Current Affairs June 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১ পিডিএফ

Preparation BD
By -
0

Current Affairs June 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১ পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর ও এমসিকিউ নিয়ে এখানে আলোচনা করা হল। আসা করি লেখাটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন। নিয়মিত  সকল কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পড়ুন।

০১নামকারেন্ট অ্যাফেয়ার্স /Current Affairs
০২প্রকাশনা প্রফেসর’স
০৩মাস জুন ২০২১
০৪সংখ্যা২৯৮
০৫বর্ষ২৬
০৬ডাউনলোডLink

বাংলাদেশ

প্রশ্ন : বর্তমানে দেশে মােট জীবন বীমা কোম্পানির সংখ্যা কতটি?
উত্তর : ৩৫টি।

প্রশ্ন : বর্তমানে দেশে মােট সাধারণ বীমা কোম্পানির সংখ্যা কতটি?
উত্তর : ৪৬টি।

প্রশ্ন : ৬ মে ২০২১ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপােরেশনের (BIWTC) উদ্বোধন করা উপকূলীয় যাত্রীবাহী জাহাজ দুটির নাম কী?
উত্তর : এমভি তাজউদ্দীন আহমদ এবং এমভি আইভি রহমান।

প্রশ্ন : বিশ্বে প্রথম দেশ হিসেবে ‘সিঙ্গেল-ইউজ প্রাস্টিক’-এর ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরােপ করে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : জাপানি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?
উত্তর : শাহরিয়ার আহমেদ।

প্রশ্ন : বিইউ খাট শিম-৮ ও বিইউ খাট শিম-৯ এর উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে বাংলাদেশে প্রথম মামলা দায়ের করা হয় কবে?
উত্তর : ১৮ মে ২০২১।

প্রশ্ন : দেশে মােট শুল্ক স্টেশনের সংখ্যা কতটি?
উত্তর : ১৮৪টি; বর্তমানে কার্যকর ৩৭টি।

প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে কবে?
উত্তর : ৩ জুন ২০২১।

Current Affairs June 2021 || কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১

প্রশ্ন : বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক কে?
উত্তর : বিচারপতি নাজমুন আরা সুলতানা।

প্রশ্ন : বাংলাদেশ কবে বৈদ্যুতিক ট্রেনের যুগে পদার্পণ করে?
উত্তর : ১১ মে ২০২১।

প্রশ্ন : বাংলাদেশে কত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়?
উত্তর : ২২ প্রজাতির।

প্রশ্ন : কচ্ছপের প্রজাতির সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১৩তম।

আন্তর্জাতিক

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কোভিড-১৯ এর টেকনিক্যাল বিষয়ের প্রধান বিশেষজ্ঞ ডাক্তার কে?
উত্তর : মারিয়া ভ্যান রেখােভ।

প্রশ্ন : বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ৭ মে ২০২১ কোন পর্বতারােহী রেকর্ড ২৫ বারের মতাে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন?
উত্তর : কামি রিতা শেরপা (নেপাল)।

প্রশ্ন : জানাডু ২.০ (Xanadu 2.0) কী?
উত্তর : বিল গেটসের বাড়ির নাম ।

প্রশ্ন : পৃথিবীর কক্ষপথে চীনের তৈরি প্রথম মহাকাশ স্টেশনের নাম কী?
উত্তর : তিয়ানগং (Tiangong), যার বাংলা অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রে অভিবাসনবর্ষ শুরু হয় কোন তারিখ থেকে?
উত্তর : ১ সেপ্টেম্বর।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজনের যুদ্ধবিমানের নাম কী?
উত্তর ; এফ-৩৫।

প্রশ্ন ; চীনের পঞ্চম প্রজনাের যুদ্ধবিমানের নাম কী?
উত্তর : জে-২০।

প্রশ্ন : কোন নদী মিয়ানমার থেকে থাইল্যান্ডকে পৃথক করে?
উত্তর : সালবিন নদী ।

প্রশ্ন ; হাইব্রিড ধানের জনক কে?
উত্তর : ইউয়ান লংপিং (চীন)।

প্রশ্ন : বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ (মে ২০২১) ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর : ইয়াস; ওমান নামকরণ করে।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জাতিগােষ্ঠী জুলু সম্প্রদায়ের নতুন রাজা কে?
উত্তর : মিসুজুলু ।

প্রশ্ন : মাইক্রোসফট কবে থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ করে দিবে?
উত্তর : ১৫ জুন ২০১২।

প্রশ্ন : সামােয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর : ফিমে নাওমি মাতা’আফা।

প্রশ্ন : Hisar A+ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর : তুরস্ক।

প্রশ্ন : ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ও সহযােগিতা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় কবে?
উত্তর : ১ মে ২০২১

প্রশ্ন : CAI’র পূর্ণরূপ কী?
উত্তর : Comprehensive Agreement on Investment

প্রশ্ন : মিউটেশন কী?
উত্তর : ভাইরাসের জিনের পরিবর্তনকে মিউটেশন বা রূপান্তর বলা হয় ।

প্রশ্ন : ১৪ মে ২০২১ চীনের কোন বােভাৱ ৰােবটটি লাল গ্রহের মাটিতে অবতারণ করে?
উত্তর : জুরং (ZiaurO7ng)।

প্রশ্ন : কোন নভােযানে করে জুরং রোভার রােবটটিকে মঙ্গলে পাঠানাে হয়?
উত্তর : ‘Tianwen1।

প্রশ্ন : কেনিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি কে?
উত্তর : মার্থা কুমে।

প্রশ্ন : সম্প্রতি কোন দেশ ১২ কিংবা ১২+ বয়সী শিশু-কিশােরদের জন্য কোভিড-১৯ টিকার অনুমােদন দেয়?
উত্তর : কানাডা ও যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২১ এপ্রিল ২০২১ ইন্দোনেশিয়ার কোন সাবমেরিনটি নিখােজ হয়?
উত্তর : KRI Nanggala 402; সাবমেরিনটি জার্মানির তৈরি।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ায় করােনা টিকার জরুরি মজুত গড়তে চীনের উদ্যোগে গঠিত নতুন প্ল্যাটফর্মের নাম কী?
উত্তর : Emergency Covid-19 Vaccine Storage Facility!

প্রশ্ন : প্রথম ফর্মুলা ওয়ান চালক হিসেবে পােল পজিশনে সেঞ্চুরি করেন কে?
উত্তর : ব্রিটিশ তারকা লুইস হ্যামিল্টন।

বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১

প্রশ্ন : বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.১ %।

প্রশ্ন : সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?
উত্তর ; নাইজার; ৬.৬ জন।

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর : মালদ্বীপ; ৩.৪%।

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম?
উত্তর : শ্রীলংকা; ০.৫%।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !