Primary Assistant Teacher Exam Preparation Bangladesh Affairs 1st Part

Preparation BD
By -
0

Primary Assistant Teacher Exam Preparation Bangladesh Affairs 1st Part প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

প্রশ্ন : বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৭৮ সালে।

প্রশ্ন : দেশের বাইরে দ্বিতীয় শহিদ মিনার নির্মিত হয়
উত্তর : কানাডায়।

প্রশ্ন : একুশের প্রথম গান “ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না” এর রচয়িতা
উত্তর : ভাষা সৈনিক আ ন ম গাজীউল হক।

প্রশ্ন : পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয়
উত্তর : ২৫ মার্চ ১৯৬৯।

প্রশ্ন : ছাত্র সংগ্রাম পরিষদ’ পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরােধ দিবস’ পালন করে
উত্তর : ২৩ মার্চ ১৯৭১।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে
উত্তর : চট্টগ্রামে।

প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বনভূমি
উত্তর : পার্বত্য চট্টগ্রামের বনভূমি।

প্রশ্ন : বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি
উত্তর : সুন্দরবন।

প্রশ্ন : অশােক, সুলতানা, মােহিনী, বিশাল ইত্যাদি নামগুলাে
উত্তর : উচ্চ ফলনশীল তরমুজের জাত।

ভিডিও দেখতে ক্লিক করুন

প্রশ্ন : জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে
উত্তর : বাগেরহাট জেলায়।

প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম
উত্তর : পাসিংপাড়া।

প্রশ্ন : বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয়
উত্তর : ১৯৮০ সালে।

প্রশ্ন : মগ ক্ষুদ্র নৃ-গােষ্ঠী পাহাড়ি এলাকায় পরিচিত
উত্তর : মারমা নামে।

প্রশ্ন : জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৭৭ সালে।

প্রশ্ন : বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়
উত্তর : ১৯৯১ সালে।

প্রশ্ন : ২০২০-২১ সালের বাজেট অনুযায়ী ব্যক্তি কর দাতার ক্ষেত্রে করমুক্ত আয়
উত্তর : ৩ লাখ টাকা।

প্রশ্ন : বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি
উত্তর : কুড়িগ্রাম জেলায়।

প্রশ্ন : বাংলাদেশের জনগণের বর্তমান মাথাপিছু আয়
উত্তর : ২০১৪ মার্কিন ডলার (তথ্যসূত্র: বিবিএস)।

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি অবস্থিত
উত্তর : রাঙামাটির চন্দ্রঘােনায়।

প্রশ্ন : বাংলাদেশ সবচেয়ে বেশি পােশাক রপ্তানি করে
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন : তৈরি পোশাক রপ্তানিতে কোটা প্রথা প্রচলিত ছিল
উত্তর : ৩১ ডিসেম্বর ২০০৪ পর্যন্ত।

প্রশ্ন : বাংলাদেশে চালু একমাত্র বিদেশি বিমা কোম্পানির নাম
উত্তর : মেটলাইফ।

প্রশ্ন : বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশােধনীর বিপক্ষে ভােট দেন
উত্তর : বঙ্গবীর কাদের সিদ্দিকী।

প্রশ্ন : সুপ্রিম কোর্ট হলাে একটি কোর্ট অব রেকর্ড উল্লেখ আছে
উত্তর : ১০৮নং অনুচ্ছেদে।

প্রশ্ন : বাংলাদেশ সংবিধান অনুসারে অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন
উত্তর : মহামান্য রাষ্ট্রপতি।

প্রশ্ন : সংবিধান দিবস পালিত হয়
উত্তর : ৪ নভেম্বর।

প্রশ্ন : বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ অধিকারী
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়
উত্তর : ৭ মার্চ ১৯৭৩।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়
উত্তর : ১৯৮৫ সালে।

প্রশ্ন : প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার’ বলা হয়
উত্তর : বিরােধী দলকে।

প্রশ্ন : সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলােকে বলা হয়
উত্তর : ট্রেজারি বেঞ্চ।

প্রশ্ন : বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক
উত্তর : রাষ্ট্রপতি।

প্রশ্ন : প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম
উত্তর : গণভবন।

প্রশ্ন : রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়ােগ দেন
উত্তর : ৯৫ (১) নং অনুচ্ছেদ বলে।

প্রশ্ন : ভূমধ্যসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ
উত্তর : ওসমান ও মধুমতি।

প্রশ্ন : বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে
উত্তর : ১৯৯৫ সালে।

প্রশ্ন : জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি
উত্তর : ইসমত জাহান।

প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মেয়াদকাল
উত্তর : ১৫ বছর।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !