Current Affairs April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ [PDF]

Preparation BD
By -
0

Current Affairs April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের আজকের আয়োজনে থাকছে Current Affairs April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ [PDF] নিয়ে গুরুত্বপূর্ণ একটা পিডিএফ। সাম্প্রতিক সাধারণ জ্ঞান সহ থাকলে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এ আলোচনা করা বিসিএস প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, নিবন্ধন প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

Download Here

Current Affairs April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ [PDF]

Current Affairs April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ [PDF] বিস্তারিত


১. তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কী ?
ক) তথ্য ও বেতার মন্ত্রণালয়
খ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
গ) তথ্য ও যােগাযােগ প্রযুক্তি মন্ত্রণালয়
ঘ) ওপরের কোনােটিই নয়

২. তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয় কবে?
ক) ১৫ মার্চ ২০২১
খ) ১৭ মার্চ ২০২১
গ) ১৮ মার্চ ২০২১
ঘ) ২০ মার্চ ২০২১

৩. দুদকের বর্তমান চেয়ারম্যান কে?
ক) সাঈদ মাহবুব খান
খ) মােহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
গ) মাে. মােজাম্মেল হক খান
ঘ) মাে. জহুরুল হক

৪. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান মােট উড়ােজাহাজের সংখ্যা কতটি?
ক) ১৮টি
খ) ১৯ টি
গ) ২০টি
ঘ) ২১টি

৫. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে ৫ মার্চ ২০২১ সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি?
ক) ধ্রুবতারা
খ) আকাশতরী
গ) শ্বেতবলাকা
ঘ) ওপরের সবগুলাে

৬. ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ উদ্বোধন করা হয় কবে?
ক) ৫ মার্চ ২০২১
খ) ৯ মার্চ ২০২১
গ) ১২ মার্চ ২০২১
ঘ) ১৫ মার্চ ২০২১

৭. বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ এর দৈর্ঘ্য কত?
ক) ০.৯ কিমি
খ) ১.৯ কিমি
গ) ২.৯ কিমি
ঘ) ৩.৯ কিমি

৮. ২৭ মার্চ ২০২১ উদ্বোধন করা হয় বাংলাদেশ-ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন?
ক) মিতালী এক্সপ্রেস
খ) মৈত্রী এক্সপ্রেস
গ) বন্ধন এক্সপ্রেস
ঘ) সমতা এক্সপ্রেস

৯. মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কী?
ক) বিজয় সড়ক
খ) স্বাধীনতা সড়ক
গ) বন্ধন সড়ক
ঘ) মৈত্রী সড়ক

১০. নিচের কোন গমের জাতটি ব্লাস্ট প্রতিরােধী?
ক) ডব্লিউএমআরআই গম-২
খ) ডব্লিউএমআরআই গম-৩
গ) বারি গম-৩৩
ঘ) ওপরের সবগুলাে

১১. নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেন কে?
ক) বিদ্যা দেবী ভান্ডারী
খ) রাম বরণ যাদব
গ) পুষ্প কমল দাহাল
ঘ) মাধব কুমার নেপাল

১২. দেশের অবকাঠামাে উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম কী?
ক) বাংলাদেশ অবকাঠামাে উন্নয়ন তহবিল
খ) জাতীয় অবকাঠামাে উন্নয়ন তহবিল
গ) বাংলাদেশ অবকাঠামাে অর্থায়ন তহবিল
ঘ) জাতীয় অবকাঠামো অর্থায়ন তহবিল

১৩. বাংলাদেশ অবকাঠামাে উন্নয়ন তহবিলের (BIDF) উদ্বোধন করা হয় কবে?
ক) ৫ মার্চ ২০২১
খ) ৮ মার্চ ২০২১
গ) ১০ মার্চ ২০২১
ঘ) ১৫ মার্চ ২০২১

১৪, ঢাকাই মসলিন ভৌগােলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করে কোন প্রতিষ্ঠান?
ক) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (BSCIC)
খ) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
গ) বাংলাদেশ তাঁত বাের্ড (BHB)
ঘ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)

১৫. ১৪ মার্চ ২০২১ তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে নিজেদের দূতাবাস চালু করে কোন দেশ?
ক) বাহরাইন
খ) সুদান
গ) কসােভাে
ঘ) সংযুক্ত আরব আমিরাত

১৬. ১৯ মার্চ ২০২১ মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ?
ক) দক্ষিণ কোরিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) উত্তর কোরিয়া
ঘ)

১৭. তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক) আমাল ইয়াহহিয়া
খ) তামাদের বিনতে রামাহ
গ) সামিয়া সুলুহু হাসান
ঘ) সাদিয়া বেসিসাে

১৮. বিশ্বের কোন দেশের নিম বা এককক্ষ বিশিষ্ট পার্লামেন্টে নারী সংসদ সদস্যের হার সর্বাধিক?
ক) রুয়ান্ডা
খ) কিউবা
গ) সংযুক্ত আরব আমিরাত
ঘ) নিকারাগুয়া

১৯. আন্তর্জাতিক দানাদার শস্য (Millets) বর্ষ কোন সাল?
ক) ২০২২ সাল
খ) ২০২৩ সাল
গ) ২০২৪ সাল
ঘ) ২০২৫ সাল

২০. ১৯ মার্চ ২০২১ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। নাসার প্রধান হিসেবে নিয়ােগ পান কে?
ক) জন অসফ
খ) রাফায়েল ওয়ারন
গ) বিল নেলসন
ঘ) বার্নি স্যান্ডারস

২১. ২৪ ফেব্রুয়ারি ২০২১ কোভ্যাক্সের উদ্যোগে প্রথম টিকা পায় কোন দেশ?
ক) ভানুয়াতু
খ) দক্ষিণ সুদান
গ) আফগানিস্তান
ঘ) ঘানা

২২. ২২ মার্চ ২০২১ পর্যন্ত বিশ্বে কতটি করােনা ভ্যাকসিনের প্রয়ােগ হয়?
ক) ১০ টি
খ) ১১ টি
গ) ১২ টি
ঘ) ৯ টি

২৩. ১১ মার্চ ২০২১ আন্তর্জাতিক অপরাধ আদালতের (C) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) সিলভিয়া ফার্নান্দেজ ডি গুর মেন্ডি
খ) ফাতু বেনসৌদা
গ) আবদুল কাবি আহমেদ ইউসুফ
ঘ) পিওতর হােফমা স্কি

২৪. ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (iPU) বর্তমান প্রেসিডেন্ট কে?
ক) মাটিন চুংগং
খ) আমাল ইয়াহহিয়া
গ) গ্যাব্রিয়েলা কিউস ব্যারন
ঘ) দুয়ার্তে পাচেকো

২৫. আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (IVI) প্রতিষ্ঠা করা হয় কবে?
ক) ৯ অক্টোবর ১৯৯৫
খ) ৯ অক্টোবর ১৯৯৬
গ) ৯ অক্টোবর ১৯৯৭
ঘ) ৯ অক্টোবর ১৯৯৮

২৬. আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (IVI) সদর দশর কোথায়?
ক) প্যারিস, ফ্রান্স
খ) বেইজিং, চীন
গ) লন্ডন, যুক্তরাজ্য
ঘ) সিউল, দক্ষিণ কোরিয়া

২৭. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে
ক) সেপ্টেম্বর ২০২১
খ) অক্টোবর ২০২১
গ) নভেম্বর ২০২১ ৪
ঘ) ডিসেম্বর ২০২১

২৮. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) আবুজা, নাইজেরিয়া
খ) জেনেভা, সুইজারল্যান্ড
গ) ব্রাসিলিয়া, ব্রাজিল
ঘ) হ্যানয়, ভিয়েতনাম

২৯, ষােড়শ G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ২৯-৩০ সেপ্টেম্বর ২০২১
খ) ৩০-৩১ অক্টোবর ২০২১
গ) ২৯-৩০ নভেম্বর ২০২১
ঘ) ৩০-৩১ ডিসেম্বর ২০২১

৩০. ষােড়শ G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) রােম, ইতালি
খ) ওসাকা, জাপান
গ) ব্রাসিলিয়া, ব্রাজিল
ঘ) সিউল, দক্ষিণ কোরিয়া

৩১, ৪৭তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে।
ক) ১১-১৩ মে ২০২১
খ) ১১-১৩ জুন ২০২১
গ) ৩০-৩১ জুলাই ২০২১
ঘ) ৩০-৩১ আগস্ট ২০২১

৩২, ৪৭ তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে।
ক) রোম, ইতালি
খ) টোকিও, জাপান
গ) কাৰ্বিস বে, যুক্তরাজ্য
ঘ) বন, জার্মানি

৩৩, বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) ফ্রান্স
ঘ) জার্মানি

৩৪, বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) সৌদি আরব
খ) ভারত
গ) মিসর
ঘ) অস্ট্রেলিয়া

৩৫. বৈশ্বিক অস্ত্র ক্রয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) দ্বিতীয়
খ) দশম
গ) ২২তম
ঘ) ২৫তম

৩৬. বায়ু দূষণে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) মঙ্গোলিয়া

৩৭. বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি ?
ক) দিল্লি, ভারত
খ) ঢাকা, বাংলাদেশ
গ) উলানবাটোর, মঙ্গোলিয়া
ঘ) কাবুল, আফগানিস্তান

৩৮. বাংলাদেশ সর্বাধিক অস্ত্র ক্রয় করে কোন দেশ থেকে?
ক) ফ্রান্স
খ) জার্মানি
গ) চীন
ঘ) যুক্তরাজ্য

৩৯. বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

৪০. ১৯ ফেব্রুয়ারি ২০২১ কোন দেশ ১৭০তম দেশ হিসেবে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) অনুমােদন করে?
ক) পাকিস্তান
খ) ভারত
গ) কমােরােস
ঘ) ইসরাইল

৪১. বাংলাদেশ কবে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (IVI) প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থন করে?
ক) ২১ ফেব্রুয়ারি ২০২১
খ) ২২ ফেব্রুয়ারি ২০২১
গ) ২৩ ফেব্রুয়ারি ২০২১
ঘ) ২৪ ফেব্রুয়ারি ২০২১

৪২. বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’র ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কী?
ক) New China as I Saw 1952
খ) The New China as I Saw
গ) NEW CHINA 1952
ঘ) Amar Dekha Naya Chin

৪৩. NEW CHINA 1952 গ্রন্থটির অনুবাদক কে?
ক) অধ্যাপক ফকরুল আলম
খ) অধ্যাপক মােঃ আহসানুল হক
গ) অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
ঘ) অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

৪৪. ত্রিপুরা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
ক) লামপ্রেরা
খ) ককবরক
গ) তাক্রিদি
ঘ) মর থেংগারি

৪৫. রাজনৈতিক থ্রিলারধর্মী উপন্যাস State of Terror-এর লেখক কে?
ক) হিলারি ক্লিনটন ও লুইস পেনি
খ) বিল ও হিলারি ক্লিনটন
গ) বারাক ও মিশেল ওবামা
ঘ) বারাক ওবামা ও লুইস পেনি

৪৬. My Father, My Bangladesh গ্রন্থের রচয়িতা কে?
ক) শেখ হাসিনা
খ) অধ্যাপক ফকরুল আলম
গ) অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
ঘ) অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

৪৭. ‘সুলিঙ্গ’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক) বদরুল আনাম সৌদ
খ) মাসুদ পথিক
গ) তৌকীর আহমেদ
ঘ) নাসিরউদ্দীন ইউসুফ

৪৮.৩ মার্চ ২০২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪তম হ্যাট্রক করেন
ক) লাসিথ মালিঙ্গা
খ) আকিলা ধনঞ্জয়া
গ) কাইরন পােলার্ড
ঘ) রশিদ খান

৪৯. ৩ মার্চ ২০২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কা মারার কীর্তি গড়েন কে?
ক) ক্রিস গেইল
খ) বিরাট কোহলি
গ) কাইরন পােলার্ড
ঘ) রশিদ খান

৫০. নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হবে?
ক) ১-১০ এপ্রিল ২০২১
খ) ১-১০ মে ২০২১
গ) ১-১০ জুন ২০২১
ঘ) ১-১০ জুলাই ২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !