Current Affairs December 2020 Pdf কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০

Preparation BD
By -
0

Current Affairs December 2020 PDF কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ এর পিডিএফ পেতে আপনারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।

Current Affairs December 2020 [PDF] কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০

Current Affairs December 2020 PDF কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ এক নজরে পড়ে নিন

১. দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নাম কী?
ক) মাতারবাড়ি সমুদ্রবন্দর
খ) সােনাদিয়া সমুদ্রবন্দর
গ) পাথরঘাটা সমুদ্রবন্দর
ঘ) হতিয়া সমুদ্রবন্দর

২. দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায়?
ক) কলাপাড়া, পটুয়াখালী
খ) টেকনাফ, কক্সবাজার
গ) হাতিয়া, নােয়াখালী
ঘ) মহেশখালী, কক্সবাজার

৩. কোন দেশের অর্থায়নে মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।
ক) চীন
খ) জাপান
গ) ভারত
ঘ) দক্ষিণ কোরিয়া

৪. ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম কী?
ক) ওমর ফারুক ও আবু উবাইদহ
খ) পদ্ম ও পলাশ
গ) দর্শক ও তল্লাশি
ঘ) সন্ধানী ও প্রত্যাশা

৫. ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা যুদ্ধজাহাজের নাম কী?
ক) ওমর ফারুক
খ) আবু উবাইদাহ
গ) প্রত্যাশা
ঘ) ওপরের সবকটি

৬. বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য ‘মুক্তির ডাক’ কোথায় অবস্থিত?
ক) গােপালগঞ্জ
খ) নরসিংদী
গ) ফরিদপুর
ঘ) ঢাকা

৭. ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন ২০২০’ কার্যকর হয় কবে?
ক) ১ নভেম্বর ২০২০
খ) ৫ নভেম্বর ২০২০
গ) ৮ নভেম্বর ২০২০
ঘ) ১০ নভেম্বর ২০২০

৮. ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশােরগঞ্জ আইন ২০২০’ কার্যকর হবে কবে?
ক) ১৫ ডিসেম্বর ২০২০
খ) ১৭ ডিসেম্বর ২০২০
গ) ১৯ ডিসেম্বর ২০২০
ঘ) ২১ ডিসেম্বর ২০১০

৯. বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (ডেপুটি CAG) কে?
ক) নাজনীন সুলতানা
খ) মাহফুজা খানম
গ) মনােয়ারা হাবীব
ঘ) ড. শিরীণ আখতার

১০. বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় IPO (Initial Public Offering) কোন প্রতিষ্ঠানের?
ক) রবি আজিয়াটা লিমিটেড
খ) টেলিটক বাংলাদেশ লিমিটেড
গ) বাংলালিংক
ঘ) গ্রামীণফোন

১১. দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়?
ক) রংপুর
খ) যশাের
গ) পটুয়াখালী
ঘ) ওপরের সবগুলাে

১২. ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে?
ক) Rio de Janeiro State University
খ) University of Brasilia
গ) University of Sao Paulo
ঘ) Federal University of Rio de Janeiro

১৩. শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে কোথায়?
ক) বরিশাল
খ) রংপুর
গ) গােপালগঞ্জ
ঘ) জামালপুর

১৪. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক) ১৬.১৫ কোটি
খ) ১৬.৬৫ কোটি
গ) ১৬.৪৫ কোটি
ঘ) ১৪.১৫ কোটি

১৫. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.১৭%
খ) ১.২৭%
গ) ১.৩৭%
ঘ) ১.৪৭%

১৬. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?
ক) ১,১২৫ জন
খ) ১,১৩৫ জন
গ) ১,১৪৫ জন
ঘ) ১,১৫৫ জন

১৭. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
ক) ৭১.১ বছর
খ) ৭২.৬ বছর
গ) ৭৩.৩ বছর
ঘ) ৭৪.২ বছর

১৮. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের দরিদ্র্যের হার কত?
ক) ২০.৫%
খ) ২১.৫%
গ) ২২.৫%
গ) ২৩.৫%

১৯. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের চরম দরিত্র্যের হার কত?
ক) ৮.৫%
খ) ৯.৫%
গ) ১০.৫%
ঘ) ১১.৫%

২০. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার (৭+) হার কত?
ক) ৭২.৪%
খ) ৭৩.৪%
গ) ৭৪.৪%
ঘ) ৭৫.৫%

২১. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) বর্তমান চেয়ারম্যান কে?
ক) গ্রেগ বার্কলে
খ) শশাঙ্ক মনােহর
গ) ইমরান খাজা
ঘ) জহির আব্বাস

২২. আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক) ৬ নভেম্বর ২০২০
খ) ৭ নভেম্বর ২০২০
গ) ৮ নভেম্বর ২০২০
ঘ) ৯ নভেম্বর ২০২০

২৩. কলিন্স ডিকশনারির ২০২০ সালের সেরা অল্প কোনটি?
ক) Solcial Distance
খ) Self-isolation
গ) Coronavirus
ঘ) Lockdown

২৪. মার্কিন সুপ্রিমকোর্টে প্রথম নারী বিচারপতি কে?
ক) সান্দ্রা ডে ও’কনাের
খ) রুথ বেড়ার গিন্সবার্গ
গ) অ্যামি কোনি ব্যারেট
ঘ) জিল বাইডেন

২৫. ভারতের জম্মু ও কাশ্মীরে নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয় কবে?
ক) ২৪ অক্টোবর ২০২০
খ) ২৫ অক্টোবর ২০২০
গ) ২৬ অক্টোবর ২০২০
ঘ) ২৭ অক্টোবর ২০২০

