Current Affairs November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

Preparation BD
By -
0

Current Affairs November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইনডেক্স ২০২০-এর জ্বালানি খাতের দ্রুত উন্নয়নে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ কততম?
উত্তর : চতুর্থ।

প্রশ্ন : চলতি ২০২০-২১ অর্থবছরের ১ম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) পাট ও পাটজাত পণ্য রপ্তানির পরিমাণ কত?
উত্তর : ৩০.৭৫ কোটি ডলার (২,৬১৪ কোটি টাকা); প্রবৃদ্ধি ৩৯.২৬%।

প্রশ্ন : আন্তর্জাতিক ঋণ পরিসংখ্যান-২০২১ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর : ৫,৭০৮.৮০ কোটি ডলার বা ৪,৮৫,২৪৮ কোটি টাকা।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে ‘হিসাব অটোমেশন’ উদ্বোধন করা হয়?
উত্তর : ১৪ অক্টোবর ২০২০।

প্রশ্ন : দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কী?
উত্তর : অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

প্রশ্ন : ১১ অক্টোবর ২০২০ কত প্রকার পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর : ২৮২ প্রকার।

প্রশ্ন : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তর : আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

প্রশ্ন : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তর : বেগম আবেদা আকতার।

প্রশ্ন : বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের বর্তমান সচিবের নাম কী?
উত্তর : কাজী নুরুল ইসলাম।

প্রশ্ন : বাংলা একাডেমির বর্তমান সচিব
উত্তর : মোহা. নায়েব আলী।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর : চীন (দ্বিতীয় ভিয়েতনাম)।

প্রশ্ন : ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০ অনুযায়ী, চলতি বছর সবচেয়ে GDP প্রবৃদ্ধি হবে কোন দেশের?
উত্তর : গায়ানার (২৬.২৩%)।

প্রশ্ন : ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০-অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি GDP সংকোচিত হবে কোন দেশের?
উত্তর : লিবিয়ার (-৬৬.৭%)।

প্রশ্ন : ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০ অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি হতে পারে কত ডলার?
উত্তর : ২০৩০ মার্কিন ডলার।

প্রশ্ন : কাশ্মীরের সব রাজনৈতিক দল মিলে গঠিত নতুন জোটের নাম কী?
উত্তর : পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন।

প্রশ্ন : ১২ বছরের বালক নাথান হার্শকিন সম্প্রতি ৬ কোটি ৯০ লাখ বছর আগের ডাইনোসরের কঙ্কাল আবিষ্কার করে কোথায়?
উত্তর : কানাডার অ্যালবার্টা অঞ্চলে।

প্রশ্ন : লিথিয়ামকে ক্রিটিকাল র ম্যাটেরিয়াল এর স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা?
উত্তর : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রশ্ন : চন্দ্র অভিযানের ৫০ বছর পর ২০২০ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি হাবার্ড মেডেলে ভূষিত করা হচ্ছে কাকে?
উত্তর : ক্যাথেরিন জনসন।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের খুঁটিবিহীন গম্বুজবিশিষ্ট সর্ববৃহৎ মসজিদের নাম কী?
উত্তর : তাবুক বিশ্ববিদ্যালয় মসজিদ।

প্রশ্ন : কার্লস্রুয়া সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২০’ লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

প্রশ্ন : সাংবাদিক ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২০’ লাভ করেন কে?
উত্তর : অভিনেতা আলমগীর ও চলচ্চিত্র সাংবাদিক শামীম আলম দীপেন।

প্রশ্ন : ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন ২০২০’-এর অ্যাক্সেস টু ফিন্যান্স চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ব্র্যাক ব্যাংক লি. (টানা চতুর্থবার)।

প্রশ্ন : ‘গ্লোবাল ইসলামিক ফিন্যান্স অ্যাওয়ার্ড ২০২০’ লাভ করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : আল-ফারাবি কাজাখ ন্যাশনাল ইউনিভার্সিটি (কাজাখস্তান)।

প্রশ্ন : দ্য বেস্ট ইমার্জিং ইসলামিক ব্যাংক ২০২০’ পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ফয়সাল ব্যাংক লিমিটেড, পাকিস্তান।

প্রশ্ন : সাহিত্যে নোবেল বিজয়ী লুইস গ্লুক কোন দেশের নাগরিক?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : এমানুয়েল কার্পেন্টিয়ার ও জেনিফার এ. দোদনা।

প্রশ্ন : পদার্থে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : রজার পেনরোজ, রেইনহার্ড পেনজেল এবং আন্দ্রে গেজ।

প্রশ্ন : চিকিৎসায় নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : হার্ভে অলটার, মাইকেল হিউটন এবং চার্লস এম. রাইস।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !