সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা

Preparation BD
By -
0

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা

প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া
প্রথম মহিলা বিরোধীদলীয় নেত্রীশেখ হাসিনা
প্রথম মহিলা সচিবজাকিয়া আখতার
প্রথম মহিলা কূটনীতিবিদতাহমিনা হক ডলি
প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা
প্রথম মহিলা বিগ্রেডিয়ার সুরাইয়া বেগম
প্রথম মহিলা এস. পি.বেগম রওশন আরা
প্রথম মহিলা পাইলটকানিজ ফাতেমা রুখসানা
প্রথম মহিলা কর কমিশনারফেরদৌস আরা বেগম
প্রথম মহিলা রাষ্ট্রদূতমাহমুদা হক চৌধুরী
প্রথম মহিলা ব্যারিস্টার মিসেস রাবেয়া ভূঁইয়া
প্রথম মহিলা কাস্টমস কমিশনারহাসিনা খাতুন
প্রথম মহিলা নোটারি পাবলিক কামরুন নাহার লাইলী
প্রথম মহিলা মুসলিম অভিনেত্রীবনানী চৌধুরী
প্রথম মহিলা ডীনবেগম আজিকুন্নেসা
প্রথম মহিলা প্রো ভিসি (ঢাকা বিশ্ববিদ্যালয়)জিন্নাতুন নেসা তাহমিদা বেগম
প্রথম মহিলা পিএসসির চেয়ারম্যানজিন্নাতুন নেসা তাহমিদা বেগম
প্রথম মহিলা অধ্যক্ষঅধ্যাপিকা ড. হোসনে আরা
প্রথম মহিলা শোর্ড অব অনার লাভকারীমারজিয়া ইসলাম (নৌবাহিনী)
প্রথম মহিলা বিটিভির মহাপরিচালক ফেরদৌস আরা বেগম
প্রথম মহিলা বাংলা একাডেমির মহাপরিচালকড. নীলিমা ইব্রাহীম
প্রথম মহিলা জাতীয় অধ্যাপকড. সুফিয়া আহমেদ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপকআনিসা হামিদ (সোনালী ব্যাংক)
ব্যাংকিং খাতে প্রথম মহিলা ব্যবস্থাপনা পরিচালকআনিসা হামিদ (কমার্স ব্যাংক)
প্রথম মহিলা ট্রেন চালকসালমা খান
প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রীসাহারা খাতুন
প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীডা. দীপু মনি
প্রথম মহিলা হুইপ সেগুফতা ইয়াসমিন এমিলি
প্রথম মহিলা ওসিহোসনে আরা বেগম
অল উইমেন ফ্লাইট পরিচালনাকারী প্রথম মহিলাক্যাপ্টেন শাহানা
প্রথম মহিলা বীর প্রতীক খেতাব লাভকারীক্যাপ্টেন সেতারা বেগম
প্রথম মহিলা ভূ-তত্ত্ববিদআফিয়া আখতার
প্রথম মহিলা সি.এ. ডিগ্রি লাভকারীসুরাইয়া জান্নাত
প্রথম মহিলা বাঙালি মুসলিম চিকিৎসকডা. জোহরা বেগম কাজী
প্রথম টেস্টটিউব শিশু চিকিৎসকডা. পারভিন ফাতেমা
প্রথম মহিলা এডিশনাল ডিআইজিফাতেমা বেগম
প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী
প্রথম মহিলা নির্বাচন কমিশনারকবিতা খানম
প্রথম মহিলা রিটার্নিং অফিসারজেসমিন টুলি
জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান
প্রথম মহিলা সিটি কর্পোরেশন মেয়রডাঃ সেলিনা হায়াত আইভি
বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নরনাজনীন সুলতানা
পুলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডারএলিজা শারমিন
প্রথম মহিলা এভারেস্ট বিজয়ীনিশাত মজুমদার

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !