৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • ভােল্টেজ, কারেন্ট এবং রােধ পরিমাপের যন্ত্র- মাল্টিমিটার।
  • মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন- বিজ্ঞানী ভিক্টর ফ্রান্সিস হেস।
  • যক্ষা রােগের জীবাণু আবিষ্কার করেন- রবার্ট কচ।
  • যে নিউট্রন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে- পালসার।
  • সূৰ্বে নিকটতম নক্ষত্র- প্রক্সিমা সেন্টেরাই।
  • মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ রয়েছে- চারটি।
  • পারমাণবিক বিস্ফোরণের ফলে যে তেজস্ক্রিয় রশ্মি উৎপন্ন হয়- গামা রশ্মি।
  • লােহিত রক্তকণিকা সঞ্চিত থাকে- প্লীহায়।

আরো পড়ুন : বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • দৃশ্যমান আলাের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি- লাল আলাের।
  • যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করে- ডায়নামাে ।
  • পারমাণবিক বােমা তৈরিতে যে মৌল ব্যবহৃত হয়- ইউরেনিয়াম।
  • পিত্তপাথর গলাতে ব্যবহৃত হয়- Radioisotope
  • সূর্যের শক্তি উৎপন্ন হয়- পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
  • মানুষের রক্তের pH হলাে- ৭.৪।
  • সৌর কোষে ব্যবহৃত হয়- সিলিকন।
  • CFC-এর ট্রেড নাম- ফ্রিয়ন।
  • বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র- ব্যারােমিটার।
  • থিওরি অব রিলেটিভিটি’র প্রণেতা- আলবার্ট আইনস্টাইন।
  • জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশি- গামা রশ্মি।
  • এস.আই. পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক- অ্যাম্পিয়ার।
  • সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক- 0°C।

আরো পড়ুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রন্থ ও লেখক

  • ক্যালকুলাস আবিষ্কার করেন- স্যার আইজ্যাক নিউটন।
  • তাপ সঞ্চালনের প্রক্রিয়া- তিনটি।
  • রেফ্রিজারেটরে বর্তমানে যে গ্যাস ব্যবহৃত হয়- অ্যামােনিয়া ও ফ্রেয়ন।
  • তেজস্ক্রিয়া আবিষ্কার করেন- হেনরি বেকেরেল।
  • পরমাণুর ইলেকট্রনের মােট শক্তি সর্বদাই- ঋনাত্মক।
  • পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত- ১ : ৮।
  • স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান- ক্রোমিয়াম।
  • ইউরিয়া সারে সর্বাধিক যত ভাগ নাইট্রোজেন থাকে- ৪৬%।
  • কৃত্রিম জিন আবিষ্কার করেন- হরগােবিন্দ খােরানা।
  • কুইনাইন যে গাছ থেকে তৈরি হয়- সিনকোননা।
  • পেনিসিলিন আবিষ্কৃত হয়- ১৯২৮ সালে।
  • দুধকে টক করে- ব্যাকটেরিয়া।
  • ভাইরাস হলাে- কোষহীন জীব।
  • মাইটোকন্ড্রিয়ায় প্রােটিন থাকে- ৭৩%।
  • DNA-এর গঠন আবিষ্কার করেন- ওয়াটসন ও ক্রিক।
  • মাশরুম এক ধরনের- ছত্রাক / ফাঙ্গাস।
  • মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমােম্যানােমিটার।
  • টেলিভিশন আবিষ্কার করেন- জন এল বেয়ার্ড।
  • ফিউশন পদ্ধতিতে তৈরিকৃত বােমার নাম- হাইড্রোজেন বােমা।
  • স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে- পিত্তরস।
  • সবুজ ফল পাকলে রঙিন হয়- ক্রোমােপ্লাস্টের উপস্থিতির কারণে।
  • স্মার্ট কার্ডের জনক- রােল্যান্ড মােরেনাে।
  • জীববৈচিত্র সমৃদ্ধ অঞ্চলকে বলা হয়- হটস্পট।
  • ভিটামিন ‘সি’-এর রাসায়নিক নাম- অ্যাসকরবিক এসিড।
  • কেমােথেরাপির জনক- পল এহলিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !