প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বাংলা সাহিত্য [PDF]

Preparation BD
By -
0

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বাংলা সাহিত্য একসাথে নিচে দেওয়া হলো। প্রশ্নগুলো বিভিন্ন বিভিন্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আসা করি পিডিএফটি ডাউনলোড করে রাখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন নিচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নেওয়া যাক।প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বাংলা সাহিত্য [PDF]এরকম আরো পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পোস্টটি শেয়ার করে আপনার সহযোগীদের পড়ার সুযোগ করে দেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বাংলা সাহিত্য 

প্রশ্ন : ‘সােনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা
উত্তর : ফকির গরীবুল্লাহ।

প্রশ্ন : ‘গােরক্ষবিজয়’ কাব্য যে ধর্মমতের কাহিনি অবলম্বনে রচিত
উত্তর : নাথধর্ম।

প্রশ্ন : চর্যাপদের প্রথম পদটির রচয়িতা
উত্তর : লুইপা।

প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয়
উত্তর : ১৯০৯ সালে।

প্রশ্ন : বাংলা সাহিত্যে যে সময়কে চৈতন্যযুগ বলা হয়
উত্তর : ১৫০০-১৭০০ সাল।

প্রশ্ন : ‘মৈথিল কোকিল’ বলতে বােঝায়
উত্তর : মিথিলার কবি বিদ্যাপতিকে।

প্রশ্ন : চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযােগ্য চরিত্র হলাে
উত্তর : কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড় দত্ত।

প্রশ্ন : ‘মহাভারত’ প্রথম বাংলায় অনুবাদ করেন
উত্তর : কবীন্দ্র পরমেশ্বর।

প্রশ্ন : ‘সেকান্দরনামা’ গ্রন্থটির রচয়িতা
উত্তর : আলাওল।

প্রশ্ন : বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল
উত্তর : বিদ্বদ্বল্লভ।

প্রশ্ন : প্রাচীনযুগে কৃষিকাজের জন্য উপযােগী সাহিত্য
উত্তর : ডাক ও খনার বচন।

প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা
উত্তর : বঙ্গকামরূপী।

প্রশ্ন : শ্রীচৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয়
উত্তর : কড়চা।

প্রশ্ন : আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়
উত্তর : সপ্তদশ শতকে।

প্রশ্ন : বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র
উত্তর : শিখা পত্রিকা।

প্রশ্ন : বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথমগ্রন্থ
উত্তর : বীরবলের হালখাতা।

প্রশ্ন : পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তর : সঞ্জয় ভট্টাচার্য।

প্রশ্ন : আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ প্রকাশিত হয়
উত্তর : ১৯৮৭ সালে।

প্রশ্ন : আহসান হাবীবের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ
উত্তর : রাত্রিশেষ।

প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন
উত্তর : ১৮৪১ সালে।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়
উত্তর : ১৯১০ সালে।

প্রশ্ন : কাশবনের কন্যা’ গ্রন্থটির রচয়িতা
উত্তর : শামসুদ্দীন আবুল কালাম।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধগ্রন্থ
উত্তর : যুগবাণী।

প্রশ্ন : দীনবন্ধু মিত্রের সধবার একাদশী যে ধরনের রচনা
উত্তর : প্রহসন।

প্রশ্ন : বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়
উত্তর : প্যারীচাঁদ মিত্রকে।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর নারীকবি ভিক্টোরিয়া ওকাম্পােকে উৎসর্গ করেন
উত্তর : পূরবী কাব্যগ্রন্থটি।

প্রশ্ন : জসীমউদ্দীনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয়
উত্তর : কল্লোল পত্রিকায়।

প্রশ্ন : ‘নবকুমার’ যে উপন্যাসের চরিত্র
উত্তর : কপালকুণ্ডলা।

প্রশ্ন : পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

প্রশ্ন : ‘দত্তা’ উপন্যাসটির রচয়িতা
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন : ‘পাখি সব করে রব রাতি পােহাইল’ পঙক্তিটির রচয়িতা
উত্তর : মদনমােহন তর্কালঙ্কার।

প্রশ্ন : পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ রচিত মহাকাব্য
উত্তর : মহাশ্মশান ।

প্রশ্ন : ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রের পরিচালক
উত্তর : ঋত্বিক ঘটক।

প্রশ্ন : ‘তাসের দেশ’ নাটকটির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন
উত্তর : বসন্ত।

প্রশ্ন : ‘রাখি-বন্ধন’ কবিতার রচয়িতা
উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন : বাংলা গীতি কবিতার জনক
উত্তর : বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্ন : ‘ওরা কদম আলী’ নাটকের রচয়িতা
উত্তর : মামুনুর রশীদ।

প্রশ্ন : মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।

প্রশ্ন : অনুদিত গ্রন্থ নিঃসঙ্গতার একশ বছর’-এর মূল লেখক
উত্তর : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।

প্রশ্ন : ‘জীবন-প্রভাত’ যে ধরনের উপন্যাস
উত্তর : ঐতিহাসিক।

প্রশ্ন : ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ বইটির রচয়িতা
উত্তর : যতীন সরকার।

প্রশ্ন : ‘সাধনা’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন
উত্তর : সুধীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : ‘ভবিতব্যের বাণিজ্যতরী’ গ্রন্থের লেখক
উত্তর : হাসান হাফিজুর রহমান।

প্রশ্ন : যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান/ততদিন রবে কীর্তি তােমার শেখ মুজিবুর রহমান। এ অমর চরণ দুটি লিখেছেন
উত্তর : অন্নদাশঙ্কর রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !