সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ফেব্রুয়ারী ২০২০ [পিডিএফ]
পিডিএফ ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
প্রশ্নঃ প্রকাশিতব্য “বঙ্গবন্ধুর স্মৃতিকথা” গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তথ্যঃ বঙ্গবন্ধুর প্রথম বই-অসমাপ্ত আত্মজীবনী। প্রকাশিত হয় ২০১২ সালে। কারাগারে থাকাকালীন ১৯৬৭ সালে লেখা শুরু করেন। ২০১৭ সালে প্রকাশিত ২য় বই-কারাগারের রােজনামচা। ২০২০ সালে প্রকাশিত ৩য় বইআমার দেখা নয়াচীন যা ১৯৫২ সালে চীন ভ্রমণের কথামালা।
প্রশ্নঃ দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ মংলা, বাগেরহাট।
তথ্যঃ
- বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-সিলেটের মালনীছড়ায়
- বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়-নরসিংদী
- বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়- ১৯৫৭ সালে
- সর্বপ্রথম বাংলা Search Engine এর নাম – পিপীলিকা
- দেশের তৈরি ১ম ল্যাপটপের নাম – দোয়েল।
- বাংলাদেশে প্রথম কম্পিউটার কোথায় ব্যবহৃত হয়-বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
- বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম – জীবন তরী।
- বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ বাংলার দূত।
ভিডিও দেখুন :
প্রশ্নঃ ফিফার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী বাংলাদেশের ১ম নারী রেফারির নাম কী?
উঃ জয়া চাকমা।
প্রশ্নঃ দেশে নিবন্ধিত ওষুধ কোম্পানি কতটি?
উত্তরঃ ২৫৭টি।
তথ্যঃ চালু আছে ১৯০ টির মতাে। বাংলাদেশ ওষুধের ৯০ শতাংশ কাঁচামাল আমদানি করে। দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক মুন্সিগঞ্জের গজারিয়ায়। রপ্তানি উন্নয়ন ব্যুরাের তথ্যমতে, বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে ওষুধ সরবরাহ করা হচ্ছে।
আরো পড়ুন : সাম্প্রতিক প্রশ্নোত্তর জানুয়ারি ২০২০ বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্নঃ দেশের ৭ম ব্যাংক নােট কত টাকা মূল্যমানের?
উঃ ২০০ টাকা মূল্যমানের (১৭ই মার্চ, ২০২০ চালু হয়)।
প্রশ্নঃ বিশ্বজুড়ে বিপন্ন কত প্রজাতির প্রাণি সুন্দরবনকে আশ্রয় করেই টিকে আছে?
উত্তরঃ ৩১ প্রজাতির।
তথ্যঃ সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১৬৪। ২০১৫ সালের গণনায় বাঘের সংখ্যা ছিল ১০৬ টি এবং ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় ১১৪ টিতে। ১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসান স্থান হিসেবে এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ খ্রিষ্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। ১০,০০০ বর্গ কিলােমিটার সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলােমিটার (৬২%) বাংলাদেশে। (সাের্স- জাতীয় সংসদ)
প্রশ্নঃ দেশে বর্তমানে স্থলবন্দর কয়টি?
উঃ ২৪ টি।
তথ্যঃ সর্বশেষ স্থলবন্দর-ভােলাগঞ্জ,সিলেট।
প্রশ্নঃ ব্রিটিশবিরােধী আন্দোলনের বীর শহীদ তিতুমীরকে নিয়ে নির্মিত ‘তিতুমীর’ সিনেমায় তিতুমীর চরিত্রে দেখা যাবে কোন অভিনয় শিল্পীকে?
উত্তরঃ চিত্রনায়ক নিরবকে।
তথ্যঃ ছবির পরিচালক ডায়েল রহমান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে ১১ নম্বরে মীর নিসার আলী তিতুমীর। ১৮৩১ সালে তিনি বারাসাতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন।
প্রশ্নঃ দেশের আর্থিক খাতের গােয়েন্দা সংস্থার নাম কী?
উত্তর : BFIU
তথ্যঃ BFIU = Bangladesh Financial Intelligence Unit.
প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি।
তথ্যঃ ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি এবং পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয়-১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি। ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয়। যা কার্যকর হয় ৪ মার্চ, ১৯৮৭ সাল থেকে। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে ১৮৮ টি দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে তা পালিত হচ্ছে। ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিন্ধান্ত হয় ।
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের সাথে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে?
উঃ চেক প্রজাতন্ত্র ।
তথ্যঃ এরকম ৩৬ টি দেশের সাথে কর পরিহার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রশ্নঃ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ পেয়েছেন মােট কতজন?
উত্তরঃ ১০ জন
তথ্যঃ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (ঢাকার বর্ধমান হাউজে) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এবং পুরষ্কার চালু হয়
১৯৬০ সালে।
প্রশ্নঃ একুশে পদক ২০২০ প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট
তথ্যঃ একুশে পদক-২০২০ একুশে পদক পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান যা ১৯৭৬ সালে প্রবর্তিত হয় । বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ২০২০ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
বিষয় | পুরস্কার প্রাপ্ত ব্যক্তি |
ভাষা আন্দোলন | আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর) মুক্তিযুদ্ধে |
মুক্তিযুদ্ধে | হাজি আক্তার সরদার, আব্দুল জব্বার, ডা. আ আ ম মেসবাউল হক (বাচ্চু ডাক্তার) |
সাংবাদিকতায় | জাফর ওয়াজেদ |
গবেষণায় | ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মােহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ |
শিক্ষায় | অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া। |
অর্থনীতিতে | অধ্যাপক ড. সামসুল আলম। |
ভাষা ও সাহিত্যে | সাহিত্যে ড. নুরুননবী, মরহুম সিকদার আমিনুল হক। |
চিকিৎসায় | অধ্যাপক ডা. সায়েব আখতার। |
প্রতিষ্ঠান (গবেষণায়) | বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট**** ** |
সমাজসেবা | সুফি মােহাম্মদ মিজানুর রহমান। |
শিল্পকলা (সংগীত) | ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক। |
শিল্পকলা (নৃত্য) | মােঃ গােলাম মােস্তফা খান |
অভিনয় | এস এম মােহসীন |
চারুকলা | শিল্পী ফরিদা জামান |
প্রশ্নঃ ডেল্টা প্লান-২১০০ এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশে কতটি প্রকল্প নেয়া হয়েছে?
উত্তরঃ ৪০ টি।
তথ্যঃ বদ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে সাহায্য করছে নেদারল্যান্ড। এ প্রকল্পে দেশের জিডিপি প্রবৃদ্ধি ২০৩০ সালের মধ্যে ১০% ধরা হয়েছে।
প্রশ্নঃ সাদা পাথর পর্যটন কেন্দ্র কোন জেলায়?
উত্তরঃ সিলেট।
প্রশ্নঃ জাতীয় পরিসংখ্যান দিবস কবে?
উত্তরঃ ২৭ ফেব্রুয়ারি।