বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ১ম পর্ব

Preparation BD
By -
0

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ১ম পর্ব

  • আধুনিক কম্পিউটারের বিকাশ শুরু হয় যার হাতে- ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ চার্লস ব্যাবেজের।
  • কম্পিউটারের ‘প্রােগ্রামিং ধারণার প্রবর্তক- কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস।
  • মেইনফ্রেম কম্পিউটার প্রথম তৈরি করে যে প্রতিষ্ঠান- আইবিএম কোম্পানি।
  • সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয় যে আবিষ্কারের জন্য- মাইক্রোপ্রসেসর ১৯৭১ সাল।
  • ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে আরপানেট (Arpanet) আবিষ্কৃত হয়- বিংশ শতাব্দীর ৬০-৭০’র দশকে।
  • আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের (Email) সূচনা করেন- মার্কিন প্রােগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন; ১৯৭১ সাল।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০২

  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক- টিম বার্নার্স-লি।
  • ই-লার্নিং-এর পূর্ণরূপ- ইলেকট্রনিক লার্নিং।
  • ই-গভর্ন্যান্স হলাে- শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়ােগ।
  • ই-কমার্স-এর পূর্ণরূপ- ইলেকট্রনিক কমার্স।
  • বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুক চালু করা হয়- ৪ ফেব্রুয়ারি ২০০৪।
  • সামাজিক যােগাযােগ মাধ্যম টুইটারে একজন ব্যবহারকারী একটি বার্তায় সর্বোচ্চ যত Character লিখতে পারে- ১৪০।
  • বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে প্রেরণ করে- ১১ মে ২০১৮।
  • ই-বুক বা ইলেকট্রনিক বুক হলো- মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০১

  • ওয়ার্ড প্রসেসিং এবং প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয় যথাক্রমে- লেখালেখি এবং হিসাব করার জন্য।
  • মাল্টিমিডিয়া হলাে- মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের (যেমন:বর্ণ, চিত্ত, শব্দ) সমন্বয়।
  • এডোবি ফটোশপ প্রােগ্রামটি ব্যবহার করা হয়- কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য।
  • এডােবি ইলাস্ট্রেটর প্রােগ্রামটি ব্যবহার করা হয়- ছবি আঁকা, নকশা প্রণয়ন, লােগাে ও অন্যান্য ডিজাইন তৈরিতে।
  • ডেটাবেজ মূলত গঠিত হয়- কলাম (ফিন্ড দ্বারা গঠিত) এবং সারির (রেকর্ড দ্বারা গঠিত) সমন্বয়ে।
  • DBMS’র পূর্ণরূপ- Database Management System.

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !