গ্রহাণুতে খােড়াখুঁড়ির ছাপ

Preparation BD
By -
0

চাঁদে মানুষ পদচিহ্ন রেখে এসেছে বেশ আগেই। লাল গ্রহ মঙ্গলে ছাপ ফেলছে একাধিক ল্যান্ডার ও রােভারের চাকা। উপগ্রহ ও গ্রহের নমুনা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জায়গায় চিহ্ন রেখে এসেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রচেষ্টায় এবার গ্রহাণুর। গায়েও খোঁড়াখুঁড়ির ছাপ পড়েছে। আর এর প্রথম সাক্ষী হলাে ‘বেনু’।

পৃথিবী থেকে ২৯.৩ কোটি কিলােমিটার দূরের এ অন্ধকার কালাে গ্রহাণুর খোঁজ মেলে ১৯৯৯ সালে। কার্বনসমৃদ্ধ গ্রহাণুটির নমুনা সংগ্রহ করতে মহাকাশযান OSIRIS-REx পাঠিয়েছে নাসা।

২০ অক্টোবর ২০২০ খোঁড়াখুঁড়ি চালায় OSIRIS-REx। সংগ্রহ করে এক কেজি পাথর-ধুলাের নমুনা; যা পৃথিবীতে এসে পৌঁছবে ২০২৩ সালে এ খননকাজের আগে। ৭ মার্চ ২০১৯ ও পরে ৭ এপ্রিল ২০২১ খননস্থলের ছবি তুলে পাঠায় নাসার মহাকাশযান।

এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !