বিসিএস প্রস্তুতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। আসা করি এই লেখাটি বিসিএস পরীক্ষার্থীদের অনেক উপকারে আসবে। বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে এই লেখাটির পিডিএফ ফাইলও দেওয়া হলো। বিসিএস প্রস্তুতি ছাড়াও এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের উপকারে আসবে। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তারা পোস্টটি পড়ুন এবং আপনার সহপাঠি যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে শেয়ার করুন।
পিডিএফ ডাউনলোড লিঙ্ক
বিসিএস প্রস্তুতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : মিয়ানমারের সবচেয়ে বড় শহরের নাম কী?
উত্তর : ইয়াঙ্গুন।
প্রশ্ন : ‘এইচঅ্যান্ডএম’ কোন দেশভিত্তিক ব্র্যান্ড?
উত্তর : সুইডেন
প্রশ্ন : ইন্দোনেশিয়ার বালাদিকা ওপেনে বাংলাদেশের হয়ে রুপা জিতেছেন কে?
উত্তর : শাকিল আহমেদ ।
প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কোন বাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘােষণা করেছেন?
উত্তর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রশ্ন : সম্প্রতি বিজিবিতে কোন মডেলের দুটি হেলিকপ্টর সংযােজিত হয়েছে?
উত্তর : এমআই-১৭১ ।
প্রশ্ন : সম্প্রতি বিজিবিতে সংযােজিত দুটি এমআই-৭১ মডেলের হেলিকপ্টার দুটির কী নাম দেওয়া হয়েছে?
উত্তর : বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ
প্রশ্ন : বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘােষণা করা হয়েছে কবে?
উত্তর : ৮ নভেম্বর ২০২০ ।
প্রশ্ন : ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অরক্ষিত সীমান্ত কত কিলােমিটার?
উত্তর : ৫৩৯ কিলােমিটার
প্রশ্ন : BOP কী?
উত্তর : Border Observation Post
প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে সংসদের ইতিহাসে প্রথমবারের মতাে বিশেষ অধিবেশন শুরু হয় কবে?
উত্তর : ৮ নভেম্বর ২০২০
প্রশ্ন : প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘােষিত হওয়ার আগেই বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন কে?
উত্তর : ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা
প্রশ্ন : চীনের সঙ্গে জিটুজি (চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগ) পদ্ধতির আওতায় রেলে কয়টি প্রকল্প রয়েছে?
উত্তর : ৪টি
বিসিএস প্রস্তুতি নিয়ে আরো কিছু সাধারণ জ্ঞান
প্রশ্ন : বর্তমানে ভূমি নিবন্ধনের কাজটি হয় কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : আইন মন্ত্রণালয়।
প্রশ্ন : বর্তমানে ভূমি নামজারির কাজটি হয় কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : ভূমি মন্ত্রণালয়।
প্রশ্ন : সফটওয়ারে জমি নিবন্ধন ও নামজারির কার্যক্রম শুরু হয় প্রথম কয়টি উপজেলায়?
উত্তর : ১৭টি
প্রশ্ন : বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে সংসদে সাধারণ প্রস্তাব উত্থাপন করেন কে?
উত্তর : সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রশ্ন : প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কার্যকর হয় কবে?
উত্তর : ২০২০ সালের ৪ নভেম্বর
প্রশ্ন : সরকার জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয় কত সালে?
উত্তর : ১৯৭৮ সালে।
প্রশ্ন : বাড়তি আমিষযুক্ত উচ্চফলনশীল সুগন্ধি ধানের নতুন জাত কোনটি (অপশনসাপেক্ষ)?
উত্তর : ব্রি-৯০
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের পরবর্তী ফার্স্ট লেডি হতে যাচ্ছেন কে?
উত্তর : ড. জিল বাইডেন।
প্রশ্ন : জিল বাইডেন কত সালে, কোথায় জন্মগ্রহণ করেন এবং তার পেশা কী?
উত্তর : ১৯৫১ সালে, ফিলাডেলফিয়ায় এবং পেশায় শিক্ষক
প্রশ্ন : জাপানের সম্রাটের উত্তরাধিকারী হিসেবে কার নাম ঘােষণা করা হয়েছে?
উত্তর : প্রিন্স আকিশিনাে
প্রশ্ন : ‘আপনি পার্টির সাথে কোন অঞ্চলের সংশ্লিষ্টতা রয়েছে ?
উত্তর : জম্মু-কাশ্মীর ।
প্রশ্ন : জম্মু-কাশ্মীরে গঠিত বিরােধী জোটের নাম কী?
উত্তর : পিএজিডি (পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন)
প্রশ্ন : চুক্তি ছাড়া ইইউ ত্যাগ করলে কোন সংস্থার নিয়মানুসারে ইউরােপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চলবে?
উত্তর : বিশ্ব বাণিজ্য সংস্থা ।
প্রশ্ন : নতুন অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি কত শতাংশ?
উত্তর : ৪৩%
প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর : রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)
প্রশ্ন : সম্প্রতি কোন নদী দিয়ে বাংলাদেশের সাথে আসামের নৌ-বাণিজ্য শুরু হয়েছে?
উত্তর : কুশিয়ারা (এমভি প্রিমিয়ার-৬ জাহাজে করে পণ্য যায়)।
প্রশ্ন : বাংলাদেশ থেকে আসামের কোন এলাকায় প্রথম পণ্যবাহী জাহাজের চালান পৌছায়?
উত্তর : করিমগঞ্জে (আর ভারত থেকে চালান আসে সিলেটের জকিগঞ্জে) ।
প্রশ্ন : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে?
উত্তর : ১০ নভেম্বর ২০০০ (বিপক্ষ দল: ভারত)
প্রশ্ন : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান কার?
উত্তর : মুশফিকুর রহিম।
আরো কিছু সাধারণ জ্ঞান বিসিএস প্রস্তুতি এর জন্য পড়ুন
প্রশ্ন : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট কার?
উত্তর : সাকিব আল হাসান।
প্রশ্ন : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে?
উত্তর : মােহাম্মদ আশরাফুল
প্রশ্ন : টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেন কোন বাংলাদেশী ক্রিকেটার?
উত্তর : সােহাগ গাজী।
প্রশ্ন : টেস্টে অভিষেকে দশে নেমে সর্বোচ্চ রান?
উত্তর : আবুল হাসানের
প্রশ্ন : বিশেষ সংখ্যার সংশােধনী: মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর নভেম্বর মাসের প্রথম উত্তর : সােমবারের পরের মঙ্গলবার।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত কতজন প্রেসিডেন্ট অভিসংশিত হয়েছেন?
উত্তর : তিন জন (সর্বশেষ ডােনাল্ড ট্রাম্প)
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিসংশিত হয়ে ক্ষমতা থেকে সরে গিয়েছিলেন?
উত্তর : রিচার্ড নিক্সন ।
প্রশ্ন : করােনা মহামারী মােকাবিলায় জনগণের জীবিকার সুরক্ষায় জিডিপির কত শতাংশ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে?
উত্তর : ৪.৩%।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলাে কত সালে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’ গঠন করে?
উত্তর : ২০০৯ সালে ।
প্রশ্ন : ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সদস্য সংখ্যা কয়টি?
উত্তর : ৪৮টি
প্রশ্ন : বাংলাদেশ এ পর্যন্ত কতবার সিভিএফের সভাপতি নির্বাচিত হয়েছে?
উত্তর : দুই বার
প্রশ্ন : সিভিএফের ২০২০-২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ
প্রশ্ন : বাংলাদেশ প্রথমবার সিবিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিল কবে?
উত্তর : ২০১১-১৩ সাল পর্যন্ত
প্রশ্ন : গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) বর্তমান সভাপতি কে?
উত্তর : বান কি মুন
প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হেনেছিল কবে?
উত্তর : ২৯ নভেম্বর ২০১৯
প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘আম্পান’ আঘাত হেনেছিল কবে?
উত্তর : ২০ মে ২০২০
প্রশ্ন : নৃতাত্ত্বিক জনগােষ্ঠীদের ভাষায় ‘মানুষ’ শব্দের কয়েকটি সমার্থক শব্দ নিচে জেনে নেই
উত্তর : ম্রো, মান্দি, হড়, লাই, লাইমি (এ সবকটির অর্থ ‘মানুষ’) ।
প্রশ্ন : সম্প্রতি অভিসংশিত হয়েছে পেরুর প্রেসিডেন্ট
উত্তর : মার্টিন ভিজকারা
প্রশ্ন : ‘আনভিসা’ কোন দেশের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার নাম?
উত্তর : ব্রাজিল
বিসিএস প্রস্তুতি এর জন্য যে প্রশ্নোত্তর গুলো আপনার পড়া উচিত
প্রশ্ন : মার্কিন অ্যাটর্নি জেনারেলের নাম কি?
উত্তর : উইলিয়াম বার
প্রশ্ন : এ পর্যন্ত কয়টি দেশ ও অঞ্চলে করােনাভাইরাসের মহামারী ছড়িয়েছে?
উত্তর : ২১৮টি
প্রশ্ন : কলিনস ডিকশনারির বর্ষসেরা’ শব্দ নির্বাচিত কোনটি?
উত্তর : লকডাউন
প্রশ্ন : ‘ফোরল’ শব্দের অর্থ কি?
উত্তর : ছুটিতে থাকার অনুমতি
প্রশ্ন : করােনাকালে পােশাক রপ্তানি সবচেয়ে কমে যায় কোন মাসে?
উত্তর : এপ্রিল মাসে
প্রশ্ন : বিশ্ব নিউমােনিয়া দিবস কবে?
উত্তর : ১২ নভেম্বর
প্রশ্ন : ‘রক্তে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্রের নাম কি?
উত্তর : পালস অক্সিমিটার ।
প্রশ্ন : বর্তমানে দেশে প্রতি হাজারে কত জন শিশু নিউমােনিয়ায় মারা যায়?
উত্তর : ৮ জন ।
প্রশ্ন : বর্তমানে বিশ্বে প্রতিবছর কত জন শিশু নিউমােনিয়ায় মারা যায়?
উত্তর : ৮ লাখ
প্রশ্ন : ওমানের রাজধানীর নাম কি?
উত্তর : মাসকাট
প্রশ্ন : টি-টোয়েন্টিতে বিভিন্ন দলের হয়ে সবচেয়ে বেশি শিরােপা জিতেছেন কে?
উত্তর : কাইরন পােলার্ড (১৫)
প্রশ্ন : ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
উত্তর : সােহরাওয়ার্দী উদ্যানে
প্রশ্ন : ‘অপেরা হাউস’ কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়ার সিডনিতে
প্রশ্ন : স্বাধীনতা স্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছিল কবে?
উত্তর : ১৯৯৮ সালের ২৯ জুন
প্রশ্ন : টি-টোয়েন্টি ক্রিকেট র্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডার কে?
উত্তর : মােহাম্মদ নবী
প্রশ্ন : টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার শীর্ষে কে?
উত্তর : লিটন দাস (২১তম) ।
প্রশ্ন : টি-টোয়েন্টি র্যাংকিয়ে বােলিংয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষে কে?
উত্তর : সাকিব আল হাসান (২০তম)
প্রশ্ন : জো বাইডেন তার ‘চিফ অফ স্টাফ’ হিসেবে কাকে বেছে নিয়েছেন?
উত্তর : রন ক্লেইনকে
প্রশ্ন : দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের কার্যালয়ের নাম কি?
উত্তর : ব্লু হাউস
প্রশ্ন : নতুন অনুমােদন পাওয়া ব্যাংকের নাম কি?
উত্তর : বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
প্রশ্ন : জাল নিরীক্ষা প্রতিবেদন ঠেকাতে আইসিএবি নতুন কোন সফটওয়্যার চালু করেছে?
উত্তর : ডিভিএস
বিসিএস প্রস্তুতি এর জন্য আরো প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : DVS-এর পূর্ণরূপ কী?
উত্তর : Document Verification System
প্রশ্ন : EFD-এর পূর্ণরূপ কী?
উত্তর : Electronic Fiscal Device
প্রশ্ন : বর্তমানে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ কততম?
উত্তর : ১৮৭তম
প্রশ্ন : করােনাকালীন সময়ে বাংলাদেশ প্রথম ফুটবল ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে?
উত্তর : নেপাল।
প্রশ্ন : সরকার নগদ আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করে কবে?
উত্তর : ১৪ মে ২০২০
প্রশ্ন : উপমহাদেশে চা চাষের শুরু কাদের হাতে?
উত্তর : ব্রিটিশদের
প্রশ্ন : বর্তমানে দেশীয় কোম্পানিগুলাের হাতে কত শতাংশ চা উৎপাদিত হচ্ছে?
উত্তর : ৮১%।
প্রশ্ন : বাংলাদেশের কোন কিশাের ‘শিশুদের নােবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে?
উত্তর : সাদাত রহমান
প্রশ্ন : এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে কত জন?
উত্তর : তিন জন [সাদাত রহমান (বাংলাদেশ), ইভান্না ওরতেজা সেরেট (মেক্সিকো), সিয়েনা ক্যাস্টেলন (আয়ারল্যান্ড)]
প্রশ্ন : আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার চালু হয় কত সালে?
উত্তর : ২০০৫ সালে
প্রশ্ন : আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার চালু করে কোন সংগঠন?
উত্তর : কিডস-রাইটস
প্রশ্ন : ‘এ প্রমিসড ল্যান্ড’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা
প্রশ্ন : মিয়ানমারে সরকার গঠনের জন্য কতটি আসন প্রয়ােজন?
উত্তর : ৩২২টি
প্রশ্ন : জীবদেহের সঙ্গে সমাজের তুলনা করেন কে?
উত্তর : হার্বার্ট স্পেনসার
প্রশ্ন : সমাজবিজ্ঞানকে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান বলেছেন কে?
উত্তর : এমিল ডুর্খেইম
প্রশ্ন : সমাজবিজ্ঞানী ভিকোর মতে, সমাজ বিকাশের প্রথম স্তর কোনটি?
উত্তর : দেবতাদের যুগ
প্রশ্ন : ‘The German Ideology’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : কাল মার্ক্স
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ড্রোন কারখানা কোনটি?
উত্তর : চীনের ডিজেআই
প্রশ্ন : এ পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল করােনায় আক্রান্ত হয়েছে?
উত্তর : ২১৯টি
প্রশ্ন : ফিচ রেটিংস-এর মতে, জিডিপির কত শতাংশ যােগান দেয় তৈরি পােশাক খাত?
উত্তর : ৮.৫%।
প্রশ্ন : ‘তিস্তা সেতুর দৈর্ঘ্য কত হবে?
উত্তর : ২১.৪৯ কিলােমিটার
প্রশ্ন : সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ আছে?
উত্তর : ৩৯ নং অনুচ্ছেদে
প্রশ্ন : ২০২০ সালে ‘জি-২০’ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : সৌদি আরব
প্রশ্ন : জিডিপির তুলনায় কর আহরণে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশ কততম?
উত্তর : সপ্তম।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ায় জিডিপির আকারের তুলনায় করের অনুপাত সবচেয়ে বেশি কোন দেশে?
উত্তর : নেপালে [জিডিপির ২১ শতাংশ আসে কর থেকে]
প্রশ্ন : দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম কর-জিডিপি অনুপাত কোন দেশে?
উত্তর : আফগানিস্তানে
প্রশ্ন : জনসংখ্যার অনুপাতে বাংলাদেশের কত শতাংশ মানুষ আয়কর দেন?
উত্তর : ১.১% (২০-২২ লাখ)
বিসিএস প্রস্তুতি নিয়ে ভয় নয় প্রস্তুত করুন নিজেকে
প্রশ্ন : ভারতের কত শতাংশ মানুষ আয়কর দিয়ে থাকেন?
উত্তর : ১.৫% (১ কোটি ৪৬ লাখ)
প্রশ্ন : জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কর দেন কোন দেশের নাগরিকেরা?
উত্তর : ভুটান (১১% মানুষ আয়কর দেন)।
প্রশ্ন : বাংলাদেশে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা কত টাকা?
উত্তর : ৩ লাখ টাকা
প্রশ্ন : দেশে মানসিক স্বাস্থ্য সেবায় সরকারি বিশেষায়িত হাসপাতাল আছে কয়টি?
উত্তর : ২টি [ঢাকা ও পাবনায়] ।
প্রশ্ন : ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন মােট কতটি ইলেক্টোরাল ভােট পেয়েছেন?
উত্তর : ৩০৬টি
প্রশ্ন : জো বাইডেন সর্বশেষ কোন অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন?
উত্তর : জর্জিয়ায়
প্রশ্ন : বাইডেন এবারের নির্বাচনে প্রদত্ত ভােটের কত শতাংশ পেয়েছেন?
উত্তর : ৫০.৮%