সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : বাংলাদেশের ভৌগোলিক উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : বাংলাদেশের ভৌগোলিক উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়?
উত্তর : বাংলাদেশকে।

প্রশ্ন : কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয় ?
উত্তর : বাংলাদেশকে ।

প্রশ্ন : কোন দেশকে ভাটির দেশ বলা হয় ?
উত্তর : বাংলাদেশকে।

প্রশ্ন : কোন শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়?
উত্তর : চট্টগ্রাম শহরকে।

প্রশ্ন : কোন শহরকে মসজিদের শহর বলা হয়?
উত্তর : ঢাকা শহরকে ।

প্রশ্ন : কোন নগরীকে রিক্সার নগরী বলা হয়?
উত্তর : ঢাকা নগরীকে ।

প্রশ্ন : বাংলাদেশে প্রবেশ দ্বার কোন টি?
উত্তর : চট্টগাম বন্দর।

প্রশ্ন : কোন নগরীকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উত্তর : সিলেট নগরীকে

প্রশ্ন : কোন নগরীকে বারো আউলিয়ার দেশ বলা হয়?
উত্তর : চট্টগ্রাম নগরীকে

প্রশ্ন : বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে?
উত্তর : কক্সবাজারকে।

প্রশ্ন : সাগর কন্যা বলা হয় কাকে?
উত্তর : কুয়াকাটা, পটুয়াখালীকে।

প্রশ্ন : উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটি ?
উত্তর : বগুড়া।

প্রশ্ন : কোন নদীকে পশ্চিমাবাহিনীর নদী বলা হয় ?
উত্তর : ডাকাতিয়া বিল।

প্রশ্ন : প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে?
উত্তর : নারায়ণগঞ্জকে।

প্রশ্ন : হিমালয়ের কন্যা বলা হয় কাকে?
উত্তর : পঞ্চগড়কে।

প্রশ্ন : বাংলার শস্যভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে?
উত্তর : বরিশাল।

প্রশ্ন : বাংলার ভেনিস বলা হয় কাকে?
উত্তর : বরিশালকে।

প্রশ্ন : পাহাড়ি কন্যা বলা হয় কাকে?
উত্তর : বান্দরবানকে।

প্রশ্ন : সাগর দ্বীপ বলা হয় কাকে?
উত্তর : ভোলাকে।

প্রশ্ন : প্রকৃতির রানী বলা হয় কাকে?
উত্তর : খাগড়াছড়িকে।

প্রশ্ন : চট্টগ্রামের দুঃখ বলা হয় কাকে ?
উত্তর : চাকতাই খালকে।

প্রশ্ন : কুমিল্লার দু:খ বলা হয় কাকে ?
উত্তর : গোমতীকে।

প্রশ্ন : বাংলাদেশের কুয়েত বলা হয় কোন অঞ্চলকে?
উত্তর : খুলনাকে ( চিংড়ি চাষের জন্য)।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !