Current Affairs May 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২১ পিডিএফ

Preparation BD
By -
0

Current Affairs May 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২১ পিডিএফ নিয়ে নিচে আলোচনা করা হলো। Current Affairs থেকে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কমনে এসে থাকে। আমরা চেষ্টা করবো প্রতিমাসের Current Affairs খুব ভালভাবে পড়ার জন্য । নিচে May 2021 Current Affairs PDF দেওয়া হয়েছে। আপনারা চাইলে ডাউনলোড করে তা পড়তে পারেন।

Download Here

Current Affairs May 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২১ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বাংলাদেশ

প্রশ্ন : পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা দেশে অভ্যন্তরীণ নৌপথ কতটি?
উত্তর : ৫৩টি।।

প্রশ্ন : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ৬ এপ্রিল ২০২১।

প্রশ্ন : ৪ এপ্রিল ২০২১ বাংলাদেশ টেলিযােগাযােগ কোম্পানি লিমিটেডের (BTCL) উদ্বোধন করা নতুন OTT (Over The Top) কলিং সেবার নাম কী?
উত্তর : ‘আলাপ’ (Alaap)।

প্রশ্ন : বিইউ শিম-৭’ উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

আরো পড়ুন : Current Affairs April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ [PDF]

প্রশ্ন : প্রস্তাবিত বঙ্গবন্ধু বস্ত্র ও পাট জাদুঘর কোথায় স্থাপিত হবে?
উত্তর : নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবােয়।

প্রশ্ন : আইসিটি শিল্পের জন্য দেশে কতটি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে?
উত্তর : ২৮টি। (সূত্র : সংসদে প্রধানমন্ত্রী; ৬ এপ্রিল ২০২১।]

প্রশ্ন : পায়রা সেতুর (লেবুখালী সেতু) মােট দৈর্ঘ্য কত?
উত্তর : ১,৪৭০ মিটার (৪,৮২০ ফুট)।

প্রশ্ন : বাংলাদেশ পােশাক রপ্তানিকারক ও মালিক সমিতির (BGMEA) নতুন সভাপতি কে?
উত্তর : ফারুক হাসান।

প্রশ্ন : ১৫ এপ্রিল ২০২১ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) প্রথম কোন এসএমই কোম্পানির আইপিও অনুমােদন করে?
উত্তর : Nialco Alloys Limited।

প্রশ্ন : ২০২১ সালের মার্চে বাংলা একাডেমি কোন তিনটি বিষয়কে ইউনেস্কোর স্পর্শাতীত বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেতে আবেদন করে?
উত্তর : শখের হাঁড়ি, খেজুরের রস ও চর্যাগীতি।

প্রশ্ন : পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি হুইলার (তিন চাকার বাহন) বাঘ’ তৈরিকারক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : বাঘ ইকো মােটরস লিমিটেড।

প্রশ্ন : ১৬ এপ্রিল ২০২১ কোন দেশ বঙ্গোপসাগরে বাংলাদেশের মহীসােপানের দাবির বিষয়ে জাতিসংঘের মহীসােপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে (CLCS) আপত্তি জানায়?
উত্তর : ভারত।

প্রশ্ন : বাংলাদেশ সরকার কত সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
উত্তর : ২০৩১ সালের ।

প্রশ্ন : ৩১ মার্চ ২০২১ কোন প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ইউনূস প্রফেশনাল মাস্টার্স ইন সােশ্যাল বিজনেস অ্যান্ড ইন্ট্রাপ্রেনিউরশিপ’ ডিগ্রি চালু করে?
উত্তর : এশিয়ান ইনস্টিটিউট অব টেকনােলজি (AIT), থাইল্যান্ড।

প্রশ্ন : ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার চালু হবে?
উত্তর : দিল্লি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’ কোথায় অবস্থিত ?
উত্তর : কালীগঞ্জ, ঝিনাইদহ; উচ্চতা ১২৩ ফুট।

আন্তর্জাতিক

প্রশ্ন : ‘ইস্কান্দার’ কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : প্রথম আরব নারী নভােচারী হিসেবে মহাকাশ অভিযানে যাবেন কে?
উত্তর : নােরা আল-মাতরােশি (সংযুক্ত আরব আমিরাত)।

প্রশ্ন : ভারতের ৪৮তম প্রধান বিচারপতি কে?
উত্তর : নুথলাপতি ভেংকট (এনভি) রামানা ।

প্রশ্ন : ইসরাইলে নিযুক্ত বাহরাইনের প্রথম রাষ্ট্রদূত কে?
উত্তর : খালিদ ইউসুফ আল-জালাহমা।

প্রশ্ন : ২৩ মার্চ ২০২১ সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজের নাম কী?
উত্তর : Ever Given.

আরো পড়ুন : Current Affairs March 2021 PDF 50 MCQ | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১

প্রশ্ন : বিশ্ব পরিবেশ সুরক্ষায় সৌদি আরব কোন উদ্যোগ গ্রহণ করেছে?
উত্তর : সৌদি গ্রিন এবং মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ।

প্রশ্ন : কয়েনবেস কী?
উত্তর : একটি ডিজিটাল মুদ্রা বিনিময় সিস্টেম।

প্রশ্ন : মিয়ানমারের সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে?
উত্তর : ৫টি বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড ও লাওস।

প্রশ্ন : আউটসাের্সিংয়ে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ভারত ; দ্বিতীয় বাংলাদেশ।

প্রশ্ন : ইরানের চাবাহার বন্দরভিত্তিক রুটটির নাম কী?
Test: International North-South Transport Corridor (INSTC)

প্রশ্ন : রেশম বা সিল্কের জন্মভূমি বলা হয় কোন দেশকে?
উত্তর : চীন।

প্রশ্ন : কিউবায় ছয় দশকের কাস্ত্রো যুগের অবসান ঘটে কবে?
উত্তর : ১৯ এপ্রিল ২০২১।

প্রশ্ন : সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?
উত্তর : ১৭ নভেম্বর ১৮৬৯।

প্রশ্ন : ১৩ এপ্রিল ২০২১ প্রকাশিত হেনলি পাসপাের্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপাের্ট কোন দেশের ?
উত্তর : জাপানের। বাংলাদেশের অবস্থান ১০০তম।

সম্মেলন

প্রশ্ন : ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : জুলাই ২০২২।

প্রশ্ন : ১৩তম ASEM শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ৪-৫ অক্টোবর ২০২১; নমপেন , কম্বােডিয়া।

প্রশ্ন : ২৪ এপ্রিল ২০২১ মিয়ানমার ইস্যুতে আসিয়ানের বিশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : জাকার্তা, ইন্দোনেশিয়া ।

পূর্ণরূপ

প্রশ্ন : CLCS’র পূর্ণরূপ কী?
উত্তর : Commission on the Limits of the Continental Shelf

প্রশ্ন : i2i-এর পূর্ণরূপ কী ?
উত্তর : Innovation to Inclusion।

প্রশ্ন : VPN কী?
উত্তর : VPN’র পূর্ণরূপ Virtual Private Network । VPN হচ্ছে একটি সেবা, যার মাধ্যমে ভিন্ন দেশের সার্ভারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !