প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ২য় পর্ব
Bengali literature for preparation of primary assistant teacher recruitment examination
প্রশ্ন : বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম
উত্তর : অনন্ত বড়ু।
প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড সংখ্যা
উত্তর : ১৩টি।
প্রশ্ন : শূন্যপূরাণে মিশ্রণ ঘটেছে
উত্তর : বৌদ্ধদের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের।
প্রশ্ন : আলাউদ্দিন হােসেন শাহ বিখ্যাত
উত্তর : বাংলা সাহিত্যে পৃষ্ঠপােষকতার জন্য।
প্রশ্ন : মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে উল্লেখযােগ্য ভূমিকা পালন করেছেন
উত্তর : শ্রীচৈতন্যদেব।
প্রশ্ন : বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন
উত্তর : চর্যাপদ।
প্রশ্ন : চর্যাপদ রচনা শুরু হয়
উত্তর : পাল শাসনামলে।
প্রশ্ন : রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন
উত্তর : হলায়ুধ মিশ্র।
প্রশ্ন : বাংলা সাহিত্যে ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত
উত্তর : মিথিলার কবি বিদ্যাপতি।
প্রশ্ন : ‘গীতগােবিন্দ’ রচিত
উত্তর : সংস্কৃত ভাষায়।
প্রশ্ন : বিজয় গুপ্তের কাব্যের নাম
উত্তর : পদ্মপুরাণ।
প্রশ্ন : মধ্যযুগের একমাত্র নারী কবি চন্দ্রাবতীর পিতার নাম
উত্তর : দ্বিজ বংশীদাস।
প্রশ্ন : মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি দিয়েছেন
উত্তর : রাজা রঘুনাথ রায়।
প্রশ্ন : ‘যেমন তাহার উজ্জ্বলতা তেমন তাহার কারুকার্য’ ভারতচন্দ্র সম্পর্কে উক্তিটি
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের।
প্রশ্ন : ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্য প্রথম মুদ্রিত করেন
উত্তর : গঙ্গাকিশাের ভট্টাচার্য।
প্রশ্ন : ধর্মমঙ্গল ধারার আদিকবি
উত্তর : ময়ূরভট্ট।
প্রশ্ন : ভুরসুট পরগনার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন
উত্তর : ভারতচন্দ্র রায়গুণাকর।
প্রশ্ন : ‘মনসা বিজয়’ কাব্যের রচয়িতা
উত্তর : বিপ্রদাস পিপিলাই।
প্রশ্ন : বাংলায় কৃত্তিবাসকে ‘রামায়ণ’ অনুবাদের অনুরােধ জানান
উত্তর : জালালউদ্দিন মুহম্মদ শাহ।
প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ
উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।
প্রশ্ন : জসীমউদদীনের ‘চলে মুসাফির’ গ্রন্থটি একটি
উত্তর : ভ্রমণকাহিনি।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়
উত্তর : বিজলী পত্রিকায়।
প্রশ্ন : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির রচয়িতা
উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ।
প্রশ্ন : রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস’ এই ত্রয়ী কাব্যের রচয়িতা
উত্তর : নবীনচন্দ্র সেন।
প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যটি মূলত
উত্তর : বীররসের কাব্য।
প্রশ্ন : ‘মিলির হাতে স্টেনগান’ গল্পগ্রন্থটির রচয়িতা
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।
প্রশ্ন : ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যটির রচয়িতা
উত্তর : বিষ্ণু দে।
প্রশ্ন : ‘চিরকুমার সভা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত
উত্তর : একটি প্রহসন।
প্রশ্ন : জন গলস ওয়ার্দির ‘The Silver Box’ অবলম্বনে মুনীর চৌধুরী অনুবাদ করেন
উত্তর : ‘রূপার কৌটা’ নাটক।
প্রশ্ন : ‘বেনের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী।
প্রশ্ন : ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির রচয়িতা
উত্তর : আব্দুল লতিফ।
প্রশ্ন : দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক ‘নীলদর্পণ’ প্রকাশ করেন
উত্তর : কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে।
প্রশ্ন : ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক
উত্তর : জহির রায়হান।
প্রশ্ন : বেগম রােকেয়া জন্মগ্রহণ করেন
উত্তর : ১৮৮০ সালে।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা
উত্তর : বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন।
প্রশ্ন : বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ
উত্তর : কৃপার শাস্ত্রের অর্থভেদ।
প্রশ্ন : শওকত ওসমান আদমজী পুরস্কার লাভ করেন
উত্তর : ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের জন্যে।
প্রশ্ন : ‘আজ রবিবার’ নাটকটির রচয়িতা
উত্তর : হুমায়ন আহমেদ।
প্রশ্ন : বাংলা কবিতায় মুক্তক ছন্দের প্রবর্তক
উত্তর : কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : ‘বখতিয়ারের ঘােড়া’ কাব্যগ্রন্থের লেখক
উত্তর : আল মাহমুদ।
প্রশ্ন : বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা
উত্তর : ছােটগল্প।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের ‘যৌবনের গান’ প্রবন্ধ মূলত
উত্তর : উদ্দীপনামূলক রচনা ।
প্রশ্ন : ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য
উত্তর : ব্রিটিশ ভারতের রাজনীতি।
প্রশ্ন : ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় প্রকাশ পেয়েছে
উত্তর : স্বদেশচেতনা।
প্রশ্ন : মীর মশাররফ হােসেনের জন্মস্থান
উত্তর : লাহিনীপাড়া, কুষ্টিয়া।
প্রশ্ন : ‘অপরাজিত’ উপন্যাসের লেখক
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : ‘চাঁদের অমাবস্যা’, ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাস দুটি মূলত
উত্তর : মনঃসমীক্ষণমূলক উপন্যাস।
প্রশ্ন : বেগম সুফিয়া কামালকে বলা হয়
উত্তর : জননী সাহসিকা।
প্রশ্ন : ‘পদ্মানদীর মাঝি’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়
উত্তর : পূর্বাশা পত্রিকায়।