যুগ সন্ধিক্ষণ ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
যুগ সন্ধিক্ষণ
- ১৭৬০-১৮৬০ খ্রিস্টাব্দকে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়।
- যুগ সন্ধিক্ষণকে কেউ কেউ অবক্ষয় যুগ বলে উল্লেখ করেছেন।
- এ সময়ে কবিগান, পুঁথিসাহিত্য, টপ্লাগান, পাঁচালীর প্রচলন হয়।
- ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
ঈশ্বরচন্দ্র গুপ্ত
- যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮১২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাচড়াপাড়ার শিয়ালডাঙ্গায় জন্মগ্রহণ করেন এবং ১৮৫৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
- তাঁর বিখ্যাত কবিতা- তপসে মাছ, বাঙালি মেয়ে, আনারস, নীলকর, স্বদেশ প্রভৃতি। তাঁর কাব্যগ্রন্থ- ‘প্রবােধ প্রভাকর’, ‘হিত প্রভাকর’ (প্রথম বাংলা দৈনিক) এবং নাটক- ‘বােধেন্দু বিকাশ।
- সম্পাদিত পত্রিকা- সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, সংবাদ সাধুরঞ্জন, পাষণ্ড পীড়ন।
- তার ‘বাঙালীর মেয়ে কবিতায় স্ত্রী শিক্ষার প্রতি সমর্থন ছিল না।
- আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বর গুপ্তকে বলা হয়- ‘কবিওয়ালাদের শেষ প্রতিনিধি।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্য ও আধুনিক যুগের মিলনকারী।