় যে তাপমাত্রায়
উত্তর : ৫৭৪.২৫।
প্রশ্ন : টেলিভিশন ও রাডারে ব্যবহৃত হয়
উত্তর : মাইক্রোওয়েভ।
প্রশ্ন : লেন্সের ক্ষমতাকে প্রকাশ করা হয়
উত্তর : P দ্বারা।
প্রশ্ন : দীর্ঘদৃষ্টি চিকিৎসায় ব্যবহৃত হয়
উত্তর : উত্তল লেন্স।
প্রশ্ন : প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন
উত্তর : বিজ্ঞানী গ্রেগরি; ১৬৬৩।
প্রশ্ন : শুষ্ক ব্যাটারি তড়িচ্চালক বল
উত্তর : 1.5 Volt।
প্রশ্ন : লােহার মধ্যে 0.8% এর বেশি কার্বন থাকলে তা তৈরি করে
উত্তর : স্থায়ী চুম্বক।
প্রশ্ন : চৌম্বক বলরেখাগুলাে নির্দেশ করে
উত্তর : চৌম্বক ক্ষেত্র।
প্রশ্ন : ভৌগােলিক অক্ষের সাথে ভূচুম্বক অক্ষ আনত অবস্থায় আছে
উত্তর : 18 ডিগ্রি কোণে।
প্রশ্ন : পরমাণুর ফিশন প্রথম আবিষ্কার করেন
উত্তর : বিজ্ঞানী অটো হান।
প্রশ্ন : বিদ্যুৎ চুম্বকীয় আড় তরঙ্গকে বলা হয়
উত্তর : এক্সরে।
প্রশ্ন : আলফা, বিটা ও গামা রশ্মির অস্তিত্ব আবিষ্কার করেন
উত্তর : বিজ্ঞানী মাদাম কুরী।
প্রশ্ন : ভূ-পৃষ্ঠ থেকে ওপরে উঠলে বস্তুর ওজন
উত্তর : কমে।
প্রশ্ন : টারবাইন ঘােরানাে হয়
উত্তর : পানির স্রোতের সাহায্যে।
প্রশ্ন : সবচেয়ে ভারী পদার্থ
উত্তর : পারদ।
প্রশ্ন : ডিমের নরম খােসা শক্ত হয়
উত্তর : বাতাসের সংস্পর্শে।
প্রশ্ন : হীরক অপেক্ষা কঠিন যৌগ
উত্তর : বােরােজেন।
প্রশ্ন : বায়ুমণ্ডলে প্রাপ্ত সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস
উত্তর : Ar
প্রশ্ন : প্রডিউসার গ্যাসে থাকে
উত্তর : নাইট্রোজেন ও কার্বন মনােক্সাইড।
প্রশ্ন : বেকিং সােডার সংকেত
উত্তর : NaHCO3।
প্রশ্ন : টুথপেস্ট হলাে
উত্তর : ক্ষারীয় পদার্থ।
প্রশ্ন : ব্রোমােফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ
উত্তর : হলুদ।
প্রশ্ন : pH-এর মান দ্বারা পানিতে যা পরিমাপ করা হয়
উত্তর : হাইড্রোজেন।
প্রশ্ন : কোমল সাবান প্রস্তুত হয়
উত্তর : কস্টিক পটাশ দ্বারা।
প্রশ্ন : সঞ্চয়ী কোষ আবিষ্কার করেন
উত্তর : বিজ্ঞানী প্লান্ট (১৮৫৯)।
প্রশ্ন : জারণ প্রক্রিয়ায় ঘটে
উত্তর : ইলেকট্রন গ্রহণ।
প্রশ্ন : সবচেয়ে সক্রিয় ধাতু
উত্তর : পটাশিয়াম।
প্রশ্ন : পানি অপেক্ষা সােনা
উত্তর : ১৯ গুণ ভারী।
প্রশ্ন : মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শেখে
উত্তর : তামা।
প্রশ্ন : জলাভূমিতে উৎপন্ন মিথেনকে বলে
উত্তর : মার্স গ্যাস।
প্রশ্ন : কাঠ থেকে পাওয়া যায়
উত্তর : এসিটিক এসিড।
প্রশ্ন : কার্বন যৌগের ভাণ্ডার অফুরন্ত হওয়ার কারণ
উত্তর : ক্যাটেনেশন।
প্রশ্ন : অ্যান্টিবডির ভারী শৃঙ্খলের আণবিক ওজন
উত্তর : ৫০-৭০ KD।
প্রশ্ন : জীবনের প্রথম অণু বলা হয়
উত্তর : অ্যামাইনাে এসিডকে।
প্রশ্ন : Bengal Plants বইটির রচয়িতা
উত্তর : ডেভিড প্রেইন।
প্রশ্ন : লাইসােসােম এনজাইম আবিষ্কার করেন
উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং।
প্রশ্ন : কোষ মতবাদের প্রবক্তা
উত্তর : স্লেইডেন ও সােয়ান।
প্রশ্ন : শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক
উত্তর : জগত বা kingdom।
প্রশ্ন : উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান অংশ
উত্তর : সেলুলােজ।
প্রশ্ন : পেশি কোষের কোষ পর্দাকে বলা হয়
উত্তর : সারকোলেমা।
প্রশ্ন : IUCN প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৪৮ সালে।
প্রশ্ন : কোষ থেকে উৎপন্ন বেশ লম্বা শাখাহীন তন্তুর নাম
উত্তর : অ্যাক্সন।
প্রশ্ন : শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ ইত্যাদি অনুভূত হয়
উত্তর : থ্যালামাসে।
প্রশ্ন : থাইরয়েড হরমােন তৈরিতে প্রয়ােজন
উত্তর : আয়ােডিন।
প্রশ্ন : দেহের জ্বালানিরূপে কাজ করে
উত্তর : শর্করা।
প্রশ্ন : মানুষের শরীরে বেশিরভাগ ফসফেট রয়েছে
উত্তর : হাড়ে।
প্রশ্ন : Language of life বলা হয় যেটিকে
উত্তর : প্রােটিনকে।
প্রশ্ন : গ্যাস্ট্রিক রসমিশ্রিত নরম ও তরল খাদ্যকে বলা হয়
উত্তর : কাইম।
প্রশ্ন : ইনসুলিন আবিষ্কৃত হয়
উত্তর : জার্মানিতে (১৯২২)।
প্রশ্ন : যে ভাইরাসের আক্রমণের ফলে ডায়রিয়া হয়
উত্তর : রােটা ভাইরাস।
প্রশ্ন : মুক্তার ওজনের একককে বলে
উত্তর : পার্ল গ্রেন।
প্রশ্ন : বাংলাদেশে মুক্তা ঝিনুক আছে
উত্তর : ২ প্রজাতির।
প্রশ্ন : রেল ইঞ্জিনের আবিষ্কারক
উত্তর : স্টিফেনসন।
প্রশ্ন : সর্বপ্রথম আণবিক তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটানের ব্যাখ্যা দেন
উত্তর : ল্যাপ্লাস।
প্রশ্ন : সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক
উত্তর : হিমাংক।
প্রশ্ন : গ্যাসের ঘনত্ব মাপতে ব্যবহৃত হয়
উত্তর : Perfect gas equation
প্রশ্ন : বাদুড় অন্ধকারে চলাফেরা করে
উত্তর : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।
প্রশ্ন : বস্তুর কম্পন পরিমাপের একক
উত্তর : হার্টজ।
প্রশ্ন : পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায়
উত্তর : ৩০%।
প্রশ্ন : পানির স্ফুটন তাপমাত্রা
উত্তর : ২১২°F।
প্রশ্ন : এভারেস্ট পর্বতের চূড়ায় পানি ফুটতে শুরু করে
উত্তর : ৭০° সেন্টিগ্রেড তাপমাত্রায়।
প্রশ্ন : তাপমাত্রা বৃদ্ধি পেলে তলটান
উত্তর : হ্রাস পায়।
প্রশ্ন : প্রিজমে পতিত আলাে
উত্তর : প্রতিসরিত হয়।
প্রশ্ন : ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে ব্যবহৃত হয়
উত্তর : গামা রশ্মি।
রােগ ও অভাবজনিত উপাদান
রােগের নাম | অভাবজনিত উপাদান |
ডায়াবেটিস | ইনসুলিন |
গলগণ্ড | আয়ােডিন |
দাঁতের ক্ষয়রােগ | ফ্লুরাইড |
হাইপােগ্লাইসােমিয়া | রক্তের গ্লুকোজ |
রাতকানা | ভিটামিন-এ (A) |
বেরিবেরি | ভিটামিন-বি-১ (B1) |
পেলেগ্রা | ভিটামিন-বি-৩ (B3) |
স্কার্ভি | ভিটামিন-সি (C) |
রিকেট | ভিটামিন-ডি (D) |
প্রজনন ক্ষমতা হ্রাস | ভিটামিন-ই (E) |
অধিক রক্তক্ষরণ | ভিটামিন-কে (K) |