২৬. বাহরাইনের দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক) সালমান বিন হামাদ আল খলিফা
খ) হামাদ বিন ইসা আল খলিফা
গ) ঈসা বিন সালমান আল খলিফা
ঘ) খলিফা বিন সালমান আল খলিফা

২৭. পেরুর নতুন প্রেসিডেন্ট কে?
ক) ম্যানুয়েল মেরিনাে
খ) মার্টিন ভিজকারা
গ) ফ্রান্সিসকো সাগান্তি
ঘ) ওয়াল্টার মার্তোস

২৮. ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
ক) ৩ নভেম্বর ২০২০
খ) ৪ নভেম্বর ২০২০
গ) ৫ নভেম্বর ২০২০
ঘ) ৬ নভেম্বর ২০২০

২৯. নির্বাচনে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট কে?
ক) ডােনাল্ড ট্রাম্প
খ) জো বাইডেন
গ) কমলা হ্যারিস
ঘ) মাইক পম্পেও

৩০. যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
ক) হিলারি ক্লিনটন
খ) মিশেল ওবামা
গ) কমলা হ্যারিস
ঘ) সারাহ পলিন।

৩১. নতুন মার্কিন ফার্স্ট লেডির নাম কী?
ক) রােজালিন
খ) ডল ম্যাডিসন
গ) কমলা হ্যারিস
ঘ) জিল বাইডেন

৩২. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে কবে?
ক) ১২ জানুয়ারি ২০২১
খ) ১৬ জানুয়ারি ২০২১
গ) ১৮ জানুয়ারি ২০২১
ঘ) ২২ জানুয়ারি ২০২১

৩৩. ২৪ অক্টোবর ২০২০ কোন দেশ ৫০তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে?
ক) হন্ডুরাস
খ) জ্যামাইকা
গ) নাউরু
ঘ) মাল্টা

৩৪. বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে কবে?
ক) ১৮ সেপ্টেম্বর ২০১৭
খ) ২০ সেপ্টেম্বর ২০১৭
গ) ২২ সেপ্টেম্বর ২০১৭
ঘ) ২৬ সেপ্টেম্বর ২০১৭

৩৫. বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে কবে?
ক) ১৪ সেপ্টেম্বর ২০১৯
খ) ২১ সেপ্টেম্বর ২০১৭
গ) ২৬ সেপ্টেম্বর ২০১৯
ঘ) ২৯ সেপ্টেম্বর ২০১৭

৩৬. ২০২০ সালের UNCTAD’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে জাহাজ রিসাইকেলে (পুনর্ব্যবহার উপযােগী করা) শীর্ষ দেশ কোনটি?
ক) বাংলাদেশ
খ) চীন
গ) ভারত
ঘ) পাকিস্তান

৩৭. ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
ক) তাঞ্জানিয়া
খ) ইথিওপিয়া
গ) নাইজেরিয়া
ঘ) ভারত

৩৮. ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, হতদরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান কত?
ক) চতুর্থ
খ) পঞ্চম
গ) ষষ্ঠ
ঘ) সপ্তম

৩৯. ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) চীন
গ) মেক্সিকো
ঘ) ব্রাজিল

৪০. ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) পঞ্চম
খ) ষষ্ঠ
গ) সপ্তম
ঘ) অষ্টম

৪১. ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) তৃতীয়
খ) চতুর্থ
গ) পঞ্চম
ঘ) ষষ্ঠ

৪২. সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

৪৩. আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) চতুর্থ
খ) পঞ্চম
গ) সপ্তম
ঘ) অষ্টম

৪৪. জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন (UNLDC-V) কবে অনুষ্ঠিত হবে?
ক) ২৩-২৭ জানুয়ারি ২০২২
খ) ২৩-২৭ ফেব্রুয়ারি ২০২২
গ) ২৩-২৭ এপ্রিল ২০২২
ঘ) ২৩-২৭ মে ২০২২

৪৫. জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) তেহরান, ইরান
খ) মালে, মালদ্বীপ
গ) ঢাকা, বাংলাদেশ
ঘ) দোহা, কাতার।

৪৬. জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন (UNLDC) কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
ক) ৩ বছর
খ) ৫ বছর
গ) ১০ বছর
ঘ) ১৫ বছর

৪৭. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘একজন মহান পিতা’ এর পরিচালক কে?
ক) শাহ আলম কিরণ
খ) সােহেল আরমান।
গ) মােরশেদুল ইসলাম
ঘ) মির্জা সাখাওয়াত হােসেন।

86. Chronicles of the Happiest People on Earth উপন্যাসের লেখক কে?
ক) কাজুও ইশিগুরাে (জাপান)
খ) ওলে সােয়েঙ্কা (নাইজেরিয়া)
গ) ওলগা তােকারচুক (পােল্যান্ড)
ঘ) এলিস মুনরাে (কানাডা)

৪৯. ২০২০ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
ক) জোখা আলহারথি (ওমান)
খ) ম্যারিকি লুকাস রিজনেভেল্ড (নেদারল্যান্ডস)
গ) ডগলাস স্টুয়ার্ট (স্কটিশ-আমেরিকান)
ঘ) হুয়ান গ্যাব্রিয়েল ভাসকুয়েস (কলম্বিয়া)

৫০. ডগলাস স্টুয়ার্ট কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন?
ক) Calf’s Caul
খ) The Discomfort of Evering
গ) Phantom Mare
ঘ) Shuggie Bain
 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !