প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একটা বড় অংশ সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। কিভাবে পড়লে প্রাইমারিতে চাকুরী পাওয়া যায় এই প্রশ্ন সবার মধ্যেই কমবেশি কাজ করে। www.bcspreparation.net এর মতে প্রথমে আপনাকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ব্যাংক পড়ে নিতে হবে। পাশাপাশি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি জন্য কিছু বই নিয়ে সেগুলো পড়ে নিতে হবে। আসা করা যায় আপনার জন্য প্রাইমারিতে চাকুরী পাওয়া সহজ হয়ে যাবে। ।আপনার প্রস্তুতির জন্য নিচের পিডিএফটি পড়তে পারেরন।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য ভিডিওটি দেখতে পারেন।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। প্রশ্ন ও উত্তরগুলো একবার হলেও আপনার পড়া উচিত।
বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন : আসাদগেট যে স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়
উত্তর : ১৯৬৯’র গণঅভ্যুত্থান।
প্রশ্ন : পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়
উত্তর : ৪ জুলাই ২০০১।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সংসদীয় আসন বিন্যাস করা হয়
উত্তর : ১৯৭৩ সালে।
প্রশ্ন : আমার দেখা নয়াচীন গ্রন্থটির প্রচ্ছদে ব্যবহৃত সম্মেলনের লােগাে শান্তির কপােত-এর চিত্রশিল্পী
উত্তর : পাবলাে পিকাসাে।
প্রশ্ন : আর্য সংস্কৃতি বিকাশ লাভ করে
উত্তর : পাল আমলে।
প্রশ্ন : নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত অন্তর্ভুক্ত
উত্তর : আদি-অস্ট্রেলীয় জনগােষ্ঠীর।
প্রশ্ন : বাংলার রাজধানী হিসেবে ‘সােনারগাঁও-এর পত্তন করেছিলেন
উত্তর : ঈসা খান।
প্রশ্ন : ‘মাৎস্যন্যায়’ যে সময়কে নির্দেশ করে
উত্তর : পাল পূর্ব যুগ।
প্রশ্ন : যে গ্রন্থে বাংলার প্রাচীন বয়নশিল্পের উল্লেখ পাওয়া যায়
উত্তর : কৌটিল্যের অর্থশাস্ত্র ।
প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিল
উত্তর : কার্টিয়ার।
প্রশ্ন : ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৮৭৬ সালে।
প্রশ্ন : ভাষা আন্দোলনের মুখপত্র হিসেবে কাজ করতাে
উত্তর : সাপ্তাহিক সৈনিক।
প্রশ্ন : ৩ মে ২০২১ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ
উত্তর : ৪৫.১০ বিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন : বাংলাদেশে প্রথমবারের মতাে টাকা দিবস পালিত হয়
উত্তর : ৪ মার্চ ২০১১।
প্রশ্ন : বায়ান্নর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন
উত্তর : ফিরােজ খান নূন।
আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন : ‘দরবার স্কয়ার’ অবস্থিত
উত্তর : নেপাল
প্রশ্ন : বিশ্বে বায়ােটেক (GM) শস্য চালু হয়
উত্তর : ১৯৯৬ সালে।
প্রশ্ন : ‘কুয়ােমিনটাং’ যে দেশের বিপ্লবী দল
উত্তর : চীন।
প্রশ্ন : ‘আগা খান’ পুরস্কার দেওয়া হয় যে ক্ষেত্রে অবদান রাখার জন্য
উত্তর : স্থাপত্য শিল্প।
প্রশ্ন : বার্লিন প্রাচীর নির্মাণ শুরু হয় যে স্থান থেকে
উত্তর : বারনউয়া।
প্রশ্ন : পােল্যান্ডের মুদ্রার নাম
উত্তর : জলােটি।
প্রশ্ন : গুয়াম দ্বীপ যে ভৌগােলিক অঞ্চলে অবস্থিত
উত্তর : মাইক্রোনেশিয়া।
প্রশ্ন : ‘ইস্টার দ্বীপপুঞ্জ’ যে দেশের অধীন
উত্তর : চিলি ।
প্রশ্ন : ২০১২ সালে কার্বন কর চালু হয়
উত্তর : অস্ট্রেলিয়া।
প্রশ্ন : ‘SEATO’র পূর্ণরূপ
উত্তর : South East Asian Treaty Organisation!
প্রশ্ন : ইস্তানবুলের পূর্বনাম
উত্তর : কনস্ট্যান্টিনােপল।
প্রশ্ন : Organization for Security and Co-operation in Europe (OSCE)’র সদর দপ্তর
উত্তর : ভিয়েনা, অস্ট্রিয়া ।
প্রশ্ন : ইউনিভার্সেল স্ট্যান্ডার্ড টাইম হিসেবে বিশ্বব্যাপী GMT-এর ব্যবহার শুরু হয়
উত্তর : ১৮৬৪ সালে।
প্রশ্ন : ম্যালেরিয়া শব্দটি প্রথম প্রয়ােগ করেন
উত্তর : টর্টি।
প্রশ্ন : পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি বলা হয়
উত্তর : দক্ষিণ সুদানকে।
প্রশ্ন : হন্ডুরাসের রাজধানীর নাম
উত্তর : তেগুচিগালপা।
প্রশ্ন : দক্ষিণ আমেরিকার যে দেশটি কমনওয়েলথের একমাত্র সদস্য
উত্তর : গায়ানা।
প্রশ্ন : পেরুর মুদ্রার নাম
উত্তর : পেরুভিয়ান সােল।
প্রশ্ন : এন্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু
উত্তর : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ ।
প্রশ্ন : চীনের মহাপ্রাচীর নির্মাণের উদ্দেশ্য ছিল
উত্তর : তাতার দস্যুদের আক্রমণ থেকে সুরক্ষা।
প্রশ্ন : ‘পলাশী প্রান্তর’ যে নদীর তীরে অবস্থিত
উত্তর : ভাগীরথী।
প্রশ্ন : ‘বেথেলহাম’ অবস্থিত
উত্তর : জেরুজালেমে ।
প্রশ্ন : দিয়াগাে গার্সিয়া যে দ্বীপপুঞ্জের অন্তর্গত
উত্তর : চ্যাগােজ।
প্রশ্ন : নালন্দা বিশ্ববিদ্যালয় যে রাজ্যে অবস্থিত
উত্তর : বিহারে।
প্রশ্ন : চেঙ্গিস খান যে জাতিগােষ্ঠীর নেতা ছিলেন
উত্তর : তাতার ।
প্রশ্ন : আমেরিকার আদি অধিবাসীদের ‘রেড ইন্ডিয়ান’ নাম দেন
উত্তর : কলম্বাস।
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ভূবেষ্টিত দেশ
উত্তর : কাজাখস্তান ।
প্রশ্ন : ল্যাটিন ভাষায় শ্রেষ্ঠ কবি
উত্তর : ভার্জিল।
প্রশ্ন : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
উত্তর : ২২ মে।
প্রশ্ন : ‘আগস্ট বিপ্লব’ হয়
উত্তর : ভিয়েতনামে।
প্রশ্ন : ‘ভার্জিন অব দ্য রকস’ শিল্পের স্রষ্টা
উত্তর : লিওনার্দো দ্য ভিঞ্চি